T20 World Cup: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) ট্রফি হাতছাড়া হয়েছিলো টিম ইন্ডিয়ার। অবশেষে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে ‘বদলা’ নেওয়ার সুযোগ পেলো তারা। আজ গ্রস আইলেটের ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজে আগাগোড়া দাপট বজায় রেখে মিচেল মার্শের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়লো ভারত। টসের মুদ্রা পড়েছিলো অস্ট্রেলিয়ার পক্ষে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। শুরুতে বিরাট কোহলির (Virat Kohli) উইকেট হারিয়ে চাপে পড়েছিলো ২০০৭-এর চ্যাম্পিয়নরা। কিন্তু এরপরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। নিজের দীর্ঘ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) কেরিয়ারের সেরা ইনিংসটা সম্ভবত আজ খেললেন তিনি। ৪১ বলে ৯২ করে অজি বোলিং-কে কাঁপিয়ে দেন হিটম্যানই।
সূর্যকুমার, হার্দিকদের সৌজন্যে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটের ব্যবধানে ২০৫ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় ভারত (Team India)। বিশেষজ্ঞরা ইনিংসের বিরতিতে ‘ফেভারিট’ ধরছিলেন ভারতকেই। যদিও গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে বসা অস্ট্রেলিয়া যে অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবে সে বিষয়েও নিশ্চিত ছিলেন তাঁরা। বাস্তবেও দেখা গেলো তেমনটাই। শুরুতেই ডেভিড ওয়ার্নারের (David Warner) উইকেট হারিয়েও মুহূর্তের জন্য রক্ষণাত্মক হলো না ক্যাঙারুবাহিনী। মিচেল মার্শ, ট্র্যাভিস হেড’রা (Travis Head) সর্বস্ব দিয়ে চেষ্টা করলেন লক্ষ্যে পৌঁছতে। কিন্তু মাঝের ওভারগুলোয় ভারতের নিয়ন্ত্রিত বোলিং বেঁধে ফেললো তাদের। সুপার এইট পর্বে জয়ের হ্যাট্রিক করে যখন ভারত সদর্পে পা রাখলো সেমিফাইনালে, তখন ২৪ রানের ব্যবধানে পরাজিত অস্ট্রেলিয়া এখন দাঁড়িয়ে বিদায়ের মুখে।
Read More: ডিপ ফাইন লেগে উড়ন্ত ক্যাচ ধরলেন অক্ষর প্যাটেল, ৩৭ রান বানিয়ে সাজঘরে ফিরলেন অজি অধিনায়ক !!
সেন্ট লুসিয়ায় ঝড় তুললেন রোহিত শর্মা-
কোহলিকে দিয়ে ওপেনিং করানোর পরীক্ষানিরীক্ষা ভারত আর কতদিন চালিয়ে যাবে সেই প্রশ্ন উঠলো আজও। ইনিংসের শুরুতেই জশ হ্যাজেলউডের বলে পুল মারতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট (Virat Kohli)। আজও ফিরলেন শূন্য রান করে। এর আগে ৫টি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মাত্র ২বার ১০-এর গণ্ডী পেরোতে ব্যর্থ হয়েছিলেন তিনি। কেবলমাত্র এই টুর্নামেন্টে সেই সংখ্যাটি পৌঁছে গেলো চারে। বিরাটের ব্যর্থতা অবশ্য আজ ভারতের ব্যাটিং বিক্রমের পথে বাধা হয়ে দাঁড়ায় নি। নেপথ্যে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অর্ধশতকের পর খানিক ম্রিয়মান ছিলো তাঁর ব্যাট। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। মিচেল স্টার্কের এক ওভারে তুলে নেন ২৯। হিটম্যান অবতারে আবির্ভূত রোহিত রুখতে গিয়ে নাজেহাল হতে হলো অজিদের।
দর্শনীয় সব শটে মাঠের বাইরে আজ বল আছড়ে গ্যালারিতে ফেললেন ভারত অধিনায়ক। ইনসাইড আউট একটি শটে যেভাবে কভারের উপর দিয়ে উড়িয়ে দিলেন প্রতিপক্ষ বোলারকে তার তারিফ করতে গিয়ে ভাষা হারিয়েছিলেন ধারাভাষ্যকাররা। সেন্ট লুসিয়ার বাইশ গজে রোহিত শেষমেশ থামেন নিজের ষষ্ঠ T20 শতরান থেকে কেবল ৮ রান দূরে। মিচেল স্টার্কের (Mitchell Starc) বল বোল্ড হলেও ততক্ষণে টিম ইন্ডিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সক্ষম হয়েছেন তিনি। ৭টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি। আজ ঝড় তোলেন সূর্যকুমার যাদব’ও। ১৬ বলে ৩১ রান করে্ন। ফিনিশার হিসেবে নেমে অনবদ্য হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। ১৭ বলে ২৭ করে অপরাজিত থাকেন তারকা অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজার সংগ্রহ ৫ বলে ৯*। নড়বড়ে লেগেছে ঋষভ পন্থ ও শিবম দুবেকে। ভারত থামে ২০৫ রানে।
হেড ফিরতেই দিশাহারা অস্ট্রেলিয়া, জয় ভারতের-
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়েছিলো অস্ট্রেলিয়া। উইকেট হারান ডেভিড ওয়ার্নার। ৬ রানের মাথায় তাদের প্রথম ধাক্কা দিয়েছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় ক্যাঙারুবাহিনী। প্রত্যাঘাতের শুরুটা করেন অধিনায়ক মিচেল মার্শ। পরে যোগ দেন ট্র্যাভিস হেড’ও (Travis Head)। দুজনের ৮১ রানের জুটি অস্ট্রেলিয়াকে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে দেয় আজ। অক্ষরের দুরন্ত ক্যাচে মার্শ ফিরতে ফের একবার চালকের আসন দখল করে টিম ইন্ডিয়া। ২৮ বলে ৩৭ করেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপের ফাইনালের মত আজও ‘মেন ইন ব্লু’র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন সেই ট্র্যাভিস হেড’ই। মিচেল মার্শ ফেরার পর গ্লেন ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে ভারতের উপর চাপ বাড়ান তিনি।
টি-২০ বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে একাদশে জায়গা পান নি কুলদীপ যাদব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। আজও ম্যাক্সওয়েলকে ২০ রানের মাথায় বোল্ড করেন। এরপর প্রতিপক্ষকে চেপে ধরে ভারতীয় বোলিং। কমে আসে অস্ট্রেলিয়ার রানের গতি। ২ রান করে ফেরেন মার্কাস স্টয়নিস। চাপের মুখে পড়ে উইকেট খোয়ান হেড’ও। ৪৩ বলে ৭৬ করেন তিনি। টিম ডেভিড, প্যাট কামিন্সরা চেষ্টা চালিয়ে গেলেও তাঁদের পক্ষে সম্ভব হয় নি দলকে লক্ষ্যমাত্রা পার করানো। শেষ ওভারে বাকি ছিলো ২৯। অস্ট্রেলিয়া সক্ষম হয় ৪ রান তুলতে। ভারতের হয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। চলতি টুর্নামেন্টে ১৫ উইকেট হলো তাঁর। ২টি সাফল্য কুলদীপের। ১টি করে উইকেট পেয়েছেন বুমরাহ, অক্ষররা।