বাদ রিঙ্কু-পন্থ, সূর্যকুমারকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড !! 1

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। এবার ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে ভারতীয় দলের স্কোয়াড নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দল এই অভিযান শুরু করতে চলেছে, সাথে শুভমান গিল (Shubman Gill) দলের ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন। ভারত মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজে সূর্যের নেতৃত্বে নামবে ভারত এবং দলে ফিরেছেন শুভমানও।

প্রাক্তন কোচ বেছে নিলেন স্কোয়াড

Abhishek Nayar ভারত
Abhishek Nayar | Image: Getty Images

তবে আসন্ন বিশ্বকাপের জন্য নতুন দল বাছাই করে নিলেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। তাঁর দৃষ্টিতে সম্ভাব্য বিশ্বকাপ দল সম্পর্কে মত প্রকাশ করেছেন। টুর্নামেন্ট শুরুর আগে ভারতের সামনে রয়েছে আরও দশটি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরেকটি পাঁচ ম্যাচের সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছে, নায়ারের মতে সেই স্কোয়াডই অনেকটাই বিশ্বকাপের দলের ভিত্তি তৈরি হয়েছে। তাঁর মতে কোনোরকম চোট জনিত সমস্যা না হলে স্কোয়াডে কোনো পরিবর্তন হবে না।

Read More: তৃতীয় বিবাহ‌ বিচ্ছেদের পথে শোয়েব মালিক, চর্চায় সানিয়া মির্জার প্রাক্তন স্বামীর কর্মকাণ্ড !!

এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে রিঙ্কু সিংয়ের নাম। স্কোয়াডে থাকলেও সেভাবে একাদশে খেলার সুযোগ পাচ্ছেন না। শেষবার তিনি হার্দিক পান্ডিয়ার পরিবর্তিত খেলোয়াড় হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাননি তিনি। আবারও তাকে বেঞ্চেই বসে থাকতে হয়েছে। পাশাপশি তাঁর দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠছে, বিশ্বকাপের স্কোয়াডেও তার নাম কি আদৌ থাকবে?

রিঙ্কু- পন্থদের হবে না জায়গা

Rinku Singh রিংকু সিং
Rinku Singh | Image: Getty Images

শুধু রিঙ্কু নন, ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য ঋষভ পন্থের ক্ষেত্রেও ছবি খুব একটা আলাদা নয়। দীর্ঘদিন ধরে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের অংশ নন। বর্তমানে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মার উপর ভরসা দেখাচ্ছে টিম ইন্ডিয়া। এমনকি, পন্থ ওডিআই দলেও সেভাবে সুযোগ পাচ্ছেন না। ফলে বিশ্বকাপের দলে তাঁর খেলার সম্ভাবনা কম বললেই চলে।

অভিষেক নায়ারের বাছাই করা স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে দল তৈরি করা হয়েছে। ফিটনেস ও ফর্ম বজায় থাকলে এই স্কোয়াডই বিশ্বকাপে নামবে বলে তাঁর মত। সব মিলিয়ে বলা যায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল গঠনে যে প্রতিযোগিতা চলছে, তা আরও তীব্র হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজে।

অভিষেক নায়ারের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল:-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা।

Read Also: ‘কিছু বলি না বলে..’, সিরিজ জয়ের পর সংবাদমাধ্যমকে তীব্র আক্রমণ করলেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *