বিগত কয়েক বছর ধরে একেরপর এক আইটেম গান দিয়ে হিন্দি ছবিতে ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এখন বেশিরভাগ সিনেমাতেই তামান্নাকে আইটেম গানে গা দোলাতে দেখতে পাওয়া যায়। সেভাবে সিনেমা জগতে লিড রোলে তাকে না দেখতে পেলেও তাঁকে আইটেম গানের বেশ কয়েকটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে। তামান্না তার সিনেমার পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনামে রয়েছেন। ভারতীয় দলের সাবেক ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গেও একবার নাম জড়িয়েছিল তামান্নার। বিরাটের ক্যারিয়ারের শুরুর দিকেই দক্ষিণি নানান সিনেমায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তামান্না।
বিরাট কোহলি ও তামান্না ভাটিয়ার সম্পর্কের চর্চা ছিল সমাজ মাধ্যমের হট স্টোরি

সেই সময়েই তামান্নার সাথে একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন বিরাট। আর তারপর থেকেই বিরাট ও তামান্নার সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে উঠেছিল। পরে জানা গিয়েছিল কোনো না কোনো কারণে বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেও গিয়েছিল কোনো এক অজানা কারণে। বিরাটের সঙ্গে তামান্নার সম্পর্কের যে গুজব ছড়িয়েছিল এবার সে বিষয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া নিজেই। বিরাট কোহলির উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমার খুব খারাপ লাগছে কারণ ওনার (বিরাট কোহলি) সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। এরপর আর তাঁর সঙ্গে আমার কখনো দেখাই হয়নি।“
Read More: বিরাট-রোহিত জমানায় ছিলেন অন্ধকারে, গম্ভীরের সৌজন্যে প্রাপ্য সম্মান পেয়েছেন এই তরুণ !!
কোহলিকে নিয়ে মুখ খুললেন তামান্না

একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় একবারই তামান্না ও বিরাটের দেখা হয়েছিল। তবুও তাদের সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে বেশ চর্চায় থাকতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি এসবে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছেন। এবিষয়ে মন্তব্য করে তামান্না বলেন, “আপনি সবকিছুতে প্রতিক্রিয়া দেখাতে পারেন না। আমি মাঝে মাঝে সমাজ মাধ্যমে বা ইন্টারনেটে দেখি মানুষ আমাকে নিয়ে কি ভাবছে। জনমত আমার কর্মজীবনে মূল ভূমিকা পালন করে। এগুলো সমাজ মাধ্যমে হয়েই থাকে।“
বিরাট তামান্না ভাটিয়ার সহকর্মী আনুশকা শর্মার (Anushka Sharma) সঙ্গে সম্পর্ক গড়ে সুখী জীবন কাটাচ্ছেন বিরাট কোহলি। সদ্য, টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়ে বিরাট পরিবারের সঙ্গে এখন ইংল্যান্ডে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, বিজয় বর্মার সঙ্গে তামান্নার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে। শোনা গিয়েছিল, তমন্না বিয়ে করতে চাইলেও বিজয় প্রস্তুত ছিলেন না। আর তার পরেই তাদের সম্পর্কে ফাটল ধরেছে বলে জানা যায়। তাছাড়া, ‘লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়ে নিয়েছিল দর্শকের। যদিও, কোনোদিন প্রকাশ্যে কেউ তাদের সম্পর্কের কথা প্রকাশ করেননি।