Team India

Team India: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। গত সপ্তাহে দল ঘোষণা করেছে বিসিসিআই। সব কিছু ঠিকঠাক থাকলে ৪ বা ৫ সেপ্টেম্বর টুর্নামেন্ট খেলতে দুবাই উড়ে যাবেন ক্রিকেটাররা। নবম ট্রফির লক্ষ্যে ১০ তারিখ থেকে অভিযান শুরু করার কথা তাঁদের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এরপর ১৪ তারিখ রয়েছে মহারণ। দুবাইয়ের বাইশ গজে পাকিস্তানের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা ভারতের (Team India)। ম্যাচ ঘিরে এখন থেকেই তাই তুঙ্গে উত্তেজনা। এরপর ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি রয়েছে হার্দিক-রিঙ্কুদের। গত বছর কুড়ি-বিশের বিশ্বকাপ জিতেছিলো ভারত। তারপর টানা চারটি টি-২০ সিরিজে অপরাজিত তারা। এশিয়া কাপেও লক্ষ্য সেই ধারাবাহিকতা বজায় রাখাই।

Read More: “চক্রান্ত চলছে..”, রোহিত শর্মাকে সতর্ক করে বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ করলেন মনোজ তেওয়ারি !!

কারা জায়গা পাবেন ভারতীয় (Team India) একাদশে? অভিষেক শর্মা’র সাথে সঞ্জু স্যামসন নাকি শুভমান গিল-ওপেনার হিসেবে দেখা যাবে কাকে? জসপ্রীত বুমরাহ কি সবক’টি ম্যাচ খেলবেন? এশিয়া কাপ (Asia Cup 2025) শুরুর আগে যখন এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে, তখনই চমকপ্রদ তথ্য মিললো টিম ইন্ডিয়ার (Team India) অন্দরমহল থেকে। মহাদেশীয় মেগা টুর্নামেন্টে নামার আগে রদবদল হতে চলেছে সূর্য-তিলকদের কোচিং স্টাফে। হেড কোচ পদে বহাল থাকছেন গৌতম গম্ভীর। সহকারী কোচ হিসেবে রায়ান টেন দুশখাতে, বোলিং ও ব্যাটিং পরামর্শদাতা পদে যথাক্রমে মর্ণি মর্কেল ও সীতাংশু কোটাকের চাকরিও আপাতত সুরক্ষিত। তবে সরে দাঁড়াচ্ছেন টিম ইন্ডিয়ার ম্যাসিওর রাজীব কুমার (Rajeev Kumar)। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকার সময় ভারতীয় (Team India) সাজঘরে প্রবেশ করেছিলেন তিনি। প্রায় এক দশক কাটিয়ে সরে দাঁড়ালেন ২০২৫-এ।

বিসিসিআই-এর সাথে চুক্তি শেষ হওয়ায় সরে দাঁড়াতে হয়েছে রাজীবকে (Rajeev Kumar)। বিচ্ছেদের ক্ষণে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। ইন্সটাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন অনুভূতি। “এক দশক ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করতে পারা আমার জন্য বিশেষ সম্মানের বিষয়,” লিখেছেন তিনি। ক্রিকেটারদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন রাজীব। পেশীর টান দ্রুত সেরে ওঠে তাঁর ছোঁয়ায়, বহুবার প্রকাশ্যেই বলতে শোনা গিয়েছে তারকাদের। পেসারদের ‘কাছের মানুষ’ ছিলেন তিনি। ২০১৯ সালে রাজীবের জন্মদিনে একটি ছবি পোস্ট করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেই ছবিতে ছিলেন ঈশান্ত শর্মা’ও। নেটমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিলো বাংলার পেস তারকার পোস্টটি। “সবাই আমাদের চেনেন। ক্রিকেটারদের প্রশংসা করেন। কিন্তু আদতে ওঁরাই নেপথ্যে থেকে আমাদের ভালো খেলতে সাহায্য করেন,” রাজীবকে প্রশংসায় ভরিয়ে ২০২২-এ বলেছিলেন যুজবেন্দ্র চাহাল।

দেখে নিন রাজীবের পোস্ট’টি-

Also Read: শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট বিশ্বজয়ী অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *