ঘরের মাঠে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন টিম ইন্ডিয়া (Team India)। ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ হেরেছিলো ভারত। তার ঠিক দুই যুগ অর্থাৎ ২৪ বছর পর ফের ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হলো তাদের। প্রোটিয়াদের বিরুদ্ধে বেঙ্গালুরু ও মুম্বইতে টেস্ট হেরেছিলো শচীনের ভারত (Team India)। এবারও রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার কলঙ্কজনক অধ্যায়ের সাথে জড়িয়ে রইলো দুই শহর। সাথে যুক্ত হলো পুণের নাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) হারতে হলো ৩-০ ব্যবধানে। মাসখানেক আগে পড়শি দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে স্পিন সামলাতে না পেরে ০-২ হেরেছিলো কিউইরা। আর ভারতের মাঠে সেই স্পিনকে অস্ত্রকে করেই ‘মেন ইন ব্লু’কে লজ্জার মুখে ফেলে দিয়ে গেলেন টম ল্যাথাম’রা।
Read More: IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির সেরা ৫ ইনিংস, যা আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে তাজা হয়ে আছে !!
প্রত্যাশাপূরণে ব্যর্থ সরফরাজ খান-
কিউইদের বিপক্ষে ভারতীয় (Team India) ব্যাটিং-এর বেহাল দশা এসেছে প্রকাশ্যে। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪৬ রানের মধ্যে অল-আউট হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। পুণেতে থেমেছে ১৫৬ রানে। মুম্বইতে চতুর্থ ইনিংসে জয়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৪৬। ঋষভ পন্থ একা কুম্ভ হয়ে লড়াই করলেও সেই লক্ষ্যে পৌঁছতে পারে নি ‘মেন ইন ব্লু।’ ১২১ রানেই থামতে হলো তাদের। এই সিরিজে কোহলি-রোহিতদের মত মহাতারকাদের পাশাপাশি সরফরাজ খানের (Sarfaraz Khan) মত তরুণ তুর্কিরাও সাফল্য এনে দিতে পারেন নি ভারতকে। মুম্বইয়ের ক্রিকেটারের থেকে প্রত্যাশা অনেকখানি ছিলো। ঘরোয়া ক্রিকেটে তাঁর সাফল্যের বহর শুধু দেশেই নয়, বরং গোটা দুনিয়ায় আলোড়ন ফেলেছিলো। কিন্তু কেরিয়ারের প্রথম বড় চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারলেন না সরফরাজ (Sarfaraz Khan)।
চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে সরফরাজ খানের (Sarfaraz Khan)। সেই সিরিজে তিনটি অর্ধশতক করেছিলেন। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে এসেছিলো লড়াকু সার্ধশতক। কিন্তু তিন টেস্টের বাকি পাঁচটি ইনিংসে শুধুই ব্যর্থতা জুটেছে তাঁর ভাগ্যে। পুণেতে আউট হয়েছিলেন ১১ ও ৯ রান করে। ঘরের মাঠ ওয়াংখেড়ে’তে প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ০ রান করে। আজাজ প্যাটেলের বলের টার্ন বুঝতেই পারেন নি। ব্যাটের নাগাল এড়িয়ে স্টাম্প ভেঙে দেয় বল। দ্বিতীয় ইনিংসে টার্ন এড়াতে অনেকখানি শরীর ঝুঁকিয়ে স্যুইপ মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু ফুলটস বলে ক্যাচ তুলে দিয়ে আসেন রচিন রবীন্দ্রের হাতে। প্রথম শ্রেণির ক্রিকেটে যাঁর গড় ৭০-এর কাছে, তিনি এমন ভুল করে করেন? চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞদের।
পৃথ্বী শ-কে মনে করাচ্ছেন সরফরাজ-
নিউজিল্যান্ড সিরিজে সরফরাজের ব্যর্থতা ক্রিকেটজনতার মনে করিয়ে দিচ্ছে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) কথা। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ের পর পৃথ্বীকে নিয়েও হইচই হয়েছিলো ক্রিকেটদুনিয়ায়। পরবর্তী শচীন তকমা দিয়ে দিয়েছিলেন অনেকেই। আন্তর্জাতিক আঙিনায় শুরুটাও আশা জাগিয়ে করেছিলেন তিনি। প্রথম টেস্টেই করে দিয়েছিলেন শতরান। কিন্তু এরপর আর প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন নি। একের পর এক ম্যাচে ব্যর্থতা, চোট-আঘাত ও একঝাঁক ভুল সিদ্ধান্তের শিকার হয়ে হারিয়েই গিয়েছেন লাইমলাইট থেকে। ২০২১-এর পর আর ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান নি। সরফরাজের (Sarfaraz Khan) ব্যাটিং দুর্বলতাগুলি যেভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন স্যান্টনার, আজাজ প্যাটেলরা, তাতে আগামীতে পৃথ্বীর মতই তিনি হারিয়ে যাবেন না তো? রয়েছে আশঙ্কা।