t20-wc-top-5-rivalries-in-ind-vs-pak

T20 World Cup 2024: ভারতের মাটিতে বসেছিলো ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। দেশের দশ শহরে জমকালো ভাবে আয়োজিত করা হয়েছে টুর্নামেন্ট। ৪৬ দিন ব্যপী প্রতিযোগিতায় ছিলো ৪৮টি ম্যাচ। আহমেদাবাদের ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে তারা। তৃতীয় খেতাব অধরাই রয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। সর্বাঙ্গসুন্দর বিশ্বকাপের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি’র নজরে এখন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আগামী বছর আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের প্রসারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাইশ গজের দ্বৈরথের পদার্পন বেশ উল্লেখযোগ্য একটি ধাপ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফর্ম্যাটে ব্যাপক রদবদলের ভাবনা রয়েছে আইসিসি’র। এর আগের সংস্করণগুলিতে ১২টি করে দল মূলপর্বে অংশ নিয়েছিলো। ২০২৪-এর বিশ্বকাপ থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ২০টি। আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করেছিলো ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি দলগুলির মধ্যে কেউ কেউ আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী যোগ্যতা অর্জন করেছে আবার কেউ কেউ জায়গা করে নিয়েছে আঞ্চলিক কোয়ালিফায়ার গেলে। আসন্ন টি-২০ বিশ্বকাপে ৫ দলের চারটি গ্রুপ থাকতে চলেছে। প্রতি গ্রুপের পাঁচ দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা দুই দল জায়গা করে নেবে একটি সুপার এইট পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হবে সেমিফাইনালিস্ট। এরপর দুই সেমিফাইনালের লড়াইতে ঠিক হবে কারা যাচ্ছে খেতাবী যুদ্ধে। আসন্ন টুর্নামেন্টে বাড়ছে ম্যাচের সংখ্যা। তবে উত্তেজনার কেন্দ্রে রয়েছে সেই ভারত-পাক দ্বৈরথই।

Read More: MS ধোনিকে বিশেষ সম্মান BCCI-এর, অভিনব পন্থায় তিন আইসিসি ট্রফির কারিগরকে জানানো হল শ্রদ্ধার্ঘ্য !!

ভারত-পাক ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসি’র-

IND vs PAK | T20 World Cup | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

ভারত বনাম পাকিস্তান (IND vs PAK), উপমহাদেশের দুই হেভিওয়েট বিশ্বের যে কোনো প্রান্তেই ক্রিকেটের ময়দানে মুখোমুখি হোক না কেন, গ্যালারি থাকে কানায় কানায় ভর্তি। প্রতিদ্বন্দ্বিতার নিরিখে ক্রিকেটদুনিয়ার অন্য কোনো দুই দলের লড়াই ভারত-পাকের মত তীব্র নয়। প্রাক্তন অজি তারকা টম মুডি (Tom Moody) অবধি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাসেজের লড়াইকে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ থেকে অনেকখানি পিছিয়ে রেখেছিলেন। গত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সম্মুখসমরে নেমেছিলো দুই শিবির। ৯০২৯৩ জন দর্শক গ্যালারিতে বসে চাক্ষুস করেছিলো বিরাট কোহলি (Virat Kohli) মাস্টারক্লাসে টিম ইন্ডিয়ার স্মরণীয় জয়। ওয়াঘা সীমান্তের পূর্ব দিকে যখন দিওয়ালির আলো, পশ্চিম দিক ঢেকেছিলো অন্ধকারে।

আসন্ন টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup 2024) একই গ্রুপে থাকার সম্ভাবনা দুই শিবিরের। ভারত-পাক লড়াই তাই অবধারিত। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানাচ্ছে ইতিমধ্যেই এই মেগা ম্যাচের ভেন্যু স্থির করে ফেলেছে নিয়ামক সংস্থা আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের ৭টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি মাঠে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) আয়োজিত হওয়ার কথা। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নয়, বরং ভারত-পাক ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা ও টেক্সাসকে পিছনে ফেলে বাজিমাত করেছে নিউ ইয়র্ক। হার্দিক পান্ডিয়া, শাহীন আফ্রিদিদের সেখানেই মুখোমুখি লড়াইতে নামার সম্ভাবনা। মাস খানেক আগে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে আইসিসি’কে একটি বিশেষ চিঠি লিখেছিলেন নিউ ইয়র্ক শহরের এক বিধায়িকা জেনিফার রাজকুমার। সেই আবেদনের ইতিবাচক সাড়াই মিললো আইসিসি’র তরফ থেকে।

Also Read: Pakistan Cricket Team: বিশ্বকাপে হারতেই অবসর নিলেন পাকিস্তানের ‘বিরাট’, হৃদয় ভাঙলো কোটি-কোটি ফ্যান্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *