team-india-to-miss-out-on-wtc-final

WTC Final: মাসখানেক আগে অবধিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে টিম ইন্ডিয়ার পা রাখার ব্যাপারে নিশ্চিত ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২০২১ ও ২০২৩ সালের খেতাবী যুদ্ধে যে ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন কোহলি-রোহিত’রা, তা মুছে ফেলার আরও একটা সুযোগ তাঁরা পাবেন ২০২৫-এ, আশায় ছিলেন সমর্থকরাও। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেনজির বিপর্যয় জল ঢেলে দিয়েছে সেই স্বপ্নে। ২৪ বছর পর হোমগ্রাউন্ডে হোয়াইটওয়াশড হয়ে জোর ধাক্কা খেয়েছিলো ‘মেন ইন ব্লু।’ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-০ হারাতে পারলে হাতে আসতে পারত লর্ডসের টিকিট। কিন্তু অ্যাডিলেডের পরাজয় আপাতত নিভিয়েছে সেই প্রত্যাশার প্রদীপ’ও। সব মিলিয়ে এখন ঘোর সঙ্কটে ভারতীয় দল (Team India)। মিরাক্‌ল না ঘটলে টানা তৃতীয় বার টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াইতে অংশ নেওয়া হবে না তাদের।

Read More: IND vs AUS: “কামিন্সের থেকে অধিনায়কত্ব শিখুক রোহিত…” প্রাক্তন ছাত্রকে নিশানা করলেন রবি শাস্ত্রী !!

শীর্ষস্থানে দক্ষিণ আফ্রিকা, তিনে ভারত-

SA vs SL | WTC | Image: Getty Images
SA vs SL | Image: Getty Images

জমে উঠেছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখার লড়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারায় শীর্ষস্থান খুইয়েছিলো টিম ইন্ডিয়া। পার্‌থ-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে তা পুনরুদ্ধারও করেছিলেন বুমরাহ’রা (Jasprit Bumrah)। কিন্তু গতকাল অ্যাডিলেডে ১০ উইকেটের ব্যবধানে হার এক ধাক্কায় তিন নম্বরে নামিয়ে দিয়েছিলো তাঁদের। পয়েন্ট তালিকার মগডালে জায়গা করে নিয়েছিলো অস্ট্রেলিয়া। কিন্তু বেশী সময় এক নম্বর স্থান ধরে রাখতে পারলেন না প্যাট কামিন্সরা (Pat Cummins)। ২৪ ঘন্টার মধ্যেই তাদের সরিয়ে সবার উপরে পৌঁছে গেলো দক্ষিণ আফ্রিকা। আজ কেবের্হার সেন্ট জর্জেস পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রানে জয় ছিনিয়ে নিল তেম্বা বাভুমার (Temba Bavuma) দল। ২-০ ফলে সিরিজ জিতে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে দিলো প্রোটিয়া শিবির।

পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মত দল ছিটকে গিয়েছে অনেক আগেই। সম্প্রতি ভারতের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয় সত্ত্বেও ফাইনালের দৌড়ে নেই নিউজিল্যান্ড। ‘বাজবল’-এ ভর করে ফাইনালে পৌঁছানোর স্বপ্ন সফল হয় নি ইংল্যান্ডেরও। টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা হওয়ার যুদ্ধে অংশ নেওয়ার লড়াইতে এখন ভারত (Team India), অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাই। শ্রীলঙ্কার বিপক্ষে (SA vs SL) সিরিজ জয়ের পর প্রোটিয়াদের পার্সেন্টেজ পয়েন্ট ৬৩.৩৩। ১০টি টেস্ট খেলে ছ’টি জিতেছে তারা। হার  ৩টিতে। একটি খেলা ড্র হয়েছে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ  ৬০.৭১। তারা ১৪টি টেস্ট খেলে ৯টি জিতেছে, হেরেছে ৪টি এবং ১টি ম্যাচ থেকে অমীমাংসিত। তিন নম্বরে নেমে যাওয়া ভারতের পার্সেন্টেজ পয়েন্ট ৫৭.২৯। ১৬ টেস্টের মধ্যে ৯টি জিতেছে তারা, হার ৬টিতে। ড্র হয়েছে একটি।

এক নজরে WTC পয়েন্ট তালিকা-

WTC Points Table | Image: Twitter
WTC Points Table | Image: Twitter

রাস্তা সবচেয়ে কঠিন ভারতের জন্যই-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

অঙ্কের হিসেবে ভারতের জন্য টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের দরজা বন্ধ হয় নি এখনও। নিজেদের বাকি ম্যাচগুলি জেতার পাশাপাশি অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। তবে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার চেয়ে টিম ইন্ডিয়ার জন্য রাস্তাটা অনেক বেশী কন্টকাকীর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। চলতি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আর তিনটি টেস্ট খেলবে ‘মেন ইন ব্লু।’ তিনটিই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে ব্যাগি গ্রিন বাহিনীর হাতে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) পরেও থাকছে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকাই। তাদের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। হোম অ্যাডভান্টেজ পাবেন ট্রিস্টান স্টাবস, তেম্বা বাভুমা’রা। যে ফর্মে রয়েছেন প্রোটিয়ারা তাতে নড়বড়ে পাকিস্তানকে হারিয়ে লর্ডসের ছিনিয়ে নেওয়া তাঁদের কাছে হয়ত সময়ের অপেক্ষা।

Also Read: TOP 3: তিন’টি ভুল চালেই হাতছাড়া ম্যাচ, প্রকাশ্যে অ্যাডিলেড বিপর্যয়ের আসল কারণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *