বিশ্রামে হার্দিক-অভিষেক, শ্রেয়াস-বরুনের এন্ট্রি, প্রকাশ্যে কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার চতুর্থ টি-টোয়েন্টির একাদশ !! 1

ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বুধবার, ২৮ জানুয়ারি। ইতিমধ্যেই সিরিজে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকে টিম ইন্ডিয়া একপ্রকার অপ্রতিরোধ্য অবস্থানে পৌঁছে গিয়েছে। প্রথম তিন ম্যাচেই ব্যাট ও বল—দুই বিভাগেই পূর্ণ আধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়া। বিপরীতে নিউজিল্যান্ড বারবারই ছন্দ হারিয়েছে। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি দুই ম্যাচে দুই দলের লক্ষ্য একেবারেই আলাদা। ভারত চাইবে বেঞ্চ শক্তি যাচাই করতে এবং নতুন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে। অন্যদিকে নিউজিল্যান্ড দলের লক্ষ থাকবে ভারতের সামনে ফাইট ব্যাক করার এবং প্রথম জয় ছিনিয়ে নেওয়ার।

চতুর্থ ম্যাচে বিশ্রামে অভিষেক শর্মা

অভিষেক শর্মা, টিম ইন্ডিয়া
Abhishek Sharma | Image: Getty Images

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে দুই দলের ব্যবধান আরও পরিষ্কার হয়ে ওঠে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে তোলে ১৫৩ রান, ৯ উইকেট হারিয়ে। সেই রান তাড়া করতে এসে ১০ ওভারের মধ্যেই জয় সুনিশ্চিত করে নেয় টিম ইন্ডিয়া। ভারতের পক্ষে বল হাতে অসাধারণ পারফরম্যান্স ছিল জসপ্রীত বুমরাহের এবং রবি বিষ্ণুর। অন্যদিকে ব্যাট হাতে অসাধারন পারফরম্যান্স দেখিয়েছিলেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। অভিষেক শর্মার ২০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ১৪ বলে অর্ধশতরান করে তিনি নিজের আগ্রাসী মানসিকতার প্রমাণ দেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৬ বলে অপরাজিত ৫৭ রান করে ইনিংসের গতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখেন। শুরুতে ঈশান কিষানের ঝোড়ো ক্যামিও টিম ইন্ডিয়ার কাজ আরও সহজ করে দেয়।

Read More: ডিভোর্সের সঙ্গে গেল ৩০০ কোটি টাকা, চর্চায় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি বিবাহ বিচ্ছেদ !!

একাদশে ফিরেছেন শ্রেয়াস আইয়ার

বিশ্রামে হার্দিক-অভিষেক, শ্রেয়াস-বরুনের এন্ট্রি, প্রকাশ্যে কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার চতুর্থ টি-টোয়েন্টির একাদশ !! 2
Shreyas Iyer | Image: Getty Images

এবার চতুর্থ ম্যাচে নজর থাকবে সম্ভাব্য টিম ইন্ডিয়ার একাদশের ওপর। ওপেনার অভিষেক শর্মা বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। টিম ম্যানেজমেন্ট চাইবে অভিষেককে বিশ্রাম দিতে এবং বাকিদের সুযোগ দিতে। চতুর্য ম্যাচে আপাতত বিশ্রামে রাখা হবে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যানকে। সঞ্জু স্যামসনের জন্য সিরিজটি এখনও হতাশাজনক হলেও টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর আস্থা রাখতেই পারে। ঈশান কিষান ও সঞ্জু স্যামসন চতুর্থ ম্যাচে ওপেনিংয়ের দায়িত্ব পালন করতে পারেন। মাঝের ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের ভারসাম্য বজায় রাখছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষ দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে চারে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। অভিষেকের পাশাপাশি বিশ্রামে রাখা হবে হার্দিক পান্ডিয়াকেও। শিভাম দুবে ও রিংকু সিং লোয়ার মিডল অর্ডারে শক্তি জোগাচ্ছেন। এমনকি, অলরাউন্ড দক্ষতায় দুবে বেশ কার্যকরী ভূমিকা পালন করছেন।বোলিং বিভাগেও ভারতের দাপট স্পষ্ট। হার্দিক পান্ডিয়ার বদলে এই ম্যাচে অর্ষদীপ ফিরবেন, কুলদীপ যাদবের জায়গায় ফিরবেন বরুণ চক্রবর্তী, থাকছেন হার্ষিত রানাও। দলে থাকছেন বিশ্ব সেরা পেসার জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)।

কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার চতুর্থ টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, রিংকু সিং, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং, রবি বিষ্ণু।

Read Also: পিছিয়ে যাচ্ছে বিশ্বকাপের দিনক্ষণ, ফেব্রুয়ারিতে হচ্ছে না টি২০’এর মহাযুদ্ধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *