t20-world-cup-usa-vs-pak-preview

T20 World Cup: বৃহস্পতিবার টেক্সাসের ডালাস শহরে নিজেদের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে পাকিস্তান (PAK)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। সূচনাটা জয় দিয়েই করতে চায় বাবর (Babar Azam) বাহিনী। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে। আরও এক ধাপ সামনে এগোনোই লক্ষ্য উপমহাদেশের হেভিওয়েটদের। ৯ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেদের অস্ত্রে শান দিয়ে নেওয়ার সেরা সুযোগ পাচ্ছে টিম পাকিস্তান।

অন্যদিকে সকলকে চমকে দিতে প্রস্তুত আমেরিকাও। ঘরের মাঠের দর্শক তাদের সঙ্গে থাকবে। ইতিমধ্যে কানাডাকে হারিয়ে দুই পয়েন্টও পেয়েছে তারা। এই ডালাসের মাঠেই বড় রান তাড়া করে বুঝিয়ে দিয়েছে যে টি-২০ বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। দুর্দান্ত ইনিংস খেলে ইতিমধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অ্যারন জোনস (Aaron Jones)। তাঁর সামনে ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ। বড় আসরে নিজেদের মেলে ধরতে চাইবেন আলি খান, মোনাঙ্ক প্যাটেলরা। প্রাক্তন কিউই তারকা কোরি অ্যান্ডারসন (Corey Anderson) নিতে পারেন বড় ভূমিকা।

Read More: “ও রেকর্ড ভাঙ্গবে…”, চরম প্রতিদ্বন্দ্বীতার পরেও বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী স্টিভ স্মিথের !!

T20 World Cup ম্যাচের সময়সূচি-

মার্কিন যুক্তরাষ্ট্র (USA) বনাম পাকিস্তান (PAK)

ম্যাচ নং- ১১

তারিখ- ০৬/০৬/২০২৪

ভেন্যু- গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস

সময়- রাত ৯টা (ভারতীয় সময়)

Dallas Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Grand Prairie Stadium, Dallas | T20 World Cup | Image: Getty Images
Grand Prairie Stadium, Dallas | Image: Getty Images

টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ এ’র ম্যাচে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান (USA vs PAK)। দিনকয়েক আগে এই মাঠেই মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডা ম্যাচে দুই ইনিংসেই বড় রান উঠতে দেখা গিয়েছে। যদি সেই পিচই ফের ব্যবহার করা হয় তাহলে বৃহস্পতিবারের ম্যাচেও বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। বোলিং বিভাগের বদলে মুখ্য ভূমিকা নিতে দেখা যেতে পারে ব্যাটারদেরই। গত ম্যাচে রান তাড়া করে জিতেছে আমেরিকা। তা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

ডালাসে বৃহস্পতিবার রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৮ শতাংশ থাকতে পারে বলে জানা গিয়েছে। যেহেতু দিনের বেলায় ম্যাচ, সেহেতু অস্বস্তিতে পড়তে হতে পারে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে বলে জানা গিয়েছে। ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ম্যাচে বিশেষ বাধা দেবে না বলেই মনে করা হচ্ছে।

USA vs PAK, হেড টু হেড পরিসংখ্যান-

মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান টি-২০ ক্রিকেটের আসরে এর আগে এখনও মুখোমুখি হয় নি। ৬ জুন টি-২০ বিশ্বকাপের আসরে প্রথমবার সম্মুখসমরে নামছে তারা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

USA vs PAK | T20 World Cup | Image: Twitter

মার্কিন যুক্তরাষ্ট্র (USA)-

স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক/উইকেটরক্ষক), আন্দ্রিয়াস গাউস, অ্যারন জোনস, কোরি অ্যান্ডারসন, নীতিশ কুমার, হরমীত সিং, শ্যাডলি ফান স্ক্যালউইক, জসদীপ সিং, সৌরভ নেত্রভালকার, আলি খান।

পাকিস্তান (PAK)-

মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিকার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মহম্মদ আমির, হারিস রউফ।

Also Read: T20 World Cup: নিউ ইয়র্কে রাজত্ব ভারতীয় পেসারদের, মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেলো আয়ারল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *