T20 World Cup: কে হবেন কুড়ি-বিশের বিশ্বকাপের সেরা খেলোয়াড়? দৌড়ে রয়েছে চার বড় নাম, দেখুন তালিকা !! 1

শাদাব খান-

Shadab Khan | image: Gettyimages
Pakistan vice-captain Shadab Khan is a frontrunner for the coveted Player of the Tournament award

২০২২ টি-২০ বিশ্বকাপে ‘কামব্যাকে’র এক মহাকাব্য রচনা করেছে পাকিস্তান দল। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারতে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন সব ক্রিকেটবোদ্ধা। সবাইকে ভুল প্রমাণ করে শেষ চারে প্রবেশ করেছে পাক দল। পাকিস্তান’কে হারের অন্ধকার রাস্তা থেকে জয়ের সরণী’তে ফেরাতে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছেন শাদাব খান(Shadab Khan)। পাকিস্তানো এই অলরাউন্ডার ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দল’কে ভরসা দিয়েছেন। বিশ্বকাপে টিকে থাকতে গেলে বাবর আজমদের জিততেই হৎ দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া পাকিস্তান’কে ম্যাচে ফেরাতে বিশেষ ভূমিকা নেয় শাদাবের ২২ বলে ৫২ রানের ধুন্ধুমার ইনিংস’টি। এরপর বল হাতেও ২ টি উইকেট নেন তিনি। বাংলাদেশ ম্যাচ’টি পাকিস্তানের কাছে ছিলো কার্যত নক-আউট। সেখানে শাদাবের নেওয়া ২ উইকেট পাক দলের সামনে খুলে দেয় সেমিফাইনালের দরজা। এখনও অব্দি ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে রয়েছেন শাদাব’ও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *