ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে চোট পেলেন তাসকিন ! মাঠেই কান্নায় ভেঙ্গে পড়লেন তিনি 1

বাংলাদেশের মানুষ একদিকে যখন বিপিএলের মতো একটা ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করছে, ঠিক সেই সময় এলো এক খারাপ খবর। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন তাসকিন। বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিনের সামনে যখন নিউজিল্যান্ড সফর, তখনই পেলেন এই চোট।

অলক কপালির করা বলে ছক্কা মারেন মোসাদ্দেক হোসেন। সেই বল ক্যাচ করার চেষ্টা করেন তাসকিন আহমেদ। আর এতেই হলো সর্বনাশ !

ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে চোট পেলেন তাসকিন ! মাঠেই কান্নায় ভেঙ্গে পড়লেন তিনি 2
বাউন্ডারি সীমানার দড়ির উপর বাঁ পা পরতেই মাটিতে পড়লেন তাসকিন। যেটা দেখে মনে হলো গোড়ালিতে ভালোই চোট পেয়েছেন তিনি। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় বিসিবির চিকিৎসক রুমে। সেখান থেকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে। বাংলাদেশের প্রথম সারির প্রচারমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে বিসিবি চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে এক্স–রে করার পরই বোঝা যাবে তাসকিনের চোট কতটা গুরুতর। তবে বাংলাদেশ পেসারের কাতর মুখ দেখে মনে হয়েছে ভালো চট পেয়েছেন তিনি।

ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে চোট পেলেন তাসকিন ! মাঠেই কান্নায় ভেঙ্গে পড়লেন তিনি 3
শঙ্কাটা যে নিউজিল্যান্ড সফর নিয়ে, বলার অপেক্ষা রাখে না। এ বিপিএলে কী দুর্দান্ত বোলিংটাই না করেছেন তাসকিন. ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে কদিন আগে ফিরেছেন জাতীয় দলে। ২০১৮ সালটা তাঁর কেটেছে বারবার চোটাঘাতে। আসন্ন নিউজিল্যান্ড সফরে যখন ভালো কিছুর স্বপ্ন তাসকিনের, তখনই পেলেন চোট।

ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে চোট পেলেন তাসকিন ! মাঠেই কান্নায় ভেঙ্গে পড়লেন তিনি 4
তবে সব শেষে ভালো খবর এই যে, চিকিৎসকেরা ভালো আশার খবর দিয়েছেন। বলেছেন চোট খুব গুরুতর নয়। তবে আপাতত তাসকিনকে সাতদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *