গত ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ইতিহাস লিখেছে রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। সতেরো বছর পর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে তারা। এগারো বছর আইসিসি ট্রফি ছিলো না ভারতের ঘরে। কেটেছে সেই খরা। সোনালী ভবিষ্যতের আশা জাগিয়েছে টি-২০ বিশ্বকাপ জয়। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) , টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC Final 2025) মত বড় মাপের টুর্নামেন্ট। সেখানেও সাফল্যের স্বাক্ষর রাখার লক্ষ্য নিয়ে এগোতে চায় রোহিত-বাহিনী। এর আগে দুই বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দুই বার জিতেছে ওডিআই বিশ্বকাপ। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) খেতাব রয়ে গিয়েছে অধরা। সেই আক্ষেপ মেটানোর প্রস্তুতি শুরু করেছে দল। ছক সাজাচ্ছেন নতুন কোচ গৌতম গম্ভীর।
Read More: ৬, ৬, ৬, ৬, ৬… পোলার্ড ঝড় বাইশ গজে, ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাটিং তাণ্ডবে ছিন্নভিন্ন প্রতিপক্ষ !!
ঘরের মাঠেই টিকিট কনফার্ম করবে ভারত?
রোহিত শর্মা (Rohit Sharma), রবীন্দ্র জাদেজারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র রেখে দেশে ফিরেছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন ৪-১ ফলাফলে। এই সাফল্যের প্রতিফলন দেখা গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলে। ভারত (Team India) ৯ ম্যাচ খেলে ৬টি জয়, ২টি হার ও ১টি ড্র’র সাথে ৬৮.৫১ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৬২.৫০। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড পার্সেন্টেজ পয়েন্টের নিরিখে অনেকটাই পিছনে। তাদের সংগ্রহ ৫০। গত দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রে দুর্দান্ত পারফর্ম করে ফাইনাল খেলেছিলো টিম ইন্ডিয়া (Team India)। তৃতীয় বারে হ্যাট্রিক কি সম্পন্ন হবে? পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে আশাবাদী সমর্থকেরা।
২০২১ ও ২০২৩-এ ট্রফি আসে নি। হারতে হয়েছিলো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে। ২০২৫-এ লর্ডসের মাঠে শুধু তৃতীয় ফাইনাল নয়, যেন ট্রফি জেতে ভারত, প্রার্থনা করছেন সমর্থকেরা। আগামী সেপ্টেম্বর থেকে টেস্ট মরসুম শুরু হচ্ছে রোহিত (Rohit Sharma), কোহলিদের (Virat Kohli)। যত তাড়াতাড়ি সম্ভব যোগ্যতা অর্জন করে রাখতে চাইছেন তাঁরা। অঙ্কের হিসেব বলছে যে ঘরের মাঠেই ফাইনালের যোগ্যতা অর্জন করা অসম্ভব নয় টিম ইন্ডিয়ার (Team India) কাছে। সেপ্টেম্বর মাসে চেন্নাই ও কানপুরে দুটি টেস্ট রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। অক্টোবর-নভেম্বরে বেঙ্গালুরু, পুনে ও মুম্বইতে থাকছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও তিনটি ম্যাচ। রোহিতবাহিনী (Rohit Sharma) যদি পাঁচটিই জেতে তাহলে তাদের পার্সেন্টেজ পয়েন্ট দাঁড়াবে ৭৯.৭৬। যা ফাইনালের জন্য যথেষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেখে নিন বর্তমান WTC পয়েন্ট টেবিল-
অস্ট্রেলিয়ার মাঠে রয়েছে কঠিন পরীক্ষা-
ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে নিঃসন্দেহে ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের দিকে এক পা এগিয়ে যাবে ভারত। কিন্তু রোহিত, কোহলিরা যে জুনে লর্ডসের লং-রুম দিয়ে ‘ক্রিকেটের মক্কা’য় পা রাখবেনই তা পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তার জন্য চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভালো পারফর্ম্যান্স করতে হবে টিম ইন্ডিয়াকে। নভেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। চলবে ২০২৫-এর জানুয়ারি অবধি। পারথ্, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে রয়েছে পাঁচটি টেস্ট। কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের বিপক্ষে গত দুইবারের মত যদি সিরিজ জেতে ভারত, তাহলে চিন্তার কিছু নেই। কিন্তু যদি ৫-০ ফলে পর্যুদস্ত হতে হয় রোহিত শর্মাদের, তাহলে বাজিমাত করে যেতে পারে নিউজিল্যান্ড বা ইংল্যান্ড।