IND vs SA: চণ্ডীগড়ে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে ৫১ রানে পরাজিত হয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিজা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে। কুইন্টন ডি ককের (Quinton De Kock) ঝোড়ো ইনিংসই ম্যাচের রং বদলে দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডার ভেঙে পড়ে ভারতের। পাশাপাশি, তাসের ঘরের মতন ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং। তিলক ভার্মা লড়াই করলেও বড় স্কোরের চাপে শেষ পর্যন্ত ১৬২ রানেই গুটিয়ে যায় দল। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটেই বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতকে।
এবার পালা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের। আর এই ম্যাচকে সামনে রেখে ভারতীয় দলের একাদশ নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রথম দুই ম্যাচে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও সহ অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) পারফরম্যান্স খুবই খারাপ। দুইজন খেলোয়াড়কে ছাড়াই হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তৃতীয় ম্যাচের একাদশে একাধিক চমক থাকলেও মূল লক্ষ্য স্পষ্ট – ব্যাটিং গভীরতা ও বোলিং ভারসাম্য বজায় রাখা।
Read More: রহস্যময়ীর সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন যুবরাজ, হ্যাজেল কিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে শুরু জল্পনা !!
ওপেনিং জুটিতে বদল

ওপেনিং জুটিতে ফিরছেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে আবার ওপেনিংয়ের বড় দায়িত্ব থাকবে সঞ্জুর কাঁধে। অভিষেক ও সঞ্জু দুজনেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরিচিত, আর সঞ্জু প্রোটিয়াস সফরে দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। পাওয়ারপ্লেতে এই জুটি যদি দ্রুত রান তুলতে পারে, তাহলে মাঝের ওভারে চাপ অনেকটাই কমবে। তিন ও চার নম্বরে তিলক ভার্মা এবং শিবম দুবে দলের ব্যাটিংকে আরও শক্তিশালী করবে। যেহেতু এই ম্যাচে শুভমান গিল ও সূর্য কুমার যাদব উপস্থিত থাকবেন না সে কারণেই উপরে ব্যাটিং করতে দেখা যাবে দুই তারকাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বরাবরই ভালো প্রদর্শন দেখিয়েছেন তিলক ভার্মা তৃতীয় ম্যাচে তার উপরে গুরু দায়িত্ব থাকবে ম্যাচ জেতানোর। এই দু’জনের পারফরম্যান্সের উপর নির্ভর করবে ভারতের রানরেট।
ক্যাপ্টেন্সি পাচ্ছেন হার্দিক পান্ডিয়া

অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অলরাউন্ডার হিসেবে দলের মূল ভরসা। ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে বোলিংও করতে পারেন তিনি। তার সঙ্গে অক্ষর প্যাটেল থাকায় স্পিন বিভাগে আরও স্থিতি আসবে। অক্ষর ব্যাটিংয়েও দলের প্রয়োজন অনুযায়ী অবদান রাখতে সক্ষম। উইকেটরক্ষক ও ফিনিশার হিসাবে জিতেশ শর্মা থাকছেন। দলের ব্যাটিং লম্বা করতে ৮ নম্বরে খেলানো হবে হার্ষিত রানাকে (Harshit Rana)। তিনি ওডিআই সিরিজে বল হাতে বেশ সফল ছিলেন। তৃতীয় ম্যাচে তাকে সুযোগ দিতে চলেছেন গৌতম গাম্ভীর। তাছাড়া, অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ দলের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। দ্বিতীয় ম্যাচে দুজনেই ছন্দের বাইরে ছিলেন, তবে তৃতীয় ম্যাচে কামব্যাক করতে চাইবে তারা। পাশাপাশি স্পিন বিভাগের দায়িত্ব সামাল দেবেন বরুণ চক্রবর্তী। এই একাদশে শুভমান গিল ও সূর্যকুমার যাদবের বাদ পড়া বড় সিদ্ধান্ত হলেও, দলের ভারসাম্যর কথা ও সামনে বিশ্বকাপের কথা মাথায় রেখে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, হার্ষিত রানা, অর্ষদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।