Asia Cup 2023

বেশ জমে উঠেছে ক্রিকেটের এই মরশুম। ২০২৩ সাল জুড়েই ভর্তি ম্যাচের সময়সূচি। বর্তমানে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মতন দুর্বল দলের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পরাজিত হয়ে আয়ারল্যান্ড সফরে রয়েছে। তবে, আইরিশদের পরাজিত করে সিরিজ দখল করেছে টিম ইন্ডিয়া। তবে, এরপর ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ২০২৩ এশিয়া কাপ (Asia Cup 2023)। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহের (Jay Shah) পাকিস্তানে ভারতীয় দলকে না পাঠানোর সিদ্ধান্তের জন্যই শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ।

২০২২ সালে আরবের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ, সুপার ফোরে ভারতীয় দলকে দলের বাইরে ছিটকে চলে যেতে হয়েছিল, তবে এবার টিম ইন্ডিয়া একেবারে প্রস্তুত সব জবাব দিতে। প্রসঙ্গত, এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) শুরু হবে ৩০ আগস্ট থেকে। প্রথম ম্যাচ পাকিস্তান ও নেপাল মুখোমুখি হতে চেলছে। ২ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চেলছে। তবে এবার এশিয়া কাপ জেতার প্রবল সম্ভবনা রয়েছে টিম ইন্ডিয়ার। ২১ অক্টোবর প্রকাশিত হওয়া ভারতীয় দলের স্কোয়াড ভারতীয় ভক্তদের কিছুটা আশ্বস্ত করেছে এশিয়া কাপ নিয়ে। তবে ৩ কারণে এবারে টিম ইন্ডিয়া জিততে চলেছে এশিয়া কাপ।

Read More: Asia Cup 2023: “ওর কোন প্রয়োজন নেই..”, শিখর ধাওয়ানকে বাদ দেওয়া নিয়ে অজিত আগরকর দিলেন এই বড় বয়ান !!

১) তিন বিভাগেই তুখোড় খেলোয়াড়

Team india, asia cup 2023
Indian Cricket Team | Image: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য নির্বাচিত ভারতীয় দলে তিন বিভাগে রয়েছেন একেরপই এক তুখোড় খেলোয়াড়। প্রথমেই ব্যাট হাতে ওপেনিং করতে দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলকে (Shubman Gill)। পাশাপাশি, টপ অর্ডারে রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। দলে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কেএল রাহুল (KL Rahul)। এই দুই ব্যাটসম্যান দলে ফিরে আসার পর দলের মিডিল অর্ডার বেশ শক্তিশালী হয়ে উঠেছে। পাশাপাশি দলে অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এছাড়া বোলিং বিভাগ সামলাতে ফিরে এসেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পাশাপাশি আরও ৪ জন তুখোড় ফাস্ট বোলারদের নিয়েই খেলতে চলেছে এশিয়া কাপ, মোহাম্মদ শামি (Mohamemd Shami), মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddh Krishna) ও শার্দূল ঠাকুর (Shardul Thakur)। এমনকি দলের হয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক ভার্মা (Tilak Varma), ঈশান কিষান (Ishan Kishan) ও স্পিন বিভাগে কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেলকে (Axar Patel) সামিল করা হয়েছে।

২) রোহিত-বিরাটরা সাফল্যার জন্য মুখিয়ে

Rohit Sharma and Virat kohli, asia cup 2023
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

আসন্ন এশিয়া কাপ ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় দলের এক দুই অভিজ্ঞ প্লেয়ার বিগত কয়েক বছর ভারতীয় দলের ভার টেনে আসছেন, ওডিআই ফরম্যাটে বর্তমানে শীর্ষ দুই রান সংগ্রাহক হলেন দুজনেই। ২০২৩ সালেও বেশ ভালো ফর্মে রয়েছেন দুজনেই। এশিয়া কাপের জন্য নিজেদের সুস্থ রাখতে উইন্ডিজ সিরিজেও ওডিআই ফরম্যাটে বিশ্রাম নিতে দেখা গিয়েছিল। বিগত কয়েক বছর আইসিসি ইভেন্টে ভারতীয় দলের পারফরমেন্সের উপর ওঠা নানান প্রশ্নর জবাব দেওয়ার সময় এসেছে। দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে অন্যদিকে প্রাক্তন ভারত ক্যাপ্টেন বিরাট কোহলি রোহিতকে তার দ্বিতীয় এশিয়া কাপ ট্রফি জিততে করবেন সহায়তা। গত এশিয়া কাপে দীর্ঘ ৩ বছর শতরান করেন বিরাট কোহলি। ২০২২ সালে এশিয়া কাপে সুপার ফোর রাউন্ড থেকে বাইরে চলে যাওয়া টিম ইন্ডিয়াকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তবে এবার দলের দুই প্রমুখ ব্যাটসম্যানদের কাছে থাকবে ফিরে আসার সুযোগ।

৩) চোট সারিয়ে দুর্দান্ত ছন্দে বুমরাহ

Jasprit Bumrah , asia cup 2023
Jasprit Bumrah | Image: Getty Images

দীর্ঘ সময় পর ভারতীয় দলের প্রমুখ বলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কেএল রাহুল (KL Rahul) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddh Krishna) দলে ফিরেছেন। চোটের কারণে দলের বাইরেই ছিলেন এই তারকারা। তবে, ভক্তদের জন্য সুখবর হলো বুমরাহের ফর্ম। ভারতীয় দল বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে যেখানে দলের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডে বেশ দারুন ছন্দে দেখা যাচ্ছে বুমরাহকে। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে ফেলেছেন তিনি পাশাপাশি ভালো ক্যাপ্টেন্সিও করেছেন তিনি। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে এসে এইধরণের পারফরমেন্স দিচ্ছেন বুমরাহ যা ভারতীয় ভক্তদের কাছে খুশির একটি খবর আর এধরণের ফর্ম বজায় থাকলে এবারের এশিয়া কাপ জিততে ভারতকে কেউ আটকাতে পারবে না।

Read More: Asia Cup 2023: এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের, টিমে জায়গা করে নিলেন এই দুরন্ত ম্যাচউইনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *