শার্দূল-বুমরাহ বাদ, এন্ট্রি নিচ্ছেন গিলের প্রধান অস্ত্র, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্টের একাদশ !! 1

কেনিংটন ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India) ও ইংল্যান্ড দুই দল। দুই দলের মধ্যে এই লড়াইটা হতে চলেছে গুরুত্বপূর্ণ লড়াই। প্রথমত এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল এবং শেষ ম্যাচে ভারত যেভাবে প্রত্যাবর্তন দেখিয়েছে তাতে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচে ড্র করে সিরিজে সমতা ফেরাতে পারে দল। ভারতীয় দল চলতি সিরিজে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়েছে। এবার পালা সিরিজে শেষ বারের মতন ভালো প্রদর্শন দেখিয়ে ছন্দে ফিরতে। ভারতীয় দল আপাতত এই সিরিজে তাদের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে। শেষ ম্যাচেও দলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় দল (Team India)।

শেষ টেস্টে জুড়েল এন্ট্রি নিচ্ছেন

Team india
Dhruv Jurel | Image: Getty Images

প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্ট জিততে মরিয়া। যে কারণে ভারতীয় দলে (Team India) বেশ কিছু পরিবর্তন এনেছে। চতুর্থ টেস্টে ব্যাটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। এবার তাঁর বদলে দলে এন্ট্রি নিতে চলেছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। যদিও শেষ দুই ম্যাচে জুড়েলকেই কিপিং করতে দেখতে পাওয়া যাচ্ছে। এবার পঞ্চম টেস্টে পন্থের জায়গায় দলে এন্ট্রি পেয়েছেন জুড়েল। একাদশে আরও তিনটি পরিবর্তন আসতে চলেছে।

Read More: বুমরাহের সঙ্গে ওভাল টেস্টের আগেই দেশে ফিরলেন তারকা পেসার, খেলবেন না বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি !!

আসলে, তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এই সিরিজের আগে জানিয়ে দিয়েছিলেন যে তিনি তিনটি ম্যাচের বেশি খেলবেন না। সেই অনুযায়ী বুমরাহ তিনটি ম্যাচ খেলে ফেলেছে এবং তাকে আর পঞ্চম টেস্টে দেখতে পাওয়া যাবে না। এবার তাঁর বদলে দলে আর এক পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) সুযোগ দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন কৃষ্ণ। তবে, বল হাতে সেভাবে সফল হতে পারেননি তিনি। প্রচুর রান দিয়ে ফেলেছিলেন তিনি। তবে, এবার তাঁর কাছে কামব্যাক করার বেশ সুযোগ রয়েছে।

বুমরাহ-শার্দূল দল থেকে পড়বেন বাদ

Team india
Shardul Thakur and Jasprit Bumrah | Image: Getty Images

চতুর্থ টেস্টে আকাশ দীপের বদলে সুযোগ পাওয়া আনশুল কম্বোজ (Anshul Kamboj) টিম ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে পারেননি। যে কারণে, পঞ্চম টেস্টে আবার বাদ পড়বেন তিনি। অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন আকাশ দীপ। এবার আকাশকে পঞ্চম টেস্টে দেখতে পাওয়া যাবে। চতুর্থ টেস্টে দলে এন্ট্রি নিয়েছিলেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। তবে, বল হাতে সেভাবে ছন্দ ফোটাতে পারেননি শার্দূল। এবার, তাঁর বদলে পঞ্চম টেস্টে এন্ট্রি নেবেন করুণ নায়ার (Karun Nair)। পঞ্চম টেস্টে একাদশে চারটি পরিবর্তন করতে চলেছে টিম ম্যানেজমেন্ট।

পঞ্চম টেস্টের জন্য ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, করুণ নায়ার, ধ্রুপ জুড়েল, রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দর, আকাশ দীপ, মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Read Also: Team India: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *