গত বছরের ২৬ মার্চ ২০২৩-২৪ মরসুমের জন্য টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করেছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। সেই চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের এ+, এ, বি ও সি-মোট এই চারটি গ্রেডে ভাগ করা হয়েছিলো। মোট ২৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত করা হয়েছিলো। এ+ গ্রেডে থাকা চার ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ বার্ষিক বোর্ডের কাছে পেয়েছেন ৭ কোটি টাকা। গ্রুপ-এ’তে থাকা পাঁচ ক্রিকেটার পেয়েছেন ৫ কোটি টাকা করে। গ্রুপ-বি’তে ছিলেন ছয় জন। তারা পেয়েছেন ৩ কোটি টাকা করে আর গ্রুপ-সি’তে থাকা ১১ জন পেয়েছেন বার্ষিক এক কোটি টাকা।
শোনা যাচ্ছে আগামী আইপিএলের (IPL) পরেই ২০২৩-২৪ মরসুমের জন্য নতুন চুক্তির ঘোষণা করা হবে। কতজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হবেন, তা নিয়ে রয়েছে জল্পনা। শিখর ধাওয়ান (Shikhar Dhawan), উমেশ যাদব, দীপক হুডা, যুজবেন্দ্র চাহালের মত যাঁরা লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলেন নি, তাঁরা বাদ পড়তে পারেন চুক্তির আওতা থেকে। নতুন করে চুক্তি করা হতে পারে ধ্রুব জুড়েল, যশস্বী জয়সওয়াল, আকাশ দীপদের মত তরুণদের সাথে। এছাড়াও গ্রুপ-সি থেকে গ্রুপ-বি বা এক লাফে গ্রুপ-এ’তে জায়গা করে নেওয়ার সম্ভাবনা থাকছে কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। গ্রেডে বদল আসতে পারে শুভমান গিল (Shubman Gill), সূর্যকুমার যাদবদেরও। ভারতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে নানাবিধ জল্পনার মাঝেই মিললো বড় তথ্য। জানা গিয়েছে আগামী মরসুমে অর্থের অঙ্ক বাড়াতে চলেছে বিসিসিআই।
Read More: IND vs ENG: “ক্ষিদে না থাকলে দলে সুযোগ…”, রাঁচি টেস্ট জিতে দলের সব খেলোয়াড়দের চরম হুঁশিয়ারি রোহিত শর্মার !!
গুরুত্ব লাল বলের ক্রিকেটে, থাকতে পারে বোনাস-
বর্তমানে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লক্ষ টাকা পান ক্রিকেটাররা। প্রতিটি ওডিআই ম্যাচের জন্য অঙ্কটা ৬ লক্ষ ও প্রতিটি টি-২০’র জন্য পান ৩ লক্ষ। টাকার অঙ্ক ২০১৬ সালে দ্বিগুণ করা হয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India) তারকাদের জন্য। নতুন চুক্তিতে তা বেড়ে কত দাঁড়ায় তা জানতে আগ্রহী ক্রিকেটজনতা। সম্প্রতি টি-২০ ক্রিকেট ও আইপিএলের (IPL) জন্য টেস্টকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে কিছু ক্রিকেটারদের মধ্যে। তা যে বরদাস্ত করা হবে না তা গতকাল রাঁচীতে সাফ জানিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেন, “যে সকল খেলোয়াড়দের সেই ক্ষিদে রয়েছে, যাঁরা এখানে থেকে কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে চান, তাঁরাই অগ্রাধিকার পাবেন। এটা খুবই সহজ বিষয়, ক্ষিদে না থাকলে তাঁদের খেলিয়ে কোনো লাভ নেই।”
গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে মানসিক স্বাস্থ্যের অবনতির অজুহাত দিয়ে সরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। পরে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করেন নি তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট খেলেন নি শ্রেয়স আইয়ার’ও। এর আগে এক চিঠিতে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) তারকাদের জানিয়েছিলেন ফিট থাকলে এবং টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচ না থাকলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। টেস্ট দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রথম শ্রেণির পারফর্ম্যান্সই যোগ্যতার মাপকাঠি হবে বলেও জানান তিনি। সেই নির্দেশ না শোনায় কেন্দ্রীয় চুক্তির আওতা থেকে বাদ দেওয়া হতে পারে ঈশান ও শ্রেয়সকে (Shreyas Iyer)। টেস্টের আবেদন বাড়াতে বিশেষ বোনাসের সিদ্ধান্ত’ও নেওয়া হতে পারে। কোনো মরসুমের সবকটি টেস্ট সিরিজে খেললে অতিরিক্ত অর্থ পাবেন ক্রিকেটাররা।
গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে কে কোথায় ?
গ্রেড A+- বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
গ্রড A- ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি।
গ্রেড B- চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিল।
গ্রেড C- উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষণ, যুজবেন্দ্র চাহাল, দীপক হুডা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, কে এস ভরত, আর্শদীপ সিং।
Also Read: WPL 2024: ইউপিকে হারিয়েও শান্তি নেই দিল্লি শিবিরে, ম্যাচের পর বড় শাস্তির মুখে দলের তারকা খেলোয়াড় !!