t20-wc-fans-enjoy-rohits-fiery-inning

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচের সহজ জয় টিম ইন্ডিয়াকে (Team India) ইতিমধ্যেই এগিয়ে দিয়েছে সেমিফাইনালের দিকে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া রয়েছে বেশ চাপে। তারা বাংলাদেশকে হারালেও হেরে বসেছে আফগানিস্তানের বিপক্ষে। কিংসটাউনের পরাজয় আজ সেন্ট লুসিয়ার ম্যাচকে ‘মাস্ট-উইন’ করে তুলেছে মিচেল মার্শদের সামনে। হারলেই রয়েছে ছিটকে যাওয়ার আশঙ্কা। ভারতের অপরাজিত তকমা নাকি অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের স্বপ্ন-কোনটি আজ শেষমেশ অটুট থাকে সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

টসে জিতে প্রথমে টিম ইন্ডিয়াকেই আজ ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। গোটা টুর্নামেন্ট জুড়েই ওপেনিং জুটি ভুগিয়েছে ভারতকে। ব্যতিক্রম দেখা গেলো না আজও। শূন্য করে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। প্রথম উইকেট হারালেও দমে যায় নি ‘মেন ইন ব্লু।’ ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক রোহিত (Rohit Sharma)। আয়ারল্যান্ড ম্যাচের অর্ধশতকের পর বেশ কিছু ম্যাচে চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। সেই আক্ষেপ আজ সুদে-আসলে গ্রস আইলেটের মাঠে পুষিয়ে দিলেন রোহিত। মিচেল স্টার্কের এক ওভারে ২৯ রান তুলে শুরুটা করেছিলেন। এরপর তাঁকে থামাতে রীতিমত হিমশিম খেতে হলো অস্ট্রেলিয়াকে।

স্টার্ক, কামিন্স (Pat Cummins), জাম্পা হোক বা মার্কাস স্টয়নিস-রোহিতের বিরুদ্ধে সব অস্ত্র প্রয়োগ করেও তাঁকে দমাতে পারেন নি অজি অধিনায়ক মার্শ। হুক, পুল, ইনসাইড আউট শটের সম্ভার আজ মেলে ধরলেন তিনি। যখন দর্শকেরা ধরেই নিয়েছেন যে ষষ্ঠ টি-২০ শতক সময়ের অপেক্ষা, তখনই মুহূর্তের ভুলে অধরা থেকে গেলো মাইলস্টোন। স্টার্কের বল ড্রাইভ করতে গিয়েছিলেন, তা ব্যাটের পিছনের দিকে লেগে আছড়ে পড়ে স্টাম্পে। ৯২ করে রোহিত (Rohit Sharma) সাজঘরে ফিরলেও তাঁর ইনিংসকে কুর্নিশ জানাচ্ছেন ক্রিকেটজনতা। ‘এমন ইনিংস বারবার দেখা যায়’ লিখেছেন একজন। ‘রোহিতের ইনিংসের পুরোটাই তো আজ চার-ছক্কায় ভরা’ মন্তব্য আরও একজনের। প্রথম ব্যাটার হিসেবে T20তে ২০০ ছক্কা মারলেন রোহিত। সেই জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। ‘অধিনায়ক তো এমনই হওয়া উচিৎ’ লিখেছেন এক ভক্ত। হিটম্যান হারিকেনেই এখন মজে সকলে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: “লজ্জা থাকলে সরে দাঁড়াক…” কোহলির ব্যর্থতা অব্যাহত, ক্ষোভের আগুন জ্বলছে সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *