t20-world-cup-wi-vs-png-preview

T20 World Cup: আজ থেকে ঢাকে কাঠি পড়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ কানাডার বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে। মার্কিন দলের বিজয়রথ ছুটতে শুরু করার কয়েক ঘন্টা পড়েই মাঠে নামছে টুর্নামেন্টের আরেক আয়োজক দেশ-ওয়েট ইন্ডিজ (WI)। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সি-গ্রুপের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আজ পাপুয়া নিউ গিনি (PNG)। দ্বীপরাষ্ট্রের চেয়ে ধারে ও ভারে কয়েক গুণ এগিয়ে দুইবারের টি-২০ বিশ্বকাপ  চ্যাম্পিয়নরা। তাই দুই পয়েন্ট ঝুলিতে ভরার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছেন রোভম্যান পাওয়েল (Rovman Powell), ব্র্যান্ডন কিং-রা। অন্য দিকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতে প্রস্তুত নয় পাপুয়া নিউ গিনি’ও। সীমতি সাধ্যের মধ্যেও ‘জায়ান্ট কিলার’ হতে ওঠার স্বপ্ন দেখছেন হিরি হিরি, টোনি উরা’রা।

Read More: দ্রাবিড়ের পাশে গাওস্কর, টি-২০ বিশ্বকাপ জয়ের ‘সিক্রেট’ জানিয়ে দিলেন ভারতীয় কিংবদন্তি !!

T20 World Cup ম্যাচের সময়সূচি-

ওয়েস্ট ইন্ডিজ (WI) বনাম পাপুয়া নিউ গিনি (PNG)

ম্যাচ নং- ০২

তারিখ- ০২/০৬/২০২৪

ভেন্যু- প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Guyana Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Providence Stadium, Guyana | T20 World Cup | Image: Getty Images
Providence Stadium, Guyana | Image: Getty Images

গায়ানার পিচে ব্যাট ও বলের ধুন্ধুমার লড়াই দেখতে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখানে ইনিংসের শুরুতে ব্যাটিং কঠিন হতে পারে। নিজেদের খানিক সময় দিতে হবে ব্যাটারদের। তবে ধৈর্য্য ধরলে বড় রান করা সম্ভব। গায়ানার পিচের মন্থর চরিত্রের জন্য মাঝের ওভারগুলোয় কার্যকর হতে পারেন স্পিনাররা। পরিসংখ্যান বলছে এখানে আজ অবধি ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ১৩টিতে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। ১২টিতে এসেছে রান তাড়া করে। ৪টি ম্যাচে ফলাফল পাওয়া যায় নি। প্রথম ইনিংসের গড় স্কোর এখানে ১২৪, দ্বিতীয় ইনিংসে ৯৪। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করতে পারেন।

গায়ানাইয় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮৬ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তির মধ্যে ফেলবে ক্রিকেটারদের। খেলা চলাকালীন ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ম্যাচ ঘিরে আশঙ্কার খবর শুনিয়েছেন আবহাওয়াবিদ্‌রা। আজ গায়ানায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৬ শতাংশ। ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন ক্রিকেটপ্রেমীরা।

WI vs PNG, হেড টু হেড পরিসংখ্যান-

WI vs PNG | T20 World Cup | Image: Getty Images
WI vs PNG | Image: Getty Images

টি-২০ ক্রিকেটে দুই দল কখনও মুখোমুখি হয় নি। তবে ২০১৮ সালে ওডিআই বিশ্বকাপের কোয়ালিফায়ারে দেখা হয়েছিলো তাদের। জিম্বাবুয়ের মাঠে সেই ম্যাচে সহজেই ৬ উইকেটে জিতেছিলো ক্যারিবিয়ানরা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

WI vs PNG | Image: Twitter

ওয়েস্ট ইন্ডিজ (WI)-

ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, রস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরণ হেটমায়ার, আন্দ্রে রাসেল, রোমারিও শেপার্ড, গুডাকেশ মোটি, আলঝারি জোসেফ, শামার জোসেফ।

পাপুয়া নিউ গিনি (PNG)-

টোনি উরা, সেসা বাউ, আসাদ বালা (অধিনায়ক), লেগা সিয়াকা, হিরি হিরি, হিলা ভারে, চ্যাড সোপের, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), এলেই নাও, কাবুয়া মোরেয়া, সেমো কামেয়া।

Also Read: অধরাই থাকছে টি-২০ বিশ্বকাপ, টিম ইন্ডিয়ার পরিসংখ্যান ভয় ধরাচ্ছে সমর্থকদের মনে !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *