t20-wc-indw-vs-slw-match-report

INDW vs SLW: টি-২০ বিশ্বকাপের শুরুটা আশানুরূপ হয় নি টিম ইন্ডিয়ার মেয়েদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর বিশেষজ্ঞদের অনেকেই একপ্রকার বাদের খাতায় ফেলে দিয়েছিলেন স্মৃতি মন্ধানা, শেফালী ভার্মা, দীপ্তি শর্মাদের। কিন্তু কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর প্রয়াস জারি রেখেছে ‘উইমেন ইন ব্লু।’ গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে অক্সিজেন জোগাড় করেছিলেন তাঁরা। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে (INDW vs SLW) ‘ডু অর ডাই’ ম্যাচেও জ্বলে উঠলো টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে ছিনিয়ে নিলো জয়। বদলা নিলো জুলাইয়ের এশিয়া কাপ ফাইনাল হারেরও। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা প্রতিপক্ষের দিকে ছুঁড়ে দেন হরমনপ্রীত’রা। ৯০ রানের মধ্যে লঙ্কানদের অল-আউট করে দাপুটে জয় এলো ৮২ রানের ব্যবধানে।

Read More: বাংলাদেশকে ৮৬ রানে পরাস্ত করলো টিম ইন্ডিয়া, সিরিজে ২-০ ব্যাবধানে গেল এগিয়ে !!

বিধ্বংসী ব্যাটিং উইমেন ইন ব্লু’র-

Harmanpreet Kaur | INDW vs SLW | Image: Getty Images
Harmanpreet Kaur | INDW vs SLW | Image: Getty Images

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পায় নি ভারতের ওপেনিং জুটি। হতাশ করেছিলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও শেফালী ভার্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে (INDW vs SLW) পূর্বের ভুলত্রুটি শুধরে নিলেন তাঁরা। চামারি আতাপাত্তু, সুগন্ধিকা কুমারীদের যাবতীয় আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়ান দু’জনেই। দ্রুতগতিতে রান তুলতে দেখা গেলো তাঁদের। দলীয় ৯৮ রানের মাথায় অবশ্য জোড়া ধাক্কা খেতে হয় ‘উইমেন ইন ব্লু’কে। ৫০ করে প্রথম আউট হন স্মৃতি মন্ধানা। এরপর লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ফেরান শেফালী বর্মাকে (Shafali Verma)। তিনি করেন ৪০ বলে ৪৩ রান। পরপ দুই উইকেটের পতনের পরে আগ্রাসী নীতি থেকে সরে দাঁড়ায় নি টিম ইন্ডিয়া (Team India)। নিউজিল্যান্ড ম্যাচের পর আজ ফের একবার তিন নম্বরে নেমেছিলেন হরমনপ্রীত। দুবাইয়ের মাঠে ঝড় তুললেন ভারতের অধিনায়ক।

পূর্বে তিনে ব্যাট করতে নেমে একবারও পঞ্চাশের গণ্ডী পেরোন নি হরমন (Harmanpreet Kaur)। আজ সেই অধরা লক্ষ্য পূরণ করলেন তিনি। মাত্র ২৭ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত থাকেন ৫২ রান করে। ১৯২.৫৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন টিম ইন্ডিয়ার ‘ক্যাপ্টেন।’ জেমিমা রড্রিগ্রস ১০ বলে ১৬ করেন। পাঁচে নেমে উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) অপরাজিত থাকেন ৬ বলে রান করে। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭২ রান স্কোরবোর্ডে তুলে ফেলেন ভারতের মেয়েরা। সাত জন বোলারকে ব্যবহার করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। আনা কাঞ্চনা ও চামারি নিজে ১টি করে উইকেট পান। বাকিদের ঝুলি থেকেছে শূন্য’ই। বড় রান তুলে প্রতিপক্ষের সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিলো ভারত।

আশা-অরুন্ধতী জুটি জেতালো ভারতকে-

INDW vs SLW | Image: Getty Images
INDW vs SLW | Image: Getty Images

চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) একেবারেই ছন্দে নেই শ্রীলঙ্কা দল। এর আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বড় ব্যবধানে হেরেছে তারা। বিদায় এক প্রকার নিশ্চিতই চামারি আতাপাত্তু’দের। তবুও অনেকে আশা করেছিলেন যে এশিয়া কাপজয়ীরা মরণকামড় দেবে ভারতের বিপক্ষে (INDW vs SLW)। কিন্তু বাস্তবে দেখা গেলো না তেমনটাই। অসহায় আত্মসমর্পণই করলো শ্রীলঙ্কা। তাদের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরে ইনিংসের দ্বিতীয় বলেই। খাতা খোলার আগেই রেণুকা সিং ঠাকুরের শিকার হন ভিস্মি গুণারত্নে (Vishmi Gunaratne)। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে লঙ্কান ব্যাটিং-এর প্রধান স্তম্ভ আতাপাত্তু’কে ফেরান শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil)। ১ করেন তিনি। জোড়া ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারে নি তারা। পরপর উইকেট খুইয়ে চলে যায় ব্যাকফুটে।

মিডল অর্ডারে কবিষা দিলহারি (Kavisha Dilhari) ও অনুষ্কা সঞ্জীবনী চেষ্টা করেছিলেন প্রতিরোধের। কিন্তু অরুন্ধতী রেড্ডি ও আশা শোভনার (Aasha Sobhana) বলে উইকেট হারান তাঁরা। করেন যথাক্রমে ২১ ও ২০। আজ বল হাতে ভারতের জয়ের মূল কাণ্ডারী আশা শোভনা ও অরুন্ধতী রেড্ডি। দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন। রেণুকা সিং ঠাকুর নিয়েছেন ২টি উইকেট। শ্রেয়াঙ্কা পাতিল ও দীপ্তি শর্মা’র ঝুলিতে ১টি উইকেট। মাত্র ৯০ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেন ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের ব্যবধানে হারায় টিম ইন্ডিয়ার নেট রান রেট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। আজকের ৮২ রানের ব্যবধানে জয় খানিক স্বস্তি যোগাচ্ছে হরমনদের। শ্রীলঙ্কাকে হারিয়ে (INDW vs SLW) পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারালে খুলতে পারে সেমিফাইনালের দরজা।

Also Read:IND vs BAN 2nd T20i: “টি-২০তেও হোয়াইটওয়াশ হবে…” দাপুটে জয় ভারতের, শান্ত-লিটনদের কটাক্ষে ভরালো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *