আসন্ন আইপিএলে ভারতীয় ব্যাটিং স্তম্ভ দেখতে পাওয়া যাবে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) দলে। একের পর এক সুপারস্টার তারকাদের ভিড় এ বছর দেখতে পাওয়া যাবে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। বেশ কয়েক বছর ধরে দেশ-বিদেশের নানান তারকা ক্রিকেটাররা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে নিজেদের সেরাটা দেখাতে ব্যার্থ হয়েছেন। তবে আসন্ন আইপিএলের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স দলের বাছাই করা স্কোয়াড তাদের ষষ্ঠ আইপিএল জেতানোর জন্য যথেষ্ট শক্তিশালী। তবে আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে দেখা যাবে আবার একটি পরিবর্তন।
ক্যাপ্টেনসি করবেন না হার্দিক বা রোহিত
আসলে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের প্রদর্শন ছিল খুবই সাধারণ। চার বছরে কেবলমাত্র একবারের জন্য প্লে অফ পৌঁছেছিল মুম্বাই দল। একাধিক প্লেয়ারকে মুম্বাই শিবিরে দেখতে পাওয়া যায়নি এই সময়কালে। দলের স্টার ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অধিনায়কত্বের লোভে মুম্বাই ইন্ডিয়ান্স ত্যাগ করেছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি আবার গত মৌসুমে মুম্বাই দলে ফিরে এসেছেন, ফিরে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে আসন্ন মৌসুমে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে না।
Read More: IPL 2025: ঋষভকে অধিনায়কত্ব দিতে রাজী নন গোয়েঙ্কা, দায়িত্ব দিচ্ছেন এই ক্রিকেটারকে !!
একাধিক ভক্তদের মতে মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) মুম্বাই দলকে নেতৃত্ব দেওয়া উচিত। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নিতা আম্বানি তার মত বদলেছেন। তিনি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত করতে চাইছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ড সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। রোহিত শর্মার পরে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার কথা ছিল হার্দিক পান্ডিয়ার। তবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সেটি পরিবর্তিত হয়, এবার মুম্বাই ইন্ডিয়ান্স দলেও একই পরিবর্তন দেখতে পাওয়া যাবে।
MI-এর নতুন ক্যাপ্টেন হবেন সূর্যকুমার
তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে শুধুমাত্র দলের অলরাউন্ডার হিসেবে খেলতে দেখা যাবে। চলতি সময় দুর্দান্ত ছন্দে রয়েছেন হার্দিক। ব্যাট এবং বল হাতে মঞ্চ কাপাচ্ছেন তিনি। ফ্রাঞ্চাইজি তাকে চাপ মুক্তভাবে খেলাতে চায়, যে কারণে আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব তুলে দেওয়া হবে সূর্যকুমারের হাতে। তিনি ব্যাট হাতে কিছুটা ছন্দ হারিয়েছেন, তবে এই ফরম্যাটের অন্যতম সেরাদের একজন হলেন তিনি। তার অধিনায়কত্বে ভারতীয় দল দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় এবং বিদেশে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মতন দেশের বিরুদ্ধেও জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। সব কিছু মাথায় রেখে আসন্ন মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রূপে আত্মপ্রকাশ ঘটবে স্কাইয়ের।