২০২৩ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ছিল ভারতীয় ক্রিকেটের (Team India) জন্য এক রোমাঞ্চকর কিন্তু বেদনাদায়ক অধ্যায়। তৎকালীন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারত গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল। ভারতীয় দল প্রত্যেকটি ম্যাচ জিতে মেগা ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল। শেষ ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের (Team India)। সেই ব্যর্থতা যেন গোটা জাতির মনে দাগ কেটে যায়। তবে এরপর থেকেই বদলে যায় টিম ইন্ডিয়ার মানসিকতা। একের পর এক সাফল্যে ঝলমল করতে থাকে তারা। ২০২৪ সালে টি – টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এমনকি কয়েকদিন আগেই এশিয়া কাপ জয় করলো ভারতীয় দল।
দলের দায়িত্ব সামলাবেন শুভমান গিল

এখন লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা ও পার্শবর্তী দেশে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্বকাপ। ইতিমধ্যেই, আগামী টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। আর সেই পথচলা শুরু হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই। বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল (Shubman Gill), তাছাড়া ভাইস ক্যাপ্টেন হয়েছেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বিবেচনা করে এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই নেতৃত্বে পরিবর্তন এনেছেন বিসিসিআই নির্বাচকরা। অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুল (KL Rahul), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং জসপ্রিত বুমরাহ—এই তারকাদের অভিজ্ঞতা দলের জন্য এক অমূল্য সম্পদ।
Read More: Team India: বান্ধবী নিয়েই মজে থাকতে হবে হার্দিককে, টিম ইন্ডিয়ায় আর পাবে না এন্ট্রি !!
রবীন্দ্র জাদেজার হলো না জায়গা

তাদের উপস্থিতি তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। তাছাড়া , দলের টপ অর্ডার বাকি দল গুলির থেকে বেশি শক্তিশালী এবং মিডল অর্ডারও এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ। কোহলি ও আইয়ারের পাশাপাশি উইকেটরক্ষক কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থ (Rishabh Pant) রয়েছেন। অলরাউন্ডার বিভাগে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেল (Axar Patel) দলে এনে দিয়েছেন ব্যাট-বল দুই দিকেই গভীরতা। স্পিন আক্রমণে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর থাকবেন যিনি ব্যাট হাতেও সমান পারদর্শী, তবে স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আর পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। পাশাপাশি, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে রাখা হবে।
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ভারতের সম্ভাব্য একাদশ;
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।