টেস্ট দলে সুযোগ পেলেন না সরফরাজ খান, ট্যুইটারে প্রশ্নের মুখে নির্বাচক কমিটি প্রধান চেতন শর্মা !! 1

ভারতীয় দল (Team India) এখন রয়েছে অস্ট্রেলিয়াতে। সেখানে চলছে টি-২০ বিশ্বকাপ। দেড় দশকের অপেক্ষা কাটিয়ে ট্রফি নিয়ে ঘরে ফিরতে বদ্ধপরিকর ‘মেন ইন ব্লু।’ এরই মাঝে গত সোমবার ভারতীয় বোর্ড ঘোষণা করে দিলো আসন্ন নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরের জন্য নির্বাচিত খেলোয়াড়দের তালিকা। টি-২০ বিশ্বকাপের ধকলের পর রোহিত শর্মা, বিরাট কোহলি’র মত অনেক সিনিয়র’কে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় বোর্ড। নিউজিল্যান্ডে টি-২০ দলের নেতা হবেন হার্দিক পান্ডিয়া এবং একদিনের দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। উমরান মালিক, কুলদীপ সেন, শাহবাজ আহমেদের মত অনেক তরুণ প্রতিভা সুযোগ পেলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা হয় নি মুম্বইয়ের সরফরাজ খান-এর। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পর কি করে নির্বাচকদের নজরে এলেন না সরফরাজ, তা বোধগম্য হচ্ছে না সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটারদের।

ব্র্যাডম্যানের পরেই সরফরাজ,তবু কেন ব্রাত্য?

Sarfaraz Khan। image: Gettyimages
Jubilant Sarfaraz Khan in Ranji Trophy, playing for Mumbai, 2022

ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি, ইরানী ট্রফির মত প্রতিযোগিতায় দুরন্ত খেলে চলেছেন সরফরাজ খান। রঞ্জি ট্রফি’তে মাত্র ৬ ম্যাচে সরফরাজের ব্যাট থেকে এসেছে ৯৮২ রান। করেছেন ৪ টি শতরান এবং ২ টি অর্ধশতরান। ২০২২ মরসুমে তাঁর গড় ১২২.৭৫। রঞ্জি’তে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ও নির্বাচিত হয়েছিলেন তিনি। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান গত মরসুমে ২৭৫। খুব চিত্তাকর্ষক যে ঘরোয়া ক্রিকেট। কেরিয়ারে তাঁর গড় ৮১.৩৩। সবচেয়ে বেশী ব্যাটিং গড়ের তালিকায় সরফরাজ রয়েছেন ২ নম্বরে। ১ নম্বরে কে? স্বয়ং স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। যেখানে রঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রজত পতিদার(৬৫৮) বাংলাদেশগামী একদিনের দলে সুযোগ পেয়ে গেলেন সেখানে ব্র্যাডম্যান সদৃশ পরিসংখ্যান নিয়েও কোনো দলের জন্য ভাবা হলো না কেনো সরফরাজ’কে? উঠছে প্রশ্ন। প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা পর্যন্ত তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত’কে ‘হাস্যকর’ বলেছেন।

কি জানাচ্ছেন চেতন শর্মা-

Chetan Sharma । image: Gettyimages
Chetan Sharma

গতকাল দল নির্বাচন ও সেই সম্বন্ধীয় নানা প্রশ্নের উত্তর দিতে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন নির্বাচক কমিটি’র প্রধান চেতন শর্মা। সেখানে সরফরাজ’কে বাদ দেওয়া নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয় তাঁকে।  ঘরোয়া ক্রিকেটে অসামান্য খেলেও কেন বাদ সরফরাজ? উত্তরে চেতন জানান, “ও (সরফরাজ) আমাদের নজরে রয়েছে, আমি বলতে পারি যে খুব তাড়াতাড়ি ওকে সুযোগ আমরা দেবো। এখন ইন্ডিয়া-এ দলের হয়ে ওকে সুযোগ দেওয়া হয়েছে। ওর সাথে কথা বলেছি আমি, এবং সরফরাজের সাথে আমাদের কোনোরকম দূরত্ব নেই। আজ বৈঠকে সরফরাজ’কে নিয়ে কিছুক্ষণ আলোচনা হয়েছে আমাদের মধ্যে।”

সরফরাজ’কে সুযোগ না দেওয়ায় ট্যুইটারে ঝড়-

Sarfaraz Khan । image: Gettyimages
Sarfaraz Khan of Mumbai was in red hot form during 2022 Ranji season

যতই চেতন শর্মা জানান যে খুব দ্রুত সুযোগ দেওয়া হবে সরফরাজ’কে, সেই কথা ভুলতে রাজী নয় ট্যুইটার জনতে। দুর্দান্ত রঞ্জি মরসুমের পর’ও জাতীয় দলে সুযোগ না মেলায় সরফরাজের পাশে দাঁড়িয়ে চেতন শর্মা ও বিসিসিআই’কে তীব্র আক্রমণ করেছেন তাঁরা। সুযোগ পেতে গেলে আর কি করতে হবে? প্রশ্ন তাঁদের।

Read More: TOP 3: ৩ ভারতীয় ক্রিকেটার যাদের হাতে টিকে আছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জেতা !!

কি বলছে ট্যুইটারভার্স? দেখে নিন এখানে-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *