টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জয়ের পর ভারতীয় দলের (Team India) পরবর্তী টার্গেট ২০২৬ সালে ভারত এবং শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪-১ ব্যবধানে জিম্বাবুয়েকে পরাস্ত করার পর আপাতত ভারতীয় দল শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে আসবে। আর শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের পরিবর্তন হবে। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
এর আগেও ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভারতের জার্সিতে মোট সাতটি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। পাশাপশি, গৌতম গম্ভীরের পছন্দের পাত্র হলেন তিনি, একসাথে কলকাতা নাইট রাইডার্স এর হয়েছেও খেলেছেন তারা। এবার গুরু গম্ভীর ও ক্যাপ্টেন স্কাইয়ের জুটিতে বিশ্বজয় করতে চাইবে ভারতীয় দল।
Read More: শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, আর ফিরতে পারবেন না দলে !!
সূর্যকুমার যাদবের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব
সূত্রের খবর অনুযায়ী সূর্যকুমার যাদবকে ভারতীয় টি-টোয়েন্টি দলের (Team India) ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হচ্ছে। সবকিছু সঠিক থাকলে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছেন স্কাই। দু’এক দিনের মধ্যেই সরকারি ভাবে সূর্যকুমারের নাম টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে। শ্রীলঙ্কা সিরিজ থেকেই তার হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব।
সূর্যকুমার যাদবের পাশাপশি ক্যাপ্টেন হওয়ার অন্যতম যোগ্য দাবিদার ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে ভারতীয় নির্বাচকরা হার্দিক পান্ডিয়ার ফিটনেসের উপর নজর রেখে তাদের মতের পরিবর্তন করেছে। প্রসঙ্গত, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতের অনুপস্থিতিতে ভারতকে (Team India) বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। তাকে দলের সহ-অধিনায়ক হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, “আমাদের তালিকায় (ক্যাপ্টেন্সি) সূর্যকুমার, হার্দিক ও পন্থকে রাখা হয়েছিল। এগিয়ে ছিলেন হার্দিক ও সূর্য। তবে, হার্দিক কয়েক বছর ধরে চোটের সমস্যায় ভুগছেন, মাঝে মাঝে তার বিশ্রামেরও প্রয়োজন হবে। নির্বাচকরা চাইছেন এমন কাউকে তিনি যেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিজের দল গঠন করে নেন এবং প্রতিটি ম্যাচেই যেন উপলব্ধ থাকেন। তাই হার্দিকের আগে সূর্যকুমারকে বাছাই করা হচ্ছে।”