একের পর এক ব্যর্থতায় বিপর্যস্ত টিম ইন্ডিয়া (Team India)। নয়া কোচ গম্ভীর দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিলো দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কলঙ্ক জুটেছিলো ‘মেন ইন ব্লু’র ভাগ্যে। অস্ট্রেলিয়ার মাঠেও ঘুরে দাঁড়াতে পারে নি দল। পার্থ-এ বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) প্রথম টেস্টে জয় এলেও পরে অসহায় আত্মসমর্পণই করেছে ‘মেন ইন ব্লু।’ ১-৩ ফলে হেরে সিরিজ খুইয়েছে তারা। এক দশক পর ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। সেখানে এহেন হতশ্রী পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি কোনো মতেই চায় না বিসিসিআই। ফলে শক্ত হাতে লাগাম টেনে ধরার ভাবনা রয়েছে রজার বিনি’দের। সেই জন্যই নেওয়া হচ্ছে একগুচ্ছ ব্যবস্থা।
Read More: রোহিত-কোহলি’দের ‘ত্রাস’ কে ছাড়াই নিউজিল্যান্ড প্রকাশ করলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল !!
ক্যাপ্টেন রোহিতের ডানা ছাঁটলো বোর্ড-
সাম্প্রতিক বিপর্যয়ের জন্য জবাবদিহি করতে হলো টিম ইন্ডিয়ার (Team India) থিঙ্কট্যাঙ্ককে। গতকাল মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে বিসিসিআই কর্তাদের সাথে আলোচনায় বসেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)। সেখানে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্মর্কতারা। শেষ মুহূর্তে নেতৃত্বে পরিবর্তন ক্ষতি করতে পারে দলের, মনে করছেন তাঁরা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতার পদে থাকছেন রোহিত শর্মা’ই। কিন্তু একইসাথে রোহিত পরবর্তী অধ্যায়ের জন্যও যে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে, স্পষ্ট হয়েছে তা। শুরু হয়ে গিয়েছে আগামী অধিনায়কের খোঁজ। সংবাদমাধ্যম দৈনিক জাগরণ সূত্রে খবর মিলেছে যে টিম ইন্ডিয়ার (Team India) পরবর্তী নেতা হিসেবে পেসার জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) নাম উঠে এসেছে গতকালের আলোচনায়।
শেষ সুযোগ বিরাট কোহলির জন্য ?
২০২৪ সালে দেশের জার্সিতে (Team India) সেরা ছন্দে ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপে হতাশ করেছিলেন ব্যাট হাতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেও রান পান নি। সাফল্য আসে নি লাল বলের ফর্ম্যাটেও। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) ২৩.৭৫ গড়ে করেছেন মাত্র ১৯০ রান। আট বার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিলেন। টিম ইন্ডিয়াতে তাঁর ভবিষ্যৎ নিয়েও উঠতে শুরু হয়েছে প্রশ্ন। সূত্রের খবর গতকালের বৈঠকে বিরাটকে আরও কিছু সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অগ্নিপরীক্ষা হতে পারে তাঁর জন্য। দুবাইতেও যদি ব্যর্থ হন বিরাট, তাহলে ‘মেন ইন ব্লু’র (Team India) একাদশে তাঁর জায়গা নিয়ে টানাটানি শুরু হতে পারে। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট সিরিজে দেখা নাও যেতে পারে কিংবদন্তিকে।
ঘরোয়া ক্রিকেটে জোর BCCI-এর-
জয় শাহ (Jay Shah) সচিব থাকার সময় থেকেই ঘরোয়া ক্রিকেটে বাড়তি জোর দিয়েছিলো বিসিসিআই। গত বছর রঞ্জি না খেলার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিলো শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষণকে (Ishan Kishan)। দলীপ ট্রফিতে খেলতে দেখা গিয়েছে ঋষভ পন্থ, কুলদীপ যাদব, কে এল রাহুল, মুকেশ কুমার, সরফরাজ খানদের মত তারকাদের। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহদের এতদিন এই নিয়মের উর্দ্ধে রাখা হয়েছিলো। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতার পর নয়া সিদ্ধান্ত নিলো বিসিসিআই। টিম ইন্ডিয়ার (Team India) সিনিয়রদেরও জন্যও এবার ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক করলো দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০১২ সালে শেষ রঞ্জি ট্রফি খেলেছেন কোহলি, ২০১৫তে শেষ খেলেছেন রোহিত। নয়া নিয়ম মেনে তাঁরা মাঠে নামেন কিনা সেদিকে তাকিয়ে সকলে।
Also Read: IND vs ENG: প্রত্যাবর্তন মহম্মদ শামি’র, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন টি-২০ সহ-অধিনায়ক পেলো টিম ইন্ডিয়া !!