suryakumar-wants-to-play-test-cricket

টি-২০ ক্রিকেটে এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আন্তর্জাতিক অভিষেকের জন্য ২০২১ অবধি অপেক্ষা করতে হয়েছিলো তাঁকে। কিন্তু তার পরে আর পিছন ফিরে তাকাতে হয় নি মুম্বইয়ের ক্রিকেটারকে। ব্যাটিং জাদুতে গোটা বিশ্বকে আচ্ছন্ন করে রেখেছেন তিনি। উইকেটের চার পাশে এমন কোনো অঞ্চল নেই, যেখান দিয়ে বলকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলতে পারেন না সূর্য, সেই কারণেই অনুরাগীরা নাম দিয়েছেন মিস্টার ৩৬০। কুড়ি-বিশের খেলার ব্যকরণ যেন নতুন করে লিখেছেন তিনি। চার-ছক্কার রেকর্ড করেছেন নিজের নামে।

২০২২ থেকে ২০২৪-টানা দুই বছর আইসিসি র‍্যাঙ্কিং-এ পয়লা নম্বর টি-২০ ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মাসখানেক হলো তাঁকে টপকেছেন ট্র্যাভিস হেড। এতদিন আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশী ম্যাচের সেরার পুরষ্কার ছিলো বিরাট কোহলির (Virat Kohli)। সুপারস্টার সতীর্থের প্রায় অর্ধেক ম্যাচ খেলে সেই রেকর্ডেও ভাগ বসিয়েছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। কুড়ি-বিশের ফর্ম্যাটে জয়জয়কার হলেও বাকি দুই ফর্ম্যাটে প্রতিভার প্রতি সুবিচার এখনও করে উঠতে পারেন নি তিনি। এক সাক্ষাৎকারে সূর্য জানিয়েছেন যে কেবল টি-২০তে নয়, বাকি ফর্ম্যাটগুলোতেও নিজেকে আলাদা উচ্চতায় তুলে নিয়ে মুখিয়ে রয়েছেন তিনি। নিচ্ছেন কঠিন পরিশ্রমের সংকল্প।

Read More: ভাগ্য বিপর্যয়ের শিকার শ্রেয়স আইয়ার, ভালো খেলেও বারবার হয়েছেন বঞ্চিত !!

টেস্ট ক্রিকেট খেলতে চান সূর্যকুমার-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

 

গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। মাত্র ৯ রান করে আউট হন অফস্পিনার নাথান লিয়ঁ’র বলে। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেললেও আর ডাক পান নি সূর্য। পরিস্থিতিতে বদল আনতে চান মুম্বইয়ের ক্রিকেটার। স্পষ্ট জানিয়েছেন যে তিন ফর্ম্যাটেই দেশের হয়ে নিয়মিত হতে চান তিনি। টেস্ট ক্রিকেট যে তাঁর হৃদয়ের খুব কাছের, স্পষ্ট করেছেন তাও। সূর্য বলেন, “আমি ভারতের টেস্ট দলে নিজের জায়গা অর্জন করে নিতে চাই। সুযোগ পাওয়ার পর অনেকেই ভালো করেছেন। আপাতত তাঁদেরই জায়গা প্রাপ্য। আমি ঘরোয়া ক্রিকেট খেলবো, তারপর দেখা যাবে কি হয়। আমি লাল বলের ক্রিকেট ভালোবাসি। ভারতের হয়ে টেস্ট খেলতে চাই।”

লাল বলের ক্রিকেটে সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। ৪৩.৬২ গড়ে করেছেন ৫৬২৮ রান। শতরান ১৪টি। গত বছর দলীপ ট্রফির ফাইনালে শেষবার ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেছিলেন। সাউথ জোন ও ওয়েস্ট জোনের ম্যাচে বিশেষ সাফল্য পান নি। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৮ ও ৪। টেস্ট দলে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়ে নতুন উদ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। বুচি বাবু টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার কথা রয়েছে মুম্বইয়ের ক্রিকেটারের। একইসাথে দলীপ ট্রফিতেও (Duleep Trophy) মাঠে নামছেন তিনি। সূর্যকুমারকে রাখা হয়েছে ভারত-সি স্কোয়াডে। ঋতুরাজর গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) নেতৃত্বে অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। চাইবেন ব্যাট হাতে সেরাটা দিতে। রঞ্জি ট্রফিতেও খেলতে চান বলে জানিয়েছেন সূর্যকুমার যাদব।

ক্যাপ্টেন সূর্যের পরীক্ষা দক্ষিণ আফ্রিকায়-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে একটা সময় এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু মুখ্য নির্বাচক অজিত আগরকার ও কোচ গৌতম গম্ভীর নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। পূর্ণ সময়ের নেতা হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। নিজের দক্ষতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন মুম্বইয়ের তারকা। ৩-০ ফলে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে সূর্যের টিম ইন্ডিয়া। চেনা ছক মেনে না চলা’ই যে তাঁর ইউএসপি তাও বুঝিয়েছেন তিনি। কোনো ম্যাচে রিয়ান পরাগ আবার কখনও পার্ট-টাইমার রিঙ্কু সিং-কে (Rinku Singh) দিয়ে বোলিং করে বাজিমাত করেছেন। আগামী নভেম্বরে ক্যাপ্টেন সূর্যের পরবর্তী পরীক্ষা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রোটিয়াদের ঘরের মাঠে গত বছর ১-১ ড্র হয়েছিলো টি-২০ সিরিজ, স্টপগ্যাপ অধিনায়ক ছিলেন সূর্যকুমারই। এবার চাইবেন সিরিজ জিততে।

Also Read: প্রস্তুত জয় শাহের উত্তরসূরি, নতুন BCCI সভাপতি হচ্ছেন পোড়খাওয়া এই কর্মকর্তা !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *