T20 World Cup: কে হবেন কুড়ি-বিশের বিশ্বকাপের সেরা খেলোয়াড়? দৌড়ে রয়েছে চার বড় নাম, দেখুন তালিকা !! 1

T20 World Cup: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ ২০২২ এখন পৌঁছে গিয়েছে একদম অন্তিম পর্বে। গ্রুপ পর্বের খেলা শেষ। বাকি শুধু সেমিফাইনাল আর ফাইনাল। সুপার টুয়েলভ পর্বের খেলায় ছিটকে গিয়েছে আট টিম। খেতাবের লড়াইতে টিকে রয়েছে কেবল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত আর পাকিস্তান। অঘটন, বৃষ্টির বাধা, হাড্ডাহাড্ডি লড়াই, বিতর্ক সব মিলিয়ে ২০২২ বিশ্বকাপ হয়েছে জমজমাট। এবার অন্তিম পর্যায়ের লড়াইয়ের পর কোন দল শেষ হাসি হসে, সেদিকে নজর সকলের। ভারত কি পারবে দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-২০ বিশ্বকাপের ট্রফি দ্বিতীয়বারের জন্য দেশে ফিরিয়ে আনতে? আগ্রহ রয়েছে তা নিয়েও। জমজমাট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আসর জমিয়ে দিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। তাঁদের মধ্যে থেকেই বেহে নেওয়া হবে টুর্নামেন্ট সেরা’কে, মনে করছে ক্রিকেটমহল। কাদের নাম রয়েছে সেই তালিকায়? আসুন দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি-

Virat Kohli | image: Gettyimages
Man in form Virat Kohli can win the Player of the Tournament award at ICC T20 World Cup

টি-২০ বিশ্বকাপ এলেই বিরাট কোহলি(Virat Kohli) পালটে যান। এমনিতে তিনি বিশ্বের সেরা ব্যাটারদের একজন তো বটেই, তবে টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রে তাঁর শত মাইলের মধ্যেও আপাতত কেউ নেই। চলতি টি-২০ বিশ্বকাপ’ও তার ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া ভারত’কে বৈতরণী পার করায় বিরাটের ৮২* রানের মহাকাব্যিক ইনিংস’টি। দ্বিতীয় ম্যাচে আসে ৬২*। তৃতীয় ম্যাচে ঈষৎ ফিকে হলেও চতুর্থ ম্যাচে আমার স্বমহিমায় উজ্জ্বল তিনি। বাংলাদেশের বিরুদ্ধে করেছেন ৬৪*। চতুর্থ ম্যাচে বড় রান না এলেও ম্যাচ জিততে বড় ভূমিকা নিয়েছেন তিনি। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের খেতাব ছিনিয়ে নিয়েছেন কোহলি। ২৪ ম্যাচে তাঁর রান সংখ্যা ১০৯১। ব্যাটিং গড় প্রায় ৮৪।  বিশ্বকাপের ব্র্যাডম্যান বলা চলে তাঁকে।প্রায় ৩ বছরের রান খরা কাটিয়ে ফর্মে ফিরে বিরাট নিজেও খুশি। ২০২২ টি-২০ বিশ্বকাপে এখনও অব্দি ৫ ইনিংসে বিরাট করেছেন ২৪৬ রান। তাঁর ব্যাটে ভর দিয়ে ভারতীয় দল পৌঁছেছে বিশ্বকাপের সেমিফাইনালে।  আইসিসি ঘোষিত অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট। এর আগে ২০১৪ এবং ২০১৬ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ব্যাট  হাতে তাঁর দুরন্ত পারফর্ম্যান্সের জন্য ২০২২-এ তৃতীয়বারের জন্য ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হতেই পারেন ‘কিং কোহলি।’

Also Read: IND vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের এই ৩ খেলোয়াড়কে সুযোগ দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *