অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল আগামীকাল তাদের প্রথম ম্যাচ (IND vs AUS) খেলতে চলেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে ভারতীয় টেস্ট দল নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। ভারতীয় দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে, যে কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে প্রথম ম্যাচ শুরু হতে না হতেই একের পর এক বিপত্তি দেখা যাচ্ছে ভারতীয় শিবিরে। দ্বিতীয় বার পিতা হওয়ার কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচটিতে আপাতত খেলতে দেখা যাবে না রোহিত শর্মাকে (Rohit Sharma)। তার পরিবর্তে দলের নিয়মিত সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়কত্ব করতে দেখা যাবে। যদিও, প্রথম নয় এর আগেও রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল তাকে। আগামীকাল ম্যাচে বাউন্সি উইকেট আয়োজন করেছে অজি পিচ কিউরেটর তাই ভারতীয় দল অতিরিক্ত পেসার নিয়েই নামতে চাইবে মাঠে।
নতুন জুটি ওপেনিং করবে টেস্ট ক্রিকেটে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে না রোহিত শর্মাকে তাই প্রথম বারের জন্য জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ওপেনিং করতে অন্য কাউকে দেখতে পাওয়া যাবে। রোহিতের বদলে প্রথম টেস্টে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে কেএল রাহুলকে (KL Rahul)। প্রথম টেস্টের আগেই ছিটকে যেতে হয়েছে তারকা ব্যাটসম্যান শুভমান গিলকে আসলে ভারতীয় এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত সেই ম্যাচে এই ফিল্ডিং করতে গিয়ে নিজের বাম হাতের বুড়ো আঙ্গুল ভেঙে ফেলেছেন গিল। এই পরিস্থিতিতে গিলের পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে দেবদত্ত পাদিক্কালকে (Devdutt Padikkal)। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে চলেছেন। গিলের জায়গায়তেই তিনি দলে সুযোগ পাবেন। অর্থাৎ তাকে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে।
Read More: IPL 2025: “দাম পাবে না শামি…” বেফাঁস মন্তব্য মঞ্জরেকরের, ইন্সটাগ্রামে একহাত নিলেন তারকা পেসার !!
অতিরিক্ত দায়িত্ব কোহলির কাঁধে
মিডিল অর্ডারের গুরুদায়িত্ব এবার বিরাট কোহলির (Virat Kohli) উপর বেশ ভাবে থাকবে। আসলে ভারতীয় দলের তারকা দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) ছাড়াই ভারত এবার অস্ট্রেলিয়া সফরে এসেছে। তাই বিরাট কোহলির উপর বেশি দায়িত্ব থাকবে। বিরাটের পর মিডিল অর্ডারে ঋষভ পন্থ (Rishabh Pant) ও ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) দেখতে পাওয়া যাবে। আসলে পন্থ টেস্ট দলে ফেরার পর জুড়েলকে আর ভারতের জার্সিতে খেলতে দেখা যায়নি। নিউজিল্যান্ড সিরিজ সমাপ্ত হওয়ার পর জুড়েল ও রাহুলকে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে খেলতে পাঠানো হয়। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ব্যাটিং করেছিলেন ধ্রুব। তাই ধ্রুবকে পুনরায় সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
চার পেসার নিয়ে নামবেন ক্যাপ্টেন বুমরাহ
দলে দুই অলরাউন্ডার তারকাদের দেখতে পাওয়া যাবে। পেসার অলরাউন্ডার হিসাবে নীতিশ রেড্ডি (Nitish Reddy) এবং স্পিন অলরাউন্ডার হিসাবে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দেখতে পাওয়া যাবে। একদশশের ভারসাম্য বিচার করে জাদেজার আগে অশ্বিনকে সুযোগ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচের কথা বিচার করে আকাশ দীপ (Akash Deep) ও মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) দলে নির্বাচন করবেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের সম্ভব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাদিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), ধ্রুব জুড়েল, নীতিশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মোহাম্মদ সিরাজ।