suryakumar-yadav-to-play-in-asia-cup
Team India | Image: Getty Images

বহু টালবাহানার পর সবুজ সংকেত মিলেছে এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজনের ক্ষেত্রে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা। চলবে ২৮ সেপ্টেম্বর অবধি। এসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী এবার এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিলো ভারতে। কিন্তু ভেন্যু নিয়ে ভারত-পাক দড়ি-টানাটানি এড়াতে টুর্নামেন্ট সরিয়ে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আবু ধাবি ও দুবাইয়ের মাঠে হবে খেলাগুলি। আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজিত হতে চলেছে কুড়ি-বিশের ফর্ম্যাটে। বদল এসেছে অংশগ্রহণকারী দলের সংখ্যাতেও। ২০২৩-এ মাঠে দেখা গিয়েছিলো ছয়টি দলকে। ২০২৫-এ খেলবে আটটি দেশ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি শিকে ছিঁড়েছে হং কং, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানের ভাগ্যে।

Read More: পাক ক্রিকেটারের সাথে গোপনে সেরেছেন বিয়ে ? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী তামান্না ভাটিয়া !!

মাঠে ফিরছেন সূর্যকুমার-

Suryakumar Yadav Will Play Asia Cup 2025 | Image: Getty Images
Suryakumar Yadav Will Play Asia Cup 2025 | Image: Getty Images

পহলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর জটিলতা তৈরি হয়েছিলো এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে। ক্রিকেট মাঠে ভারত আদৌ পাকিস্তানের বিরুদ্ধে নামবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। কিন্তু টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটে নি বিসিসিআই। খেলার সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। ১০, ১৪ ও ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান ও ওমানের মুখোমুখি হবে তারা। সূচি ঘোষিত হওয়ার পর থেকেই টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তলপেটের ডান দিকে ক্রনিক হার্নিয়ার অস্ত্রোপচারের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন টি-২০ অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)। তিনি এশিয়া কাপ শুরুর আগে সম্পূর্ণ ফিট হবেন কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে মিলেছে  স্বস্তি। খেলবেন সূর্য, খবর সংবাদমাধ্যম সূত্রে।

জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখে অস্ত্রোপচার হয়েছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। গত দুই বছরে এই নিয়ে দ্বিতীয়বার স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয় তাঁর। মাসদুয়েক লাগবে মাঠে ফিরতে, জানিয়েছিলেন চিকিৎসকেরা। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন ভারতীয় টি-২০ অধিনায়ক। চলছে রিহ্যাব। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক রিপোর্টে দাবী করা হয়েছে যে দ্রুত সুস্থ হয়ে উঠছেন সূর্য। সম্প্রতি ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন তিনি। এরপর ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হবে। অগস্টের শেষে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-২০ খেলার কথা ছিলো ভারতের। সেদিকে তাকিয়েই রিহ্যাব চালাচ্ছিলেন সূর্য (Suryakumar Yadav)। সেই সিরিজ ভেস্তে যাওয়ায় বাড়তি কিছুদিন সময় পাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপে (Asia Cup 2025) নির্দ্বিধায় খেলতে পারবেন ‘মিস্টার ৩৬০’।

বুমরাহকে নিয়ে থাকছে ধোঁয়াশা-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

সূর্যকুমার’কে নিয়ে সুখবর মিললেও বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে জটিলতা অব্যাহত। ইংল্যান্ড সফরে পরিকল্পনামত তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে বোলিং লাইন-আপে দেখা গেছে দেশের সেরা বোলিং অস্ত্রকে। খেলেন নি এজবাস্টন ও ওভালে। পঞ্চম টেস্টের মাঝপথে স্কোয়াড থেকে রিলিজও করে দেওয়া হয় তাঁকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে, প্রাথমিক ধারণা ছিলো বিশেষজ্ঞদের। কিন্তু টাইমস অফ ইন্ডিয়াকে এক বোর্ড কর্তা জানিয়েছেন যে হাঁটুতে চোট রয়েছে তাঁর, তাই ওভালে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয় নি। যদিও বুমরাহ’র আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন ঐ কর্তা, তবুও এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে মেলে নি কোনো নিশ্চয়তা। তিনি যদি না খেলেন সেক্ষেত্রে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়ারাই সামলাবেন পেস আক্রমণের ভার।

Also Read: IND vs ENG 5th Test: তিনটি মুহূর্ত যা ওভাল টেস্টে ভাগ্য বদলে দিলো টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *