IPL 2025: জমে উঠেছে গুজরাত টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স (GT vs MI)। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতেন মুম্বই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গত বছর লখনৌ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে স্লো ওভার রেট করেছিলেন যে কারণে প্রথম ম্যাচে ব্যান থাকতে হয়েছিল হার্দিককে। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুটা বেশ ভালো করেছিল গুজরাত। পাওয়ার প্লের ভিতরে ৬৬ রান বানিয়ে ফেলেছিল গুজরাত। গুজরাতের হয়ে প্রথম তিন ব্যাটসম্যান বেশ দারুন প্রদর্শন দেখিয়েছিলেন। সাই সুদর্শন গত ম্যাচের ধারা বজায় রাখলেন। ব্যাট হাতে তিনি ৪১ বলে ৪টি চার এবং ২টি ছক্কায় সর্বাধিক ৬৩ রানের ইনিংস খেলেন। তাছাড়া ২৪ বলে ৩৯ রান বানান জস বাটলার এবং ২৭ বলে ৩৮ রান এসেছিল ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাট থেকে। ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান বানাতে সক্ষম হয়েছিল গুজরাত। মুম্বইয়ের হয়র সর্বাধিক ২ উইকেট পান হার্দিক পান্ডিয়া।
গুরুতর চোট পেয়েছিলেন সূর্যকুমার

মুম্বইয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। শুরুতেই রোহিত এবং রিকেলটনের উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই। এরপর অবশ্য ব্যাট হাতে তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মুম্বইয়ের ব্যাটিং ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে থাকেন। দুজনের মধ্যে ৪২ বলে ৬২ রানের একটি পার্টনারশিপ দেখতে পাওয়া গিয়েছিল। কঠিন সময়ে বড় শর্ট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন তিলক ভার্মা (Tilak Varma)। ক্রিজে টিকে থাকা সূর্যকুমার যাদবের উপর এসে পড়ে গুরুদায়িত্ব। স্পেলের দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ সূর্যকুমারকে বাউন্সারে পরাস্ত করেন। স্কাই উইকেটের পিছনে বলটি মারার প্রচেষ্টা করেন তবে তিনি ব্যার্থ হন এবং বলটি সরাসরি তার হেলমেটে গিয়ে আছড়ে পড়ে। নিমেষের মধ্যেই ভারসাম্য হারিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। তার শুশ্রূষা করতে তৎক্ষণাৎ ফিজিও ছুটে আসেন এবং স্কাইকে আবার ব্যাটিং করতে দেখা গিয়েছিল।
দেখেনিন ভিডিও
— Pappu Plumber (@tappumessi) March 29, 2025