টেস্টের মাঝপথেই বড় সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার, বাদ পড়লেন সরফরাজ-সহ একঝাঁক ক্রিকেটার !! 1

কানপুরে চলছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। চেন্নাইতে জয়ের পর গ্রিনপার্কেও সাফল্যের সন্ধানে টিম ইন্ডিয়া (Team India)। বৃষ্টির কারণে প্রথম তিন দিন খেলা হয় নি বিশেষ। শেষ দু’দিনের মধ্যেই জয় ছিনিয়ে নিতে চাইছেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। সেইমত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা গিয়েছে ভারতীয় দল’কে। মাঠে যখন রোহিত(Rohit Sharma), যশস্বী (Yashasvi Jaiswal), বিরাটরা (Virat Kohli) বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেছেন, তখন মাঠের বাইরে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিলো টিম ইন্ডিয়া (Team India)। টেস্ট ম্যাচের মাঝপথে দল থেকে ‘রিলিজ’ করে দেওয়া হলো একঝাঁক তরুণ তুর্কি’কে। জয় শাহ (Jay Shah), রজার বিনিদের (Roger Binny) এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

Read More: TOP 3: আসন্ন IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দৌড়ে রয়েছেন এই ৩ তারকা ক্রিকেটার !!

রিলিজ পেলেন সরফরাজ, যশ দয়াল’রা-

Dhruv Jurel and Sarfaraz Khan | Team India | Image: Getty Images
Dhruv Jurel and Sarfaraz Khan | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে রোটেশন নীতি ব্যবহারের পথে হাঁটেন নি নবনিযুক্ত টিম ইন্ডিয়া (Team India) কোচ গৌতম গম্ভীর। চেন্নাইতে যে এগারো জন ছিলেন একাদশে, ঠিক তাঁদেরই নামিয়েছেন কানপুরে। ষোল সদস্যের স্কোয়াডের পাঁচ জন-সরফরাজ খান (Sarfaraz Khan), ধ্রুব জুড়েল, যশ দয়াল (Yash Dayal), কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল’কে সময় কাটাতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। টেস্ট শেষ হওয়ার আগেই সরফরাজ খান, যশ দয়াল ও ধ্রুব জুড়েল’কে (Dhruv Jurel) ভারতীয় দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিসিসিআই। আজ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে ইরানী কাপের (Irani Cup) আসর। সেই টুর্নামেন্টে যাতে তিন তরুণ তুর্কি অংশ নিতে পারেন তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। সরফরাজকে যে ছেড়ে দেওয়া হবে তা জানা গিয়েছিলো কানপুর টেস্ট শুরুর আগেই। ধ্রুব ও যশকে নিয়েও একই সিদ্ধান্ত নিলো বোর্ড।

আগেও এহেন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড-

Mukesh Kumar | Image: Getty Images
Mukesh Kumar | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটকে যে প্রাধান্য দেওয়া হবে তা আগেও স্পষ্ট করে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। চলতি বছরেই রঞ্জি ট্রফিতে অংশ নিতে না চাওয়ায় কড়া শাস্তির মুখে পড়েছেন ঈশান কিষণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shryeas Iyer)। এভাবে ভারতীয় স্কোয়াড থেকে ক্রিকেটারদের রিলিজ করে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফেরত পাঠানোর ঘটনা আগেও ঘটেছে ভারতে। ২০২৩ সালে বর্ডার-গাওস্কর ট্রফির স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছিলো জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat)। বাম হাতি পেসার সৌরাষ্ট্রের হয়ে বাংলার বিরুদ্ধে নেমেছিলেন রঞ্জি ট্রফি ফাইনালে। একই জিনিস দেখা গিয়েছিলো মুকেশ কুমারের (Mukesh Kumar) ক্ষেত্রেও। চলতি বছরে ইংল্যান্ড সিরিজ চলাকালীন তৃতীয় টেস্টের আগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বাংলার হয়ে বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফি খেলতে গিয়েছিলেন তিনি।

তারকার মেলা ইরানী কাপে-

Ruturaj Gaikwad | Image: Getty Images
Ruturaj Gaikwad | Image: Getty Images

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ইরানী কাপ (Irani Cup)। রঞ্জি ট্রফি জয়ী মুম্বই দলের মুখোমুখি অবশিষ্ট ভারত। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দেশের জার্সিতে ৮৯টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাদের দলে থাকছেন সরফরাজ খান (Sarfaraz Khan), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকা। চোট সারিয়ে মাঠে ফিরছেন শার্দুল ঠাকুর’ও। পক্ষান্তরে অবশিষ্ট ভারত স্কোয়াডের নেতৃত্বে মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষণ’ও রয়েছেন। জায়গা পেয়েছেন বাংলার অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran), মুকেশ কুমার, কর্ণাটকের দেবদত্ত পাডিক্কাল, প্রসিদ্ধ কৃষ্ণারা। ধ্রুব জুড়েল ও যশ দয়াল’ও থাকছেন অবশিষ্ট ভারত স্কোয়াডেই।

Also Read: ভুল শুধরে নিলেন পন্থ, বিস্ফোরণ হওয়ার আগেই কোহলিকে করলেন আলিঙ্গন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *