বাদ রোহিত-শামি, এন্ট্রি নিলেন জয়সওয়াল, প্রকাশ্যে ২০২৭ সালের ভারতের বিশ্বকাপ স্কোয়াড !! 1

ওডিআই ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল (Team India)। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটের অভিযান শুরু করতে চলেছে। সদ্য ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন হয়েছে। ভারতের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে এই দায়িত্ব পালন করবেন শুভমান। পাশাপশি, শুভমান দায়িত্ব পেতেই রোহিত শর্মার ওডিআই ক্যারিয়ার নিয়ে চিন্তা শুরু হয়েছে। রোহিতকে ওডিআই ফরম্যাটে আগামী কত দিনের জন্য তা নিয়ে বেশ প্রশ্নের ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই আগামী বিশ্বকাপের জন্য ভারতের একাদশ সামনে এসেছে।

শুভমান গিলের হাতে থাকছে ভারতীয় দলের দায়িত্ব

শুভমান গিল, ভারত
Shubman Gill | Images: Getty Images

ভারতীয় দলের হয়ে ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে ২০২৭ সালের বিশ্বকাপে নাও দেখা যেতে পারে। রোহিত শর্মার ফর্ম এবং ফিটনেস আগামী ২০২৭ সাল পর্যন্ত কেমন থাকবে তার ওপরে নির্ভর করে রয়েছে তার ভবিষ্যৎ। তবে ভক্তদের ধারণা রোহিতকে হয়তো দেখতে পাওয়া যাবে না। এবারের বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে বিরাট কোহলিকে। এই ফরমেটের অন্যতম সেরা খেলোয়ার বিরাট কোহলি, কিং কোহলি তার শেষ বিশ্বকাপে চমক দেখাতে চাইবেন।

Read More: ক্যারিয়ারের শেষ পর্যায়ে রোহিত-বিরাটের ‘কঠোর শাস্তি’, দলে থাকতে হলে করতে হবে এই কাজ !!

চার নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে দলের ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইআরকে (Shreyas Iyer)। ওডিআই ফরম্যাটে তিনিও দুর্দান্ত ছন্দে রয়েছেন যে কারণে তাকে ছাড়া দল গঠন করাটা সহজ হবে না। পাশাপশি তিনিই ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন। দলে পেসার অলরাউন্ডার হিসেবে দেখতে পাওয়া যাবে হার্দিক পান্ডিয়াকে, যিনি ২০২৩ সালের বিশ্বকাপের মাঝ পথেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। এবারের বিশ্বকাপে হার্দিক পুরোপুরি চেষ্টা চালাবেন ভারতকে তৃতীয় বিশ্বকাপ জয় করানোর।

পেস আক্রমণের উপর ভরসা থাকবে ভারতের

Jasprit bumrah, ct 2025
Jasprit Bumrah | Image: Getty Images

ছয় নম্বরে দেখতে পাওয়া যাবে অক্ষর প্যাটেলকে (Axar Patel), অক্ষর সাদা বলের ফরম্যাটে বেশ গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠেছেন যে কারণে তিনি দলের ক্রাইসিজ ম্যান হয়ে উঠতে পারেন। দক্ষিণ আফ্রিকায় ভারত কুলদীপকে বেশি প্রাধান্য দিতে চাইবে। পাশাপশি, পরিপক্ক তিন পেসার হিসাবে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দেখতে পাওয়া যাবে। ভারতের এই একাদশ বিশ্বের অন্যতম শক্তিশালী দল যেটি বিশ্বকাপ জিততে সক্ষম।

ভারতের সম্ভব্য বিশ্বকাপ একাদশ

শুভমান গিল (C), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ, অর্ষদীপ সিংহ।

Read Also: বাদ অশ্বিন-দীপক সহ ১০ খেলোয়াড়, আসন্ন IPL-এর দল বেছে নিলেন চেন্নাই সুপার কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *