“পাওনা টাকা দেয় নি…” বাংলাদেশ ক্রিকেটের দূরবস্থা প্রকাশ্যে, বিস্ফোরক অভিযোগ ইমরান তাহিরের !! 1

আইপিএলের (IPL) সাফল্যের পর বদলে গিয়েছে ক্রিকেটদুনিয়াই। পথচলা শুরু করেছে বিবিএল, পিএসএল-এর মত একঝাঁক ফ্র্যাঞ্চাইজি লীগ। পিছিয়ে থাকে নি বাংলাদেশও। বিসিবি’র তত্ত্বাবধানে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL) শুরু হয়েছে ২০১২ থেকে। আইপিএল বা বিবিএল-এর ক্ষেত্রে যেমন সাংগঠনিক দৃঢ়তা দেখা যায়, তেমনটা অবশ্য কখনোই চোখে পড়ে নি বাংলাদেশে। বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদারিত্ব দূর হয় নি গত বারো বছরেও। সম্প্রচারের মান, মাঠের পরিবেশ সম্পর্কে বহু অভিযোগ উঠে আসে বছরের পর বছর। এমনকি দর্শকদের জন্য পর্যাপ্ত সুযোগসুবিধার অভাবের বিষয়টিও সামনে এসেছে। বেহাল বিপিএলের (BPL) অন্ধকার সত্য আরও একবার সংবাদমাধ্যমের সামনে এলো ইমরান তাহিরের সৌজন্যে। ম্যাচ খেলেও পান নি টাকা। জানালেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার।

Read More: “চল হাট বেহে#%@…” হেডকে আউট করে অকথ্য ভাষায় গালি দিলেন সিরাজ, ভিডিও নিমেষে ভাইরাল !!

চুক্তিভঙ্গ করেছে রংপুর, বলছেন তাহির-

Imran Tahir | BPL | Image: Getty Images
Imran Tahir | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত দক্ষণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহির (Imran Tahir)। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় এখনও সক্রিয় তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লীগ খেলতে দেখা যায় তাঁকে। ২০২৩-২৪ মরসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (BPL) অংশ নিয়েছিলেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে খেলেন ৩টি ম্যাচ। ৪৫ বছর বয়সেও অনবদ্য পারফর্ম্যান্স ছিলো তাহিরের। ১২.৩৩ গড় ও ৬.১৬ ইকোনমি রেটে তিনি তুলে নেন ৬ উইকেট। বাংলাদেশে এই সংক্ষিপ্ত যাত্রাপথটি বিশেষ সুখের ছিলো না তাঁর জন্য। তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামনে এনেছেন টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৫২৬ উইকেটের মালিক। জানান চুক্তি মোতাবেক অর্থ দেওয়া হয় নি তাঁকে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলছে গ্লোবাল টি-২০ সুপার লীগ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, পাকিস্তানের লাহোর কালান্দার্সের মত দল অংশ নিয়েছে টুর্নামেন্টে। এছাড়া রয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স (RR) এবং ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স (GAW)। এই টুর্নামেন্টে গায়ানার হয়ে খেলছেন তাহির। গত ৪ ডিসেম্বর তাদের ম্যাচ ছিলো রংপুরের বিরুদ্ধে। টসের সময় বাংলাদেশী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। পড়শি দেশের সংবাদপিত্র ‘দ্য ডেইলি স্টার’ সূত্রে জানা গিয়েছে যে তাহির সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি গায়ানার হয়ে এটা (ম্যাচ) জিততে চাই। আমার ব্যক্তিগত কারণও রয়েছে কিছু। আমি গত বছর রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলেছিলাম। চুক্তির পুর টাকাটা এখনও পাই নি।”

ক্ষুব্ধ তাহিরের নিশানায় BPL ফ্র্যাঞ্চাইজি-

Imran Tahir | Image: Getty Images
Imran Tahir | Image: Getty Images

বিপিএল (BPL) ফ্র্যাঞ্চাইজির আচরণে ক্ষোভে ফুঁসছেন ইমরান তাহির। “কি করে কাউকে স্বাগত জানাতে হয় তা গায়ানাতে আমরা দেখিয়ে দিতে চাই ওদের (রংপুর)। আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা ওদের থেকে ভালো মানুষ।” জয়ের জন্য বাড়তি মোটিভেশন নিয়ে মাঠে নেমেছিলেন তাহির (Imran Tahir)। প্রভিডেন্স স্টেডিয়ামে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টাও করেন। ৫ ওভারে মাত্র ২৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। তা সত্ত্বেও তাঁর দল অবশ্য হেরেছে ১৪ রানে। ফাইনালে রংপুর, তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দলের। তাহিরের অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেটমহল। তাদের একটা অংশ থেকে পালটা দাবী করা হচ্ছে যে ৪ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। ৩ ম্যাচ খেলেই কোনো কারণ না দেখিয়ে ফিরে গিয়েছিলেন তিনি, সেই কারণেই দেওয়া হয় নি সম্পূর্ণ টাকা।

Also Read: ভিডিও: নেপাল-বাংলাদেশ ম্যাচে ঘটলো বিপত্তি, উইকেট উদ্‌যাপন করতে গিয়ে আহত বোলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *