ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার হালত দেখে ঘুম ভাঙল ক্রিকেট অস্ট্রেলিয়ার, স্মিথ ওয়ার্নার পেলেন ফেরার অনুমতি

অস্ট্রেলিয়া ক্রিকেটের হালত এই সময় খুব একটা ভাল নয়। একদিকে যেখানে দলের তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার দল থেকে বাদ পড়েছেন অন্যদিকে দলের অন্যান্য তারকা প্লেয়াররা যেমন মিশেল মার্চ, কমিন্স, স্টার্ক, হ্যাজেলউডও এই সময় চোটগ্রস্থ হয়ে দলের বাইরে রয়েছেন। এর মধ্যেই খবর আসছে এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া মরশুম সময়ের একটু আগেই শুরু হতে পারে এবং এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে স্মিথ এবং ওয়ার্নারকে খেলতে দেখা যাবে।

ঘরোয়া মরশুম শুরু হবে আগে

ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার হালত দেখে ঘুম ভাঙল ক্রিকেট অস্ট্রেলিয়ার, স্মিথ ওয়ার্নার পেলেন ফেরার অনুমতি 1
MELBOURNE, AUSTRALIA – DECEMBER 30: Steve Smith of Australia walks out to bat with David Warner (L) during day one of the Fourth Test Match in the 2017/18 Ashes series between Australia and England at Melbourne Cricket Ground on December 30, 2017 in Melbourne, Australia. (Photo by Michael Dodge/Getty Images)

অস্ট্রলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার ঘরোয়া ক্রিকেটে এই মরশুমে দলে ফিরতে পারেন। যদিও এর সম্ভবনা অনেকটাই কম। অস্ট্রেলিয়ার ঘরোয়া মরশুম এই বছর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।এবং এই মরশুম চলবে এপ্রিল পর্যন্ত। সম্প্রতিই সামনে আসা এই তারিখ দেখে পরিস্কার যে ক্রিকেট অস্ট্রেলিয়া এই বছর বিগ ব্যাশ কে আরও বড় ভাবে করতে চাইছে।

এইভাবে মিলতে পারে সুযোগ
ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার হালত দেখে ঘুম ভাঙল ক্রিকেট অস্ট্রেলিয়ার, স্মিথ ওয়ার্নার পেলেন ফেরার অনুমতি 2

প্রথম শ্রেণীর মরশুমের দ্বিতীয় ভাগ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি ২০১৯ থেকে আর শীল্ড ফাইনাল শুরু হবে ২৪ মার্চ। সবচেয়ে গুরুত্বপূর্ন কথা হল যে ২৮ মার্চ সেই তারিখও যখন স্মিথ এবং ওয়ার্নারের এক বছরের ব্যান সমাপ্ত হতে চলেছে। দুজনেই নিউ সাউথ ওয়েলস ব্লুজের হয়ে খেলেন। ফলে দুজনের কাছেই সুযোগ থাকছে যে তারা ফের ঘরোয়া ক্রিকেটে ফিরে আসতে পারেন। আপনাদের জানিয়ে দিই এই দুই ক্রিকেটারের উপর ব্যান লাগার পর থেকেই তারা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সম্পূর্ণ প্রস্তুতিতে রয়েছেন। এর মধ্যেই এই দুজনকে কানাডা লীগে খেলতে দেখা যাবে। এই লীগে স্মিথ টরেন্টো নেশনসের হয়ে খেলবেন। অন্যদিকে বিনিপেগ হকসের প্রতিনিধিত্ব করবেন ওয়ার্নার।এছাড়াও ওয়ার্নার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে সেন্ট লুসিয়া স্টার্সের হয়েও খেলবেন। এই লীগ আগষ্ট থেকে শুরু হতে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *