Suryakumar Yadav: গত বছরের টি-২০ বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছিলো টিম ইন্ডিয়া। চলতি বছরের গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের গায়ে লেগেছিলো অপরাজিত চ্যাম্পিয়নের তকমা। এশিয়া কাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখলো ‘মেন ইন ব্লু।’ একটানা সাতটি ম্যাচ জিতে নবম খেতাব ছিনিয়ে নিলো তারা। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারালো ভারতীয় দল (Team India)। প্রথম ব্যাটিং করে ১৪৬-এর বেশী স্কোরবোর্ডে তুলতে পারে নি পাক শিবির। ৪ উইকেট নিয়ে নজর কাড়েন কুলদীপ যাদব। সফল অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তীও। রান তাড়া করতে নেমে একটা সময় অবধি বেশ চাপে ছিলো টিম ইন্ডিয়াও। কিন্তু শেষমেশ তিলক বর্মা’র (Tilak Varma) ৬৯* ও শিবম দুবে’র ৩৩ রানের ইনিংসের সৌজন্যে ২ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।
Read More: “নির্বোধ, জঘন্য…” পাকিস্তানের হারে ফুঁসছেন শোয়েব আখতার, কাঠগড়ায় তুললেন কোচ ও অধিনায়ককে !!
ভারত জিতলেও সূর্য সেই অন্ধকারেই-

দুর্দান্ত ক্রিকেট খেলে এশিয়া কাপ (Asia Cup 2025) জিতেছে ভারত। দলের সাফল্যে আনন্দিত ক্রিকেটজনতা। কিন্তু পাশেপাশি তাঁদের কপালে ভাঁজ ফেলেছে অধিনায়ক সূর্যকুমারের (Suryakumar Yadav) ব্যাটিং ব্যর্থতা। ২০২১-এ অভিষেকের পর থেকে টিম ইন্ডিয়ার জার্সিতে কুড়ি-বিশের ক্রিকেটে ধারাবাহিকতার অন্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মুম্বইয়ের তারকা। মাঠের যে কোনো প্রান্ত দিয়ে চার-ছক্কা মারতে পারেন তিনি, তাই ভালোবেসে তাঁকে মিস্টার ৩৬০ ডিগ্রী ডাকা শুরু করেছিলেন অনুরাগীরা। এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানো বা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ৩৬৫ দিনের মধ্যে ১০০০ আন্তর্জাতিক টি-২০ রানের মাইলস্টোন ছুঁয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও জায়গা করে নিয়েছিলেন সূর্যকুমার (Suryakumar Yadav)। দু’বার ‘আইসিসি টি-২০ প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরষ্কারও পেয়েছেন তিনি।
রোহিতের (Rohit Sharma) অবসরের পর কুড়ি-বিশের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সঁপে দেওয়া হয় সূর্যের হাতে। তারপর থেকেই যেন নীচের দিকে নামছে তাঁর ফর্মের গ্রাফ। গত বছর বাংলাদেশ, শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আহামরি সাফল্য পান নি তিনি। ১৮ ম্যাচে ২৬.৮১ গড়ে করেছিলেন মাত্র ৪২৯ রান। চলতি বছরেও ছন্দে নেই সূর্যকুমার (Suryakumar Yadav)। ইংল্যান্ডের বিরুদ্ধে রান পান নি। হতাশ করেছেন এশিয়া কাপেও। ২০২৫-এ এখনও পর্যন্ত ১১ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১০০। গড় ১১.১১। অর্ধশতকের গণ্ডীও পেরোতে পারেন নি একবারও। পারফর্ম্যান্সের তফাৎ ঠিক কতটা তা বোঝা যায় তাঁর সামগ্রীক পরিসংখ্যানের দিকে তাকালেই। অন্যদের অধিনায়কত্বে ৫৮টি ইনিংসে ৪৩ গড়ে তিনি করেছেন ২০৪০ রান। কিন্তু অধিনায়ক হিসেবে তাঁর ব্যাটিং গড় কমে দাঁড়িয়েছে ২৫.২০-তে। ২৭ ইনিংসে কেবল ৬৩০ রানই করতে পেরেছেন তিনি।
সূর্যের ভবিষ্যত নিয়ে থাকছে প্রশ্ন-

আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ২০২৫-এর এশিয়া কাপ বড় পরীক্ষা ছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছে। অধিনায়ক হিসেবে পাসমার্ক পাবেন তিনি। কিন্তু ব্যাটার হিসেবে ব্যর্থই বলতে হবে তাঁকে। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় করেছিলেন অপরাজিত ৪৭। এছাড়া একটি ম্যাচেও আহামরি রান পান নি তিনি। ওমানের বিরুদ্ধে তো ব্যাটই করতে নামেন নি। নিজেকে রেখেছিলেন ব্যাটিং অর্ডারের এগারো নম্বরে। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে যদি রদবদলে রাজী না হয় টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে হয়ত ভারতীয় স্কোয়াডে টিকে যেতে পারেন সূর্য (Suryakumar Yadav)। কিন্তু যদি সাহসী সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন অজিত আগরকারেরা, সেক্ষেত্রে ছেঁটে ফেলা হতে পারে তাঁকে। তিনি বাদ পড়লে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন শুভমান গিল। এছাড়া বিসিসিআই-এর রেডারে রয়েছেন শ্রেয়স আইয়ার’ও।