"৫০০ কোটি দেবে মুম্বাই ইন্ডিয়ান্স..", চর্চায় বাবর আজমের IPL'এর সবচেয়ে দামি তারকা হ‌ওয়ার দাবি !! 1

আইপিএল (IPL 2026) বিশ্বের অন্যতম সফল এবং সমৃদ্ধশালী টুর্নামেন্ট হিসাবে দৃষ্টান্ত তৈরি করেছে। এই বছর মিনি নিলামেও কোটি-কোটি টাকা দিয়ে ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে এই নিলামে কোনো পাকিস্তানি ক্রিকেটার ছিলেন না। ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ২০০৯ সাল থেকে পাক তারকাদের ভারতের জনপ্রিয় লিগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে এই দেশের বহু ক্রিকেটার খেলার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন। বাবর আজম (Babar Azam) আইপিএলে অংশগ্রহণ করলে সবচেয়ে দামি ক্রিকেটার হতেন বলে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তানভীর আহমেদ (Tanvir Ahmed)।

Read More: চোটের কারণে ছিটকে গেলেন শুভমান গিল, আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলে !!

আইপিএলে নিষিদ্ধ পাক বাহিনী-

"৫০০ কোটি দেবে মুম্বাই ইন্ডিয়ান্স..", চর্চায় বাবর আজমের IPL'এর সবচেয়ে দামি তারকা হ‌ওয়ার দাবি !! 2
Wasim Akram | Image: Twitter

আইপিএলের উদ্বোধনী মরসুমে পাকিস্তানের একাধিক ক্রিকেটার অংশগ্রহণ করেছিলেন। কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) শোয়েব আখতার (Shoaib Akhtar), সালমান বাটের (Salman Butt) মতো ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছিল। এছাড়াও দিল্লি ডেয়ারডেভিলসে শোয়েব মালিক (Shoaib Malik), ডেকান চার্জার্সে শহীদ আফ্রিদি (Shahid Afridi), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে মিসবাহ-উল-হক (Misbah ul Haq) নিজের অবদান রেখেছিলেন। এরপর ২০০৮ সালে মুম্বাইয়ের জঙ্গি হামলার ঘটনায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়।

এই জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ থাকায় ভারতের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক খারাপ পরিস্থিতিতে পৌঁছায়‌। ফলে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে সম্পূর্ণরূপে পাক বাহিনীদের নিষিদ্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তীতে কোচিং সদস্য হিসেবে ওয়াসিম আকরাম (Wasim Akram), আজহার মাহমুদরা (Azahar Mahmood) আইপিএলের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত ছিলেন। নাইট বাহিনীর বোলিং কোচ এবং মেন্টর ছিলেন ওয়াসিম।

বাবর আজমকে নিয়ে মন্তব্য-

Babar Azam
Babar Azam | Image: Getty Images

ভারতীয় প্রিমিয়ার লিগে (IPL 2026) এখনও পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তাকে শেষ মেগা নিলামে লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ২৭ কোটি টাকায় দলে এনেছিল। অন্যদিকে এই বছর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (KKR) ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) ২৫.২ কোটি টাকায় দলে নিয়ে এসেছে। এখনও পর্যন্ত এই তারকা অলরাউন্ডার আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশী ক্রিকেটার। এর মধ্যেই পাকিস্তানের প্রাক্তন তারকা তানভীর আহমেদের (Tanvir Ahmed) বিস্ফোরক দাবি সামন এসেছে।

তার একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, “বাবর আজম (Babar Azam) আইপিএলে অংশগ্রহণ করলে সবচেয়ে দামি ক্রিকেটার হতেন‌ এই বিষয়ে আবার কোন সন্দেহ নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মতো দল ৫০০ কোটি টাকা দিয়েও তাকে নিতে প্রস্তুত।” এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে কটাক্ষ করছেন ক্রিকেট ভক্তরা। প্রসঙ্গত বর্তমানে বাবরের পিএস‌এলের মূল ২ কোটি টাকাও নয়।

Read Also: নিলাম শেষ হতেই ফাঁস KKR’এর নতুন অধিনায়কের নাম, গম্ভীর-শাহরুখের পছন্দের তারকা পাচ্ছেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *