ind-vs-wi-why-sarfaraz-not-selected

Team India: বড় রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। সিনিয়র ক্রিকেটারদের আস্তে আস্তে সরিয়ে দিয়ে নতুনদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে দায়িত্ব। টেস্ট হোক বা সীমিত ওভারের ফর্ম্যাট, নয়া যুগের পদধ্বনি দিব্যি শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) অন্দরে। টি-২০তে বদলটা শুরু হয়ে গিয়েছিলো গত বছরের নভেম্বরেই। কুড়ি-বিশের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে ভারত ছিটকে যাওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) মত অভিজ্ঞ ক্রিকেটারদের অব্যাহতি দিয়েছিলো বিসিসিআই। বদলে জায়গা দেওয়া হয়েছিলো ঈশান কিষণ (Ishan Kishan), শুভমান গিল (Shubman Gill), রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), শিভম মাভিদের (Shivam Mavi)। নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে। সেই একই পন্থায় এবার ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাটেও হাঁটতে চলেছে ‘মেন ইন ব্লু।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর বর্তমানে বিরতিতে রয়েছে ভারতীয় দল। এরপর জুলাইয়ের গোড়ায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে উড়ে যাবে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট, একদিনের সিরিজ ও ট-২০ খেলার কথা রয়েছে ভারতের। এখনও অবধি টেস্ট ও একদিনের সিরিজের দল ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফ থেকে। লাল বলের ফর্ম্যাটে দলের দুই স্তম্ভ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং উমেশ যাদবকে (Umesh Yadav) বাদ দিয়েছেন নির্বাচকেরা।

বিশ্রামে পাঠানো হয়েছে মহম্মদ শামিকেও। বদলে প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বাংলার মুকেশ কুমারকেও রাখা হয়েছে দলে। অধিনায়ক পদে আপাতত রোহিত শর্মাকে (Rohit Sharma) রাখা হলেও শোনা যাচ্ছে বেশীদিন দায়িত্বে থাকবেন না তিনি। উইন্ডিজ সফরের টেস্ট দলে নবীনদের জায়গা পাওয়া যেমন সাদরে গ্রহণ করেছেন অনেকে, তেমনই তা জন্ম দিয়েছে বিতর্কেরও। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করার পরেও কি কারণে সরফরাজ খানের (Sarfaraz Khan) জন্য জাতীয় দলের দরজা বন্ধ থাকলো তা নিয়ে সুনীল গাওস্কর, আকাশ চোপড়ার মত প্রাক্তনীরা প্রশ্ন তুলেছেন বারবার।

Read More: WC 2023: বিশ্বকাপের আগেই ভারতের নতুন যুবরাজকে বেছে নিলেন শ্রীকান্ত, করলেন এই মন্তব্য !!

অবিশ্বাস্য পরিসংখ্যান সরফরাজ খানের-

Sarfaraz Khan | Team India | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে একাধিক নতুন মুখকে জায়গা দেওয়া হলেও সুযোগ হয় নি সরফরাজ খানের (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ব্যাটারের বাদ পড়া চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অনেকেই মনে করছেন বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নেয় নি এই ক্ষেত্রে। ঘরোয়া ক্রিকেটে সরফরাজের (Sarfaraz Khan) ব্যাটিং গড় ৭৯.৬৫। ক্রিকেটের ইতিহাসে প্রথম শ্রেণির ম্যাচে একমাত্র স্যার ডন ব্র্যাডম্যান ছাড়া তাঁর চেয়ে বেশী ব্যাটিং গড় আর কারও নেই। কেরিয়ারে ৩৭ ম্যাচে করেছেন ৩৫০৫ রান। রয়েছে ১৩টি শতরান, দ্বিশতক এমনকি ত্রিশতরানও।

২০১৯ থেকে ২০২২-টানা চার বছর ১০০’র বেশী ব্যাটিং গড় রেখেছেন তিনি। গত তিন বছরে রঞ্জি মরসুমে তাঁর রান সংখ্যা ৯২৮, ৯৮২ এবং ৫৫৬। গড় যথাক্রমে ১৫৪.৬, ১২২.৭ এবং ৯৩। রানের পাহাড় গড়েও আসছে না সুযোগ। সরফরাজ (Sarfaraz Khan) কি দ্বিতীয় অমল মুজুমদার হতে চলেছেন? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

ক্যারিবিয়ান সফরে সরফরাজ (Sarafaraz Khan) জায়গা না পাওয়ার পর থেকেই উত্তাল দেশের ক্রিকেটমহল। সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন নির্বাচকেরা। এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলছেন প্রাক্তন মুখ্য নির্বাচক চেতন শর্মার (Chetan Sharma) রোষানলে পড়েই নাকি কপাল পুড়েছে সরফরাজের। রঞ্জি ট্রফি চলাকালীন দিল্লীর মুখোমুখি হয়েছিলো সরফরাজের মুম্বই। শতরান করে আগ্রাসী উদযাপন করতে দেখা যায় তাঁকে। দর্শকাসনের দিকে আঙুল তুলে নানান অঙ্গভঙ্গী করেন তিনি। অনেকে বলছেন সেই উদযাপন আসলে চেতন শর্মাকে উদ্দেশ্য করেই করেছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলেন নিজের দক্ষতা। এই আগ্রাসন ভালো চোখে দেখেন নি তিনি। সেই কারণেই টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপানো হচ্ছে না তাঁর।

সরফরাজকে বাইরে রাখার কারণ দর্শালো BCCI-

Sarfaraz khan | Team India | Image: Twitter
Sarfaraz Khan | Image: Twitter

যদিও বিসিসিআই-এর তরফে সরফরাজের (Sarfaraz Khan) বাদ পড়ার পিছনে চেতন যোগের কথা স্বীকার করা হয় নি। তবে তাঁকে দলে না রাখার বেশ কিছু কারণ সংবাদমাধ্যমের হাতে এসেছে। বোর্ড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী তাঁর ফিটনেস নিয়ে সন্তষ্ট নয় ক্রিকেট নিয়ামক সংস্থা। জানানো হয়েছে, ‘রান করা এক ব্যাপার, আর কিভাবে সেই রান এসেছে, সেটা আরেক ব্যাপার।’ মাঠের বাইরে সরফরাজের (Sarfaraz Khan) আচরণ নিয়েও খুশি নয় বিসিসিআই।

এছাড়াও আইপিএলের মত প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের বোলারদের সামনে বারবার তাঁর ব্যাটিং-এর সীমাবদ্ধতা প্রকাশ হয়ে পড়েছে। দিল্লী ক্যাপিটালস (DC) জার্সিতে বহু সুযোগ পাওয়া সত্ত্বেও নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। যা সরফরাজের যোগ্যতা সম্পর্কে নির্বাচকদের সন্দিহান করে তুলেছে। রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে বাংলার জার্সিতে রান না পাওয়ায় উইন্ডিজ সফরের জন্য ভাবা হয় নি অভিমণ্যু ঈশ্বরণকেও (Abhimanyu Easwaran)।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছে যে আপাতত দলে সরফরাজের (Sarfaraz Khan) জন্য কোনো জায়গা খালি নেই। তাঁর মতে, “দলের ওপেনিং জুটি নির্দিষ্ট এখন। পাঁচ নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন অজিঙ্কা রাহানে। ঋতুরাজ গায়কোয়াড়কে নেওয়া হয়েছে কারণ প্রয়োজনে ও কার্যকরী মিডল অর্ডার ব্যাটারের ভূমিকা নিতে পারে।”

দলে সুযোগ পাওয়ার ব্যাপারে যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় এমনকি সূর্যকুমার যাদবেরও (Suryakumar Yadav) পরে যে সরফরাজের অবস্থান তা পরিষ্কার করে দিয়েছেন ঐ কর্মকর্তা। তবে বোর্ড যে যুক্তিই দিক না কেন, তাতে ভুলতে রাজী নন ক্রিকেটজনতা। উইন্ডিজ সফরে চারজন ওপেনার কি কারণে প্রয়োজন, সেই প্রশ্ন তুলে বিসিসিআই-এর বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা।

Also Read: Asia Cup 2023: এশিয়া কাপের দল থেকে আউট রোহিত-হার্দিক, বিরাটের নেত্বত্বে এমনই হবে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *