T20 World Cup 2022: চলতি মাসের ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল ম্যাচটি খেলা হয়। এই ম্যাচে ৩০ বছরের পুরনো ইতিহাসের পুনরাবৃত্তির আশা নিয়ে মাঠে নেমেছিল বাবর আজম অ্যান্ড কোম্পানি। কিন্তু ইংলিশ দল পাকিস্তানের আশা ভঙ্গ করে দেয়। টি-২০ বিশ্বকাপে তারা পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জিতেছে। এই ম্যাচের আগে থেকেই জল্পনা তৈরি হয়েছিল যে পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপের ইতিহাসের পাতা নতুন করে লিখবে। তবে সব হিসেব উল্টে গিয়ে এখন বিস্তর সমালোচনা হচ্ছে পাকিস্তানের। তারা কীভাবে ফাইনালে পৌঁছোল তা নিয়েও চলছে বিস্তর গবেষণা।
পাক দলের সমালোচনায় আমির
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মোহাম্মদ আমিরও ফাইনালে পাকিস্তানের পরাজয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মোহাম্মদ আমির মনে করেন, টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ফাইনালের যোগ্য ছিল না। পাকিস্তান দল ভাগ্যবান এবং সেই কারণেই দলটি ফাইনালে উঠেছে। সেমিফাইনালের পর থেকেই পাকিস্তানের ওপেনিং জুটির কাছ থেকে অনেক কিছু আশা করা হচ্ছিল। কিন্তু ইংলিশ বোলারদের সামনে বাবর-রিজওয়ানের একজনও হাত খুলে খেলতে পারেননি। সেটা দেখার পর পাকিস্তানের ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন মোহাম্মদ আমির। উল্লেখ্য, এবারের বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে ভারত ও জিম্বাবোয়ের কাছে হেরে যায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারার কারণে বাংলাদেশকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় বাবর আজমের দল।
ফাইনাল খেলার যোগ্য ছিল না পাকিস্তান
ফাইনালের পর মোহাম্মদ আমির বলেন, ‘আমরা ফাইনাল খেলেছি, এটা অনেক বড় ব্যাপার। আমাদের দল ফাইনাল খেলার যোগ্য ছিল না। আমরা কীভাবে ফাইনালে পৌঁছেছি তা সারা বিশ্ব জানে। আল্লাহ আমাদের ফাইনালে নিয়ে গেছেন। আমাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স দেখলে একটা ধারণা পাওয়া যাবে। আমরা যখন সিডনির মাঠ ছেড়ে বেরিয়েছিলাম, আমরা জানতাম আমরা ফাইনাল খেলতে যাচ্ছি। আমি আগেই বলেছিলাম যে মেলবোর্নের পিচ প্রথম ম্যাচের মতো হবে না। তাই পাকিস্তানকে লড়াই করতে হবে। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।”