জসপ্রীত বুমরাহ-করুণ নায়ার বাদ, এন্ট্রি নিচ্ছেন কুলদীপ, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারত একাদশ !! 1

IND vs ENG: সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত ২ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। লিডসে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে ভারতীয় দলের বোলিং প্রদর্শন ছিল খুবই খারাপ। ব্যাটসম্যানরা দুই ইনিংসে অসাধারণ ছন্দ দেখালেও বোলাররা তাদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন এবং ফিল্ডারদের বাজে ফিল্ডিং ভারতকে ম্যাচ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। প্রথম টেস্টে ভারতের কাছে বেশ কিছু মুহূর্ত তৈরি হয়েছিল তবে সেগুলো ভালো ভাবে কাজে লাগাতে পারেনি ভারত।

প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিং করেছিল ভারতীয় টপ অর্ডার

Shubman gill, ind vs eng
Shubman Gill and Rishabh Pant | Image: Getty Images

ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubhman Gill), কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাট থেকে এসেছিল জোড়া সেঞ্চুরি। তবে, দুই ইনিংসেই দলের নিম্ন মধ্যম ক্রম ভেঙে পড়েছিল, দুটি ইনিংসে যথাক্রমে ৪১ রানে ৭টি এবং ৭৭ রানে ৭টি উইকেট হারিয়েছিল ভারত। ভারতের সবথেকে সফল বোলার ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট পেলেও ৬’এর বেশি গড়ে রান দিয়েছেন। মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়রা খারাপ বোলিং করেন।

Read More: IND vs ENG: “না পারলে ছেড়ে দাও…” ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বোলিং আক্রমণ দেখে হতাশ শামি, করলেন এই মন্তব্য !!

দ্বিতীয় টেস্টটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরাজয় ইংল্যান্ডকে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রাখবে এবং ভারতের পক্ষে প্রত্যাবর্তন প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রথম টেস্টের পরাজয় থেকে শিক্ষা নিতে চাইবে টিম ইন্ডিয়া। ভারতীয় দল তাই দ্বিতীয় টেস্টে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। ভারত দ্বিতীয় টেস্টে যে বড় পরিবর্তন দেখতে পাবে তা পারফরম্যান্সের কারণে নয়, বরং ফিটনেসের কারণে হবে। আসলে দ্বিতীয় টেস্টে উপলব্ধ থাকবেন না- জসপ্রীত বুমরাহ। সিরিজে বুমরাহ মাত্র তিনটি টেস্ট খেলবেন বলে আগে থেকেই সিদ্ধান্ত জানিয়েছিলেন তাই দ্বিতীয় টেস্টে বাদ পড়বেন তিনি।

কুলদীপ-অর্ষদীপ নেবেন এন্ট্রি

Ind vs eng
Kuldeep Yadav and Arshdeep Singh | Image: Twitter

পাশাপশি, করুণ নায়ার (Karun Nair), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং শার্দুল ঠাকুর (Shardul Thakur) প্রথম টেস্টে খুব একটা ছন্দ দেখায়নি। অস্ট্রেলিয়ায় নীতিশ রেড্ডি (Nitish Reddy) বেশ ভালো অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছিলেন, এবার দ্বিতীয় ম্যাচে তাকে এন্ট্রি দেওয়া হতে পারে। শার্দূল ঠাকুরের জায়গা নিতে পারেন তিনি। এছাড়া করুণ নায়ারের (Karun Nair) জায়গা নিতে চলেছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণার চোটের কারণে খেলার সম্ভবনা কম। প্রথম ম্যাচে ব্যাটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এবার তার বদলে এজবেস্টনে অতিরিক্ত স্পিনার দেখতে পাওয়া যাবে। ভারত প্রসিদ্ধ কৃষ্ণের পরিবর্তে কুলদীপ যাদবকে দলে নিতে পারে। এছাড়া বামহাতি পেসার আরশদীপ সিং (Arshdeep Singh) একাদশে জসপ্রীত বুমরাহর পরিবর্তে খেলতে পারেন।

দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুধারসন, শুভমান গিল (C), ঋষভ পন্থ (WK), নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব

Read Also: টিম ইন্ডিয়ায় শেষ হচ্ছে গৌতম গম্ভীরের দাপট, এন্ট্রি নিচ্ছেন সচিন তেন্ডুলকারের দুঃস্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *