ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে গত ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে ভারত সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। একদিকে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল, আর প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এখন সিরিজে বাকি আছে আরও দুটি ম্যাচ, আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যত এগোচ্ছে, উত্তেজনাও তত বাড়ছে। তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে অনায়াসে ১৮৮ রান তাড়া করে জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে দলের মনোবল বেড়েছে অনেকগুণ, আর আগামী ম্যাচে সেই আত্মবিশ্বাস নিয়েই তারা গোল্ড কোস্টে অনুষ্ঠিত হওয়া সিরিজের চতুর্থ ম্যাচে এগিয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজটি খুব একটা সহজ ছিল না। তবে দীর্ঘ বিরতির পর দলে পরিবর্তনের পাশাপশি খেলায় পরিবর্তন লক্ষ করা যাবে।
প্রসঙ্গত, ভারতের তরুণ ক্রিকেটাররা সিরিজে এক নতুন প্রাণসঞ্চার করেছে। হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে পাঁচ উইকেটে জয় তুলে নেয় ভারত। ব্যাট হাতে ওয়াশিংটন সুন্দর ছিলেন অনবদ্য। এক সময়ে লাগাতার উইকেট হারাতে থাকে ভারতীয় দল। সেই সময় চাপের মুখে অপরাজিত ৪৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মোটের ওপর, এই সিরিজ এখন সমানতালে চলছে, আর সামনে থাকা ম্যাচগুলোতেই নির্ধারিত হবে কে হাসবে শেষ হাসি।
Read More; জয় শাহের হাত ধরেই বদলে গেল ভারতীয় ক্রিকেটের চেহারা, নারী থেকে পুরুষ সর্বত্র সাফল্যের ঝড় !!
চতুর্থ ম্যাচে বাদ পড়ছেন স্কাই-বুমরাহ

ভারতীয় দলের হয়ে এদিন শুভমান গিলকে (Shubman Gill) ক্যাপ্টেনসি করতে দেখতে পাওয়া যাবে। আসলে, গত মাসে সমাপ্তি হওয়া এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচগুলোতে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। তার জেরেই এবার দলে পরিবর্তন আসছে। আসলে, ভারত বনাম পাকিস্তান ম্যাচ শেষে হওয়ার পর রাজনৈতিক মন্তব্য করেছিলেন ভারত ক্যাপ্টেন স্কাই। তার জেরেই সূর্যকুমারের উপর ম্যাচ ফির ৩০% জরিমানা করেছে এবং ২টি ডেমরিট পয়েন্ট দিয়েছে, আর দুটি ডেমরিট পয়েন্ট পেলেই স্কাইকে দুই ম্যাচের জন্য ব্যান করা হবে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেভাবে ছন্দে দেখা যায়নি সূর্যকুমারকে পাশাপাশি এশিয়া কাপে আইসিসির এই জরিমানার পরে চতুর্থ ম্যাচে তাকে দেখার সম্ববনা খুবই কম।
সূর্যের পাশাপশি জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) আইসিসি শাস্তি দিয়েছিল। আইসিসি বুমরাহকে কোনো জরিমানা না দিলেও তাকে একটি ডেমরিট পয়েন্ট দিয়েছে। সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের অংশ হয়েছেন বুমরাহ, তাই তাকে চতুর্থ ম্যাচে বিশ্রামে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, স্কাইয়ের জায়গায় দলে আসবেন রিংকু সিং এবং বুমরাহের জায়গায় দেখতে পাওয়া যাবে হার্ষিত রানাকে। ক্যাপ্টেন হিসাবে শুভমান গিল নেবেন দায়িত্ব ও তাঁর ডেপুটি হিসাবে অক্ষর প্যাটেলকে দেখতে পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভব্যা একাদশ
অভিষেক শর্মা, শুভমান গিল (C), তিলক ভার্মা, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (WK), ওয়াসিংটন সুন্দর, হার্ষিত রানা, অর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী।