suryakumar yadav might take mi captaincy in ipl 2025

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025), আর আসন্ন আইপিএলের আগে পাওয়া গেল বড় আপডেট। এবার আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স কে নিয়ে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবার তাদের নতুন অধিনায়ককে বেছে নিতে চলেছে।

মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট ২০২৫ সালের আইপিএল নিলামের সময় হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) আসন্ন আইপিএলের অধিনায়ক হিসাবে চিহ্নিত করলেও বেশ কিছু সূত্র দাবি জানাচ্ছে এবারের আইপিএলে (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অধিনায়কত্বের ভার হার্দিক পান্ডিয়ার থেকে ছিনিয়ে নিয়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে তুলে দিতে চলেছে।

Read More: হনুমান চালিশা শুনছেন হার্দিক, শামি’র পছন্দ অরিজিৎ সিং, দুবাইতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া !!

সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসাবে বেছে নেবে MI

Suryakumar yadav, ipl 2025
Suryakumar Yadav | Image: Getty Images

আসলে বর্তমান সময়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। আর মুম্বাই টিম ম্যানেজমেন্ট তাদের স্কোয়াডে ভারতীয় অধিনায়ককে দলের অধিনায়ক করার একটি প্রবনতা দেখিয়েছে আগেও। যেমন গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল। গত মৌসুমে হার্দিকের অধিনায়কত্বে সবথেকে খারাপ সময় কেটেছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে তিনি যখন গুজরাট টাইটান্স দলের অংশ ছিলেন তখন গুজরাট পরস্পর দুবার ফাইনাল খেলেছিল এবং প্রথম প্রচেষ্টায় শিরোপা অর্জনও করেছিল।

তবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে এসে প্রচুর খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। গত মৌসুমে মুম্বাই দল মাত্র ৪ টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। হার্দিক পান্ডিয়ার এরূপ প্রদর্শনের পর মুম্বাই টিম ম্যানেজমেন্ট এবার আইপিএলে নতুন অধিনায়ক বেছে নিতে চলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে অধিনায়ক করতে চলেছে। ২০২৩ আইপিএলে রোহিত শর্মার অনুপস্থিতিতে সূর্যকুমার একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন এবং সেই ম্যাচে জয়লাভ করেছিল MI পল্টন।

অধিনায়ক হিসাবে সফল সূর্য

Suryakumar yadav, ipl 2024
Suryakumar Yadav | Image: Getty Images

চলতি সময়ে ভারতীয় দলের অধিনায়ক হিসাবেও বেশ সফল সূর্য। তার নেতৃত্বে ভারত দল ২২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ভারত যার মধ্যে ১৮টি ম্যাচেই জয়লাভ করেছে এবং ক্যাপ্টেন হিসাবে ২৬.৫৭ গড়ে ১৬৩.১৫ স্ট্রাইক রেটে ৫৫৮ রান বানিয়েছেন। বিগত কয়েক মাস ফর্মের সমস্যায় ভুগছেন স্কাই তবে আইপিলের মতন বড় প্লাটফর্মে ফর্মে ফিরতে চাইবেন তিনি।

Read Also: IPL 2025: দুই জন অধিনায়ককে নিয়ে আইপিএলে নামতে চলছে KKR, রাহানের সঙ্গে এই তারকা দেবেন টক্কর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *