ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রে এখন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দিনদুয়েক আগেই তাঁর নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সূর্য নিজেও সেই ম্যাচে ৪৭* রানের চমকপ্রদ ইনিংস খেলেছেন। কিন্তু ভারত অধিনায়কের মাঠের পারফর্ম্যান্সের চেয়ে ঢের বেশী লাইমলাইট এখন পাচ্ছে পাক ক্রিকেটারদের সাথে তাঁর করমর্দন না করার সিদ্ধান্ত। টসের সময় প্রতিপক্ষ অধিনায়ক সলমন আলি আঘা’র সাথে হাত মেলান নি তিনি। ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করার পরেও প্রথা মেনে ‘হ্যান্ডশেক’ করেন নি সূর্য (Suryakumar Yadav)। নন-স্ট্রাইকার শিবম দুবে’কে নিয়ে দ্রুত মাঠ ছাড়েন তিনি। ডাগ-আউট থেকে দ্রুত সাজঘরে ফেরেন ভারতের অন্যান্য ক্রিকেটাররাও। কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেয় ‘মেন ইন ব্লু’ শিবির।
Read More: ৪,৪,৪,৪,৬,৬,৬… ভারতের মাটিতে ঝড় তুললেন স্যাম কনস্টাস, খেললেন ১০৯ রানের আগ্রাসী ইনিংস !!
নকভির সাথে ভাইরাল সূর্যের ছবি-

গত এপ্রিলে পহলগামে পাক মদতপুষ্ট জঙ্গীদের হামলায় নিহত হন ২৬ জন। সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ পড়শি দেশের ক্রিকেটারদের সাথে হাত মেলান নি, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন সূর্যকুমার (Suryakumar Yadav)। অপারেশন সিঁদুরের জন্য ধন্যবাদ জানান ভারতীয় সেনাবাহিনীকেও। অধিনায়ক নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঠিকই কিন্তু এখনও ‘হ্যান্ডশেক’ বিতর্কে উত্তাল এশীয় ক্রিকেট। পাকিস্তান কোচ মাইক হেসন (Mike Hesson) সাংবাদিক সম্মেলনে দাবী করেন যে ভারতীয় তারকাদের সাথে হাত মেলানোর জন্য মাঠে অপেক্ষা করছিলো তাঁর দল। পরে নাকি অধিনায়ক সলমনকে (Salman Ali Agha) নিয়ে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও গিয়েছিলেন তিনি। কিন্তু দরজা বন্ধ দেখে ফিরে আসেন। ‘অক্রিকেটীয়’ সিদ্ধান্ত নিয়েছে ভারত, অভিযোগ এনে আইসিসি’র দ্বারস্থ অবধি হয়েছে পাকিস্তান।
সূর্যকুমারের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটারদের সাথে হাত না মেলানোয় মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়। দিনকয়েক আগে অবধিও যাঁরা ভারত-পাক ম্যাচ বয়কটের দাবী তুলে আসছিলেন তাঁদের মধ্যে অনেকেই এই সিদ্ধান্তকে ‘সাহসী ও সঠিক’ বলে ব্যাখ্যা করেছেন। ‘মাঠে নামা আটকানোর কোনো সুযোগ ছিলো না ক্রিকেটারদের সামনে। এটাই প্রতিবাদ জানানোর আদর্শ পন্থা,’ মন্তব্য করেছেন কেউ কেউ। অনেকে আবার অভিযোগ তুলেছেন দ্বিচারিতার’ও। পুরনো কিছু ছবি ও ভিডিও’ও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এশিয়া কাপ শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে যে প্রেস কনফারেন্স হয়েছিলো সেখানে পাক অধিনায়ক সলমন আলি আঘা’র সাথে হাত মিলিয়েছিলেন সূর্য (Suryakumar Yadav)। পিসিবি ও এসিসি’র প্রধান মহসীন নকভির সাথেও করমর্দন করেছিলেন তিনি। ‘সেদিন কি হয়েছিলো?’ প্রশ্ন তুলেছেন অনেকে।
তোপের মুখে ভারত অধিনায়ক-

‘মাঠে ক্যামেরা রয়েছে। তাই হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন সূর্যরা। আড়ালে তো ঠিকই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে,’ অভিযোগ এনেছেন একজন। সলমন আলি আঘা ও মহসীন নকভির সাথে সূর্যের করমর্দনের ছবি পোস্ট করে আরেক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘সমর্থকদের বোকা বানানো খুবই সহজ।’ পাকিস্তানের বিরুদ্ধে বহুদলীয় টুর্নামেন্টে খেলতে বাধা নেই টিম ইন্ডিয়ার (Team India), জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তোপের মুখে পড়তে হয়েছে তাদেরও। ‘পাক দলের সাথে কোনো মঞ্চ ভাগ করে নেওয়া মানেই শহীদদের স্মৃতির প্রতি অসম্মান করা,’ লিখেছেন অন্য এক নেটিজেন। ‘হাত মেলায় নি ভালো করেছে। কিন্তু আমার মতে খেলাই উচিৎ হয় নি,’ ৭ উইকেটের ব্যবধানে জয়ও যে ক্ষোভের আগুনে জল ঢালতে পারে নি তা স্পষ্ট অন্য এক নেটনাগরিকের ট্যুইট থেকেই।
দেখে নিন ট্যুইট চিত্র-
An Indian Captain posing for pictures & shaking hands with the Federal Home Minister of Pakistan is peak shamelessness on BCCI’s part. Mohsin Naqvi has blood on his hands and was calling for India’s destruction during Op Sindoor!! #AsiaCup pic.twitter.com/zZXa4ig595
— Atishay Jain (@AtishayyJain96) September 9, 2025
Captain Suryakumar Yadav handshake with Pakistan’s interior minister Mohsin Naqvi who recently given India a threat after Operation Sindoor.
I don’t know how these people see their faces in mirror. They kill our innocent people & here we are handshaking with them. Shameful!! pic.twitter.com/QXZCHpMmcb
— Rajiv (@Rajiv1841) September 9, 2025
It’s disgusting man how can you do and why ?? 😭
— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) September 9, 2025
This is beyond shameful and downright unacceptable. Sky should’ve had the guts to ignore him instead of stooping low where’s the integrity? 🚮
— Stumper (@TheStumpStory) September 9, 2025
Dhande se matlab hai bas.
— Amit Tyagi (@AmitTya86194290) September 9, 2025
From boycott to handshake ,India captain SKY meet Mohsin naqvi pic.twitter.com/dZ0BhSEh8K
— Huzaifa khan (@HuzaifaKhan021) September 9, 2025
India’s home minister’s son is heading ICC and BCCI is completely under his influence. In nutshell, gullible masses are being fooled across both sides of fence. Money has taken driver’s seat.
— Kuldeep Kumar (@HikulkKumar) September 10, 2025
Surya kumar yadav is a bloody stupid idiot
— Babbu J Mehra (@BabbuJMehra) September 9, 2025
Also Read: বেটিং কাণ্ডে ED’র নজরে এবার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা, হাজিরার নির্দেশ দুই ক্রিকেটতারকাকে !!