বাদ জাদেজা-সুদর্শন, এন্ট্রি নিচ্ছেন কুলদীপ-অভিমন্যু, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের একাদশ !! 1

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে এন্ডারসন-টেন্ডুলকর ট্রফির প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। ভারতীয় দলের প্রদর্শন এদিন খুব একটা ভালো ছিল না। প্রত্যেক বোলারের বিরুদ্ধেই আগ্রাসী ব্যাটিং চালিয়ে গিয়েছিল ইংল্যান্ড যার ফলে ভারতের দেওয়া ৩৭১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে সক্ষম হয়েছিল বেন স্টোকসের এই দলটি পরস্পর দুইবার ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড দল ভারতের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ৩৭০ রানের বেশি তাড়া করে ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে ভারতের ভরাডুবির পর দ্বিতীয় টেস্টে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় প্রথম টেস্টে সেভাবে সফল হয়ে উঠতে পারেননি। যে কারণে দল থেকে তিনি দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন।

জাদেজা ও সাই সুদর্শন দল থেকে পড়বেন বাদ

Ind vs eng
Ravindra Jadeja and B Sai Sudharsan | Image: Getty Images

প্রথম টেস্টে ব্যার্থ হয়েছিলেন সাই সুদর্শনও (Sai Sudharsan)। দ্বিতীয় টেস্টে তাকে দ্বিতীয় সুযোগ দিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। এজবেস্টনের পিচ চ্যালেঞ্জিং হতে চলেছে। সবখানে সুদর্শনকে তিনে নামাতে চাইবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুদর্শনের বদলে ভারতীয় দলের অংশ হতে পারেন বাংলার খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরণ। টপ অর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর, যে কারণে ভারতীয় দলে সুযোগ পেয়ে ইমপ্যাক্ট রাখতে পারেন তিনি। দলে শার্দূল ঠাকুরের পরিবর্তন দেখা যেতে পারে। তিনিও প্রথম টেস্টে দলের সুযোগ পেয়ে ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন পাশাপাশি কেবলমাত্র দুটি উইকেট নিতেই সক্ষম হয়েছিলেন তবে ওভার পিছু ৬-এর কাছাকাছি রান দিয়েছিলেন যা টেস্ট ক্রিকেটে অত্যন্ত বেশি। তাছাড়া, শার্দূল ঠাকুরের বদলে দলে এন্ট্রি নিতে পারেন নীতিশ কুমার রেড্ডি যিনি অস্ট্রেলিয়া সফরে বেশ ভালো ছন্দ দেখিয়েছিলেন। রেড্ডিকে দ্বিতীয় টেস্টে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে দেখতে পাওয়া যাবে।

Read More: IND vs ENG 2nd Test: বাদের খাতায় সাই সুদর্শন, এজবাস্টন টেস্টে একাদশে একঝাঁক রদবদল টিম ইন্ডিয়ার !!

IND vs ENG, 2ND TEST 2025 PITCH REPORT

Ind vs eng
Edgbaston Cricket ground | Image: Getty Images

এজবেস্টনের পিচের কথা বলতে গেলে, এখানে বোলারদের জন্য বেশ সুবিধা থাকে। এখানে প্রথম দিন আবহাওয়া বেশ মেঘলা থাকবে তাই এখানে পেসাররা বেশ সুবিধা পেতে পারেন। পিচ অবশ্য ধীরে ধীরে ব্যাটসম্যানদের সহযোগী হয়ে উঠবে। শুধু তাই নয়, পিচে শেষ দুই দিন স্পিনারদের জন্যও সুবিধা থাকবে যা চিন্তায় ফেলতে পারে দ্বিতীয় ব্যাটিং করা দলকে। যদিও, বিগত কয়েক বছর ধরে এখানে চতুর্থ ইনিংসেও বড় রান দেখতে পাওয়া যাচ্ছে। শেষবার ভারত ও ইংল্যান্ড এই মাঠে যখন মুখোমুখি হয়েছিল তখন চতুর্থ ইনিংসে ৩৭৮ রান তাড়া করতে দেখা গিয়েছিল ইংল্যান্ডকে।

দ্বিতীয় টেস্টের সম্ভব্য স্টার খেলোয়াড়

ঋষভ পন্থ

ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জ্বলে উঠতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পন্থ। তিনি গতবার এজবেস্টনে ও সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পন্থ ইংল্যান্ডের পরিস্থিতি তে নিজেকে মানিয়ে নিয়েছেন, তাদের বিরুদ্ধে গত পাঁচ ইনিংসেই ৫০’এর বেশি করে রান বানিয়েছেন। দ্বিতীয় টেস্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন।

যশস্বী জয়সওয়াল

তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। তিনি প্রথম টেস্টে (IND vs ENG) সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। জয়সওয়াল ভারতীয় দলের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান এবং দ্বিতীয় টেস্টে তাঁর ফর্মে থাকাটা জরুরি। গতবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যে টেস্ট সিরিজটি খেলেছিল সেখানে সিরিজের সেরা হয়েছিলেন তিনি। ব্যাট হাতে দুটি ডবল হান্ড্রেড হাঁকিয়েছিলেন তিনি। জয়সওয়াল হতে পারেন দ্বিতীয় টেস্টের ইমপ্যাক্টফুল খেলোয়াড়।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল (C), ঋষভ পন্থ (WK), করুণ নায়ার, নীতিশ রেড্ডি, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরাহ।

Read Also: IND vs ENG: দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা নেই বুমরাহ-কুলদীপের, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *