যোগ্যতা নেই রঞ্জি দলে সুযোগ পাওয়ার, মুম্বই ইন্ডিয়ান্স কোটার প্লেয়ার হওয়ায় এই প্লেয়ার পাচ্ছেন বিশ্বকাপ দলে সুযোগ !! 1

বেশ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আর এই বিশ্বকাপে ভারতীয় দলের পারফর্মেন্স একেবারে অসাধারণ। ভারতীয় দল প্রথম দল হিসেবে পৌঁছে গিয়েছে বিশ্বকাপে সেমিফাইনালে , প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলতে চলেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্যায়ে ভালো পারফরমেন্স বজায় রাখলেও ভারতীয় দলের কমছে না চিন্তা, ভারতীয় দল আগামী রবিবার নেদারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে চলেছে, আর তারপর ১৫ তারিখ নিউজিল্যান্ড বা পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে দল। ভারতীয় দলের জন্য চিন্তা বাড়াচ্ছেন এক প্লেয়ার। রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স দলের প্লেয়ার হওয়ার কারণেই জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন এই প্লেয়ার। মূলত ভারতীয় দলে ক্যাপ্টেন রোহিত ছাড়া, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ঈশান কিষান (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ।

Read More: World Cup 2023: বিশ্বকাপ চলাকলীন খারাপ খবর, অবসর নিচ্ছেন এই অধিনায়ক !!

মুম্বই ইন্ডিয়ান্স কোটায় খেলছেন এই প্লেয়ার

Mumbai indians, world cup 2023
Mumbai Indians | Image: Getty Images

এদের মধ্যে দারুন ফর্মে রয়েছেন বুমরাহ এবং প্রথন দুই ম্যাচ খেলে বাইরে বসে রয়েছেন ঈশান। তবে ভারতীয় দলের ৩৬০ প্লেয়ার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কে নিয়ে উঠছে নানা প্রশ্ন। মূলত ওডিআই ফরম্যাটে তার উপর বেশ প্রশ্ন চিহ্ন তৈরি করেছে তার ৩৬০ ডিগ্রি শট। বিশ্বকাপের আগে যখন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) চোটের কারণে দলের বাইরে ছিলেন, তখন দলের দায়িত্ব দেওয়া হয়েছিল সূর্য কুমার যাদবের উপর। তবে সুযোগ পেয়েও তিনি সুযোগের ঠিক ব্যবহার করতে ব্যর্থ হন। শেষ দুই বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান হলেন তিনি, তবে ওয়ানডে ফরমেটে তার পারফরমেন্সের বেশ গাফিলতি লক্ষ করা গিয়েছে। তার শট সিলেকশন নিয়েও উঠেছে প্রশ্ন, এমনকি এই বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট পাওয়ার কারণেই তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে।

ফর্মের সাথে লড়াই করছেন সূর্যকুমার যাদব

Suryakumar yadav , world cup 2023
Suryakumar Yadav | Image: Getty Images

এই বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছে সূর্যকুমার, ৪ ম্যাচে ২১.২৫ গড় ও ১১৪.৮৬ স্ট্রাইক রেটে ৮৫ রান বানিয়েছেন সূর্যকুমার। তার এই পারফরমেন্সের উপর তার যোগ্যতা নিয়ে উঠছে নানা প্রশ্ন, যদিও ষষ্ঠ স্থানে ব্যাটিং করার জন্য তিনি ভারতীয় দলের নির্ভরশীল ব্যাটসম্যান। ডেথ ওভারে ব্যাটিং করতে এসে তাকে সব বলেই হিটিং করতে হচ্ছে যে কারণে সেট হওয়ার আগে তিনি তার উইকেট হারাচ্ছেন। আগামী ম্যাচগুলোতে ভারতীয় দলের কাছে সূর্যের ফর্ম ও পারফরমেন্স চ্যালেঞ্জিং হতে চলেছে।

Read More: World Cup 2023: “এই জয় সান্ত্বনা পুরষ্কার…” ঘুম ভাঙলো ইংল্যান্ডের, ডাচদের বিপক্ষে বাটলারদের জয়ে খুশি সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *