আবার একবার বিশ্ব ক্রিকেট সাক্ষী থাকতে চলেছে ভারত ও পাকিস্তানের মেগা ম্যাচের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রুদ্ধশ্বাস এই লড়াইটা শ্রীলঙ্কার কলম্বোতে আগামী ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এশিয়া কাপ ২০২৫’এর আসরে ভারত তিনবার মুখোমুখি হয়েছে পাকিস্তানের, যেখানে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় বয়ান দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার তানবীর আহমেদ। সমাজ মাধ্যমে একাধিক বার নানান বয়ান দিয়েই শিরোনামে উঠে এসেছেন তানবীর। এবারেও সমাজ মাধ্যমে তার এক বয়ান বেশ ভাইরাল হচ্ছে।
বুমরাহকে ছয় ছক্কা হাঁকাবেন বাবর

পাকিস্তান দলের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে (Babar Azam) নিয়ে করা তানবীরের এক মন্তব্য সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে সেই খেলার উপর ভিত্তি করে বড় বাজি ধরলেন তানবীর। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে বাবরকে নিয়ে বয়ান রাখতে তানবীর বলেছেন, “আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম যদি জসপ্রীত বুমরাহকে ৬টি ছক্কা না হাঁকায় তাহলর আমি উলঙ্গ অবস্থায় লাহোরের রাস্তায় ঘুরবো।” নিমেষের মধ্যে এই বয়ান সমাজ মাধ্যমে চেয়ে যায়। যদিও, এই বয়ানের কোনো সত্যতা যাচাই করা হয়নি।
Read More: সুযোগ পেলেন জশ টং- ভরসা আর্চার, টি২০ বিশ্বকাপের জন্য প্রকাশিত ইংল্যান্ড দলে একাধিক চমক !!
বুমরাহের সামনে ব্যাকফুটে বাবর

বাবর ও বুমরাহ ওডিআই ফরম্যাটে চারবার ও টি-টোয়েন্টি ফরম্যাটে দুবার মুখোমুখি হয়েছে। ওডিআই ফরম্যাটে বুমরাহকে বেশ সম্মান দিয়েছেন বাবর। ৩৯ বলে কেবলমাত্র ২২ রান বানিয়েছেন বাবর, তবে বুমরাহ বাবরকে ওডিআই ফরম্যাটে আউট করতে পারেননি। টি-টোয়েন্টি ফরম্যাটে দুইবার মুখোমুখি হয়েছে বুমরাহ ও বাবর। যেখানে বাবরকে ফাঁদে ফেলেছেন বুমরাহ। বুমরাহের ১৪ বলে ১৮ রান বানিয়েছেন বাবর যেখানে বাবরকে একবার আউট করেন বুমরাহ। বুমরাহের বিরুদ্ধে দুই ফরম্যাটে মাত্র ৫টি চার হাঁকিয়েছেন।
ক্রিকেট বিশ্বের দুই পরিচিত খেলোয়াড় হলো বাবর আজম ও জসপ্রীত বুমরাহ। বাবর এখন অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লীগ খেলছেন। তবে, অস্ট্রেলিয়ায় সফলতা পাচ্ছেন না বাবর। এর আগে এশিয়া কাপের দল থেকেও বাদ পড়তে হয়েছিল তাঁকে। অন্যদিকে, জসপ্রীত বুমরাহ হলেন একজন কিংবদন্তি পেসার, তিনি পাকিস্তানের বিরুদ্ধে বারবার নিজের সেরাটা প্রমান করে এসেছেন। তানবীরের এই বয়ানের পর ভক্তদের নজর থাকবে আগামী ভারত-পাকিস্তান ম্যাচের দিকে।