taliban-leader-on-kohli-retirement

শচীনোত্তর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ‘পোস্টার বয়’ নিঃসন্দেহে বিরাট কোহলি (Virat Kohli)। ২০০৮ সালে তাঁর নেতৃত্বে মালয়েশিয়ায় অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলো ভারতীয় দল। সেই বছরই সিনিয়র দলে প্রথমবার জায়গা করে নিয়েছিলেন দিল্লীর তরুণ। এরপর কেটে গিয়েছে দেড় দশকেরও বেশী সময়। ডালপালা বিস্তার করে আজ ব্যাটিং জগতের মহীরুহ হয়ে উঠেছেন বিরাট। তিন ফর্ম্যাট মিলিয়ে ২৫০০০-এর বেশী রান রয়েছে তাঁর। করেছেন ৮২টি শতরান। ওয়ান ডে শতকের নিরিখে শচীন তেন্ডুলকরকে অবধি পিছনে ফেলে দিয়েছেন তিনি। ভারতের হয়ে জিতেছেন ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপ। দু’বার জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। বর্তমানে বিরাটের (Virat Kohli) বয়স ৩৬ ছুঁইছুঁই। কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু এখনও তাঁকে ছাড়া ক্রিকেট কল্পনা করতে পারছেন না অনুরাগীরা। কোহলির কেরিয়ার দীর্ঘায়ু হোক, চাইছেন তালিবান নেতাও।

Read More: শেষ হচ্ছে মুম্বাই লবি, আগামীতে রাজত্ব করবে বাংলা ক্রিকেট জানালেন সৌরভ গাঙ্গুলী !!

কোহলিতে মোহিত তালিবান নেতা-

Anas Haqqani | Image: Twitter
Anas Haqqani | Image: Twitter

২০২৪ সালে কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের পর ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি বছরে তিনি সরে দাঁড়িয়েছেন টেস্ট থেকেও। অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) হতাশাজনক পারফর্ম্যান্সের পর থেকেই চাপ বাড়ছিলো তাঁর উপর। শেষমেশ ইংল্যান্ড সফরের (IND vs ENG) আগে সাদা জার্সি চিরকালের মত তুলে রাখার সিদ্ধান্তই নেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা। বড্ড তাড়াহুড়ো করে ফেলেছেন কোহলি (Virat Kohli), মনে করেন তালিবান নেতা আনাস হাক্কানি (Anas Haqqani)। সম্প্রতি ভারতীয় সাংবাদিক শুভঙ্কর মিশ্রের পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। আফগানিস্তানের সামাজিক অবস্থা, ভারত-আফগান সম্পর্কের মত বিষয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছিলো ক্রিকেটের প্রসঙ্গ। তখনই কোহলির (Virat Kohli) প্রতি মুগ্ধতার কথা স্বীকার করতে শোনা যায় হাক্কানিকে।

বিরাটের মতই চলতি বছরে টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। ৩৮ পেরোনো হিটম্যানের সিদ্ধান্তে ‘ভুল’ দেখছেন না হাক্কানি। তাঁর আপত্তি কোহলির (Virat Kohli) অবসর নিয়ে। স্পষ্ট ভাষায় তালিবান নেতা জানিয়েছেন, “টেস্ট থেকে রোহিতের অবসর নেওয়াটা যুক্তিসঙ্গত। কিন্তু (বিরাট) কোহলি কেন অবসর নিলেন তা আমি জানি না। খুব কম মানুষই ওনার মত অনন্য। আমি চাই উনি ৫০ বছর বয়স অবধি খেলুন।” সংবাদমাধ্যমের অত্যধিক চাপ সামলাতে না পেরেই হয়ত সময়ের আগেই সরতে বাধ্য হয়েছেন ভারতীয় মহাতারকা, মনে করেন আনাস হাক্কানি (Anas Haqqani)। শুভঙ্কর মিশ্রের পডকাস্টে তিনি জানিয়েছেন, “হয়ত ভারতীয় সংবাদমাধ্যমের আচরণে উনি বিরক্ত হয়ে উঠেছিলেন। ওনার হাতে এখনও সময় রয়েছে। দেখছেন তো জো রুট কেমন শচীন তেন্ডুলকরের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড তাড়া করছেন।”   

অস্ট্রেলিয়াতে মাঠে ফিরছেন কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

গত মার্চে শেষবার ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত আইপিএল খেলেছেন তিনি। কিন্তু এরপর কোনো রকম প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায় নি তাঁকে। অগস্টে কথা ছিলো মাঠে ফেরার। কিন্তু বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় তা আর হয় নি। অবশেষে দীর্ঘ বিরতির পর আগামী অক্টোবরে ফের একবার নীল জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন মহাতারকা। ১৯, ২৩ ও ২৫ অক্টোবর যথাক্রমে পার্‌থ, অ্যাডিলেড ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই ব্যাট হাতে দেখা যাবে কোহলিকে (Virat Kohli)। অস্ট্রেলিয়া সফরকে ফোকাসে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ভারতে নয় বরং এই মুহূর্তে লন্ডনে আছেন বিরাট। মাঝেমধ্যে লর্ডসের নেটেই গা ঘামাতে দেখা যাচ্ছে তাঁকে।

Also Read: জাতীয় সঙ্গীতের বদলে বাজলো ‘জলেবি বেবি’, ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *