Team India: বেশ কয়েকদিন ধরে এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে জল্পনা থাকলেও সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। গত সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি এশিয়া কাপ নিয়ে বড় বিবৃতি জানানোর পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপে ভারতীয় দলের অংশগ্রহণ নিয়েও বেশ চর্চা ছিল। তবে, ভারতীয় দল এশিয়া কাপে অংশ নেবে এবং পাকিস্তানের বিরুদ্ধেও তাঁরা মাঠে নামবে। সূত্রের দাবি, ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে এই এশিয়া কাপের মঞ্চে। সামনেই এশিয়া কাপ তাই এশিয়া কাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড খুঁজে নিতে চলেছে বিসিসিআই নির্বাচকরা।
এশিয়া কাপ থেকে বাদ পড়লেন সূর্য

এশিয়া কাপের (Aisa Cup 2025) জন্য প্রকাশ্যে আসা ভারতীয় দলের স্কোয়াডে নেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কিছুদিন আগেই স্পোর্টস হার্নিয়ার অপারেশন হয়েছিল স্কাইয়ের যে কারণে স্কাইকে আর দেখতে পাওয়া যাবে না এশিয়া কাপের মঞ্চে। তবে, সবাইকে অবাক করে এবার এশিয়া কাপের জন্য অধিনায়ক বেছে নিলো বিসিসিআই নির্বাচকরা। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বেছে নেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া যিনি ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন তিনি এবার দলকে নেতৃত্ব দেবেন।
Read More: Team India: “কুলদীপের খেলা উচিৎ ছিলো…” গম্ভীরের সিদ্ধান্তকে প্রশ্ন সৌরভের, মুখ খুললেন পিচ বিতর্ক প্রসঙ্গেও !!
প্রকাশ্যে আসা ভারতীয় দলের (Team India) স্কোয়াডে ফিরেছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। শেষবার শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে গিলকে দেখতে পাওয়া গিয়েছিল। তবে, ওডিআই ও টেস্ট ফরম্যাটে ব্যাস্ত থাকার জন্য গিলকে ছোট ফরম্যাট থেকে বিরত রাখা হয়েছিল। টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer)। ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিংকেও এই স্কোয়াডে রাখা হয়েছে। দলের উইকেট কিপার হিসাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) দেখতে পাওয়া যাবে। দলে অলরাউন্ডারদের বেশ তারতম্য লক্ষ করা যাচ্ছে। অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) রয়েছেন।
হার্দিকের নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া

পেসারদের ভূমিকায় মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দেখতে পাওয়া যাবে। তাছাড়া, হার্ষিত রানা, যশ দয়াল ও প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে যেকোনো একজনকে বাছাই করে নেওয়া হবে সূত্রের খবর। আরব আমিরশাহীতে এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, যে কারণে ভারতীয় দলে অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) দেখতে পাওয়া যাবে। ২০২৩’এর এশিয়া কাপে ভারতীয় দল অষ্টম খেতাব জয় করেছিল। এবার ২০২৫’এর এশিয়া কাপে গৌতম গম্ভীর ও হার্দিক পান্ডিয়ার জুটি এই টুর্নামেন্ট জেতার প্রচেষ্টা চালাবেন।
এশিয়া কাপের জন্য ভারতীয় দলের সম্ভব্য স্কোয়াড
হার্দিক পান্ডিয়া (C), শুভমান গিল, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, রিংকু সিং, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা/যশ দয়াল/প্রসিদ কৃষ্ণ, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।