২০১৬ সালে চেপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরান করে হইচই ফেলে দিয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের উজ্জ্বল তারকা হয়ে উঠবেন তিনি, সেই সময় ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকেই। কিন্তু প্রত্যাশিত পথে এগোয় নি করুণের কেরিয়ার। ২০১৭-র গোড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফিতে পরপর কয়েকটি টেস্টে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েন তিনি। এরপর দীর্ঘসময় তাঁর দিকে ফিরেও তাকান নি নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থতার সম্মুখীন হয়ে কর্ণাটক ছাড়তে হয়েছিলো তাঁকে। ভাগ্যের চাকা ঘোরে ২০২৪-২৫ মরসুমে। বিদর্ভের হয়ে রঞ্জি, বিজয় হাজারে ট্রফির মত টুর্নামেন্টে চোখধাঁধানো পারফর্ম্যান্স করেন করুণ (Karun Nair)। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে জাতীয় দলে ফেরাতে বাধ্য হন নির্বাচকেরা। আট বছর পর তিনি পা দেন ভারতীয় ড্রেসিংরুমে।
Read More: ভারতের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল ঘোষণা: ঋষভ পন্থ বাদ, শুভমান গিল অধিনায়ক !!
ইংল্যান্ডে হতাশ করেছেন করুণ-

২০২৪-২৫ রঞ্জি মরসুমে ৯ ম্যাচে প্রায় ৫৪ গড়ে ৮৫৯ রান করেছিলেন করুণ নায়ার (Karun Nair)। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন তিনি। ৪টি শতরান ও ২টি অর্ধশতরান এসেছিলো করুণের ব্যাট থেকে। ফাইনালে কেরলকে পিছনে ফেলে বিদর্ভের খেতাব জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। বিজয় হাজারে ট্রফিতেও অবিশ্বাস্য পারফর্ম্যান্স করেন ডান হাতি তারকা। লিস্ট-এ টুর্নামেন্টে মাত্র ৮ ইনিংসে ৩৮৯.৫০ গড়ে তিনি করেন ৭৭৯ রান। তাঁর ব্যাট থেকে এসেছিলো পাঁচটি শতক ও ১টি অর্ধশতক। ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে বিদর্ভ পরাজিত হলেও করুণের (Karun Nair) পারফর্ম্যান্স নজর এড়ায় নি ক্রিকেটজনতার। তাঁকে জাতীয় দলে ফেরানো দাবীতে সোচ্চার হয়েছিলেন তাঁরা। করুণ যে তাঁদের রেডারে রয়েছেন, তা ঘোষণা করতে বাধ্য হন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পান নি করুণ নায়ার (Karun Nair)। তবে ইংল্যান্ড সফরে শিকে ছেঁড়ে তাঁর ভাগ্যে। ভারত-এ’র হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে দ্বিশতরান করে অনুরাগীদের প্রত্যাশা অনেকগুণ বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে সেই ফর্মের ধারেকাছেও পাওয়া যায় নি তাঁকে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে খাতাই খুলতে পারে নি তিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন একমাত্র ম্যাঞ্চেস্টার টেস্ট ছাড়া সিরিজের বাকি সবক’টি ম্যাচেই তাঁকে সুযোগ দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। ওভালে একটি অর্ধশতক ছাড়া উল্লেখযোগ্য রান পান নি কোথাওই। ৮ ইনিংসে তাঁর মোট সংগ্রহ ২০৮ রান। গড় ২৫.৬৩-এর কাছাকাছি। আট বছরের অপেক্ষার পর যে সুযোগ তিনি পেয়েছিলেন, তার যে সদ্ব্যবহার তিনি করতে পারেন নি তা মেনে নিয়েছেন করুণ নিজেও।
করুণকে বাদ দিচ্ছে টিম ইন্ডিয়া-

বিরাট কোহলি ও রোহিত শর্মা’র অবসরের পর ভারতীয় টেস্ট দলে যে শূন্যতা তৈরি হয়েছিলো, নিজের অভিজ্ঞতা দিয়ে তা পূরণ করবেন করুণ নায়ার (Karun Nair), আশায় ছিলেন বোর্ড কর্তারা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩ বর্ষীয় তারকার যা পারফর্ম্যান্স তাতে খুশি হতে পারেন নি তাঁরা। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের একটি সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু।’ সেখানে করুণকে বয়ে বেড়াতে আর রাজী নয় বিসিসিআই। সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন ২৩ অথবা ২৪ তারিখ দল ঘোষণা হতে পারে। সূত্রের খবর যে বাদই পড়ছেন করুণ নায়ার (Karun Nair)। তাঁর বদলে মিডল অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা দেবদত্ত পাডিক্কালের। করুণ ছাড়াও বাতিলের খাতায় থাকতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের নাম’ও। উইন্ডিজের বিপক্ষে সরফরাজ খানের সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশ ক্ষীণ।