২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বিদায়ের পর কে হবেন ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক? জোর চর্চা শুরু হয়েছিলো ক্রিকেটমহলে। অনেকেই এগিয়ে রাখছিলেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন সাদা বলের দুই ফর্ম্যাটেই ‘মেন ইন ব্লু’র সহ-অধিনায়ক ছিলেন হার্দিক। রোহিতের (Rohit Sharma) অনুপস্থিতিতে বেশ কিছু টি-২০ সিরিজে নেতৃত্বও দিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তাই পাল্লা ভারী ছিলো তাঁরই। কিন্তু সবাইকে চমকে দিয়েই বিসিসিআই বেছে নেয় সূর্যকুমার যাদব’কে। নয়া কোচ গৌতম গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকার-দু’জনেরই ভোট পেয়েছিলেন মুম্বইয়ের তারকা। তাঁদের সেই সিদ্ধান্ত যে ভুল ছিলো না তা বিগত এক বছরে প্রমাণ করেছেন সূর্য (Suryakumar Yadav)। মগজাস্ত্রের জোরে ভারতকে জিতিয়েছেন একের পর এক সিরিজ।
Read More: সুযোগ না পেলেও খোশমেজাজেই রয়েছেন রিঙ্কু, সতীর্থের সঙ্গে অশ্লীল ইয়ার্কি ক্রিকেট তারকার !!
পিছিয়েই থাকবেন ধোনি বা বিরাট-

এখনও অবধি দুই বার টি-২০তে বিশ্বসেরা হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ২০০৭-এ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত ধরে এসেছিলো সাফল্য। এরপর সতেরো বছর অপেক্ষা করতে হয়েছিলো দ্বিতীয় খেতাবের জন্য। গত বছর বার্বাডোজে খেতাব পুনরুদ্ধার করে রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন দল। তবে বিশ্বকাপ জেতার পরেও কুড়ি-বিশের ফর্ম্যাটে ভারতের শ্রেষ্ঠতম অধিনায়কের আসনে বসানো যাচ্ছে না ধোনি (MS Dhoni) বা রোহিত-কাউকেই। এমনকি বিরাট কোহলির মত সুপারস্টারও পাচ্ছেন না শ্রেষ্ঠত্বের মুকুট। হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, ঋষভ পন্থ বা ঋতুরাজ গায়কোয়াড়রাও নানা সময় টি-২০তে টস করতে নেমেছেন দেশের জার্সি গায়ে। সিংহাসনের দাবীদার নন তাঁরাও। পরিসংখ্যান জানাচ্ছে যে ‘মেন ইন ব্লু’র ইতিহাসে সর্বসেরা টি-২০ অধিনায়ক আদতে ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ অর্থাৎ সূর্যকুমার যাদবই।
২০০৭ সালে প্রথমবার কুড়ি-বিশের ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০১৬ অবধি তিনি সামলেছেন দায়িত্ব। তাঁর অধীনে ৭১টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৪১টিতে। হেরেছে ২৮টিতে। অমীমাংসিত থেকেছে দু’টি ম্যাচ। আর টাই হয়েছে ১টি। তাঁর সময়কালে ৬০.৬ % ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। সেরাদের তালিকায় তিনি থাকছেন পাঁচ নম্বরে। চতুর্থ স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। স্টপগ্যাপ নেতা হিসেবে ১৬টি ম্যাচে দায়িত্ব সামলেছেন তিনি। জয়ের সংখ্যা ১০, হার ৫টি ও ১টি ম্যাচ টাই হয়েছে তাঁর সময়ে। জয়ের শতকরা হার ৬২.৫। বিরাট কোহলি (Virat Kohli) রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর জমানায় (২০১৭-২০২১) ৫০টি টি-২০ ম্যাচের মধ্যে ৩০টি জিতেছে ভারতীয় দল। হার ১৬টিতে। ২টি করে ম্যাচ টাই ও অমীমাংসিতও থেকেছে তাঁর সময়কালে। জয়ের শতকরা হার ৬৬.৭।
পরিসংখ্যান বলছে সেরা সূর্য’ই-

দ্বিতীয় স্থানে থাকবেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর নেতৃত্বে ৬২টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪৯টিতে এসেছে জয়। হারের সংখ্যা মাত্র ১২। একটি ম্যাচ টাই হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও সুপার ওভারে অবশ্য সহজেই জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ শতাংশের হিসেবে তাঁর স্কোর ৮০.৬। এখনও পর্যন্ত ১৪ জন ক্রিকেটার টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন ভারতকে। তাঁদের মধ্যে সাফল্যের নিরিখে সর্বোচ্চ আসনটি কেড়ে নিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এখনও অবধি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে দায়িত্ব সামলেছেন তিনি। হারেন নি একটিও। ২৩ ম্যাচের মধ্যে ১৮টিতে সরাসরি জিতেছে তাঁর দল। হারের সংখ্যা মাত্র ৪। লঙ্কানদের বিরুদ্ধে টাই হয়েছিলো ১টি ম্যাচ। সুপার ওভারে জিতেছেন সেটিও। রোহিতকে (Rohit Sharma) পিছনে ফেলে তাঁর সাফল্যের শতকরা হার দাঁড়িয়েছে ৮২.৬।