suryakumar-failed-in-ranji-semifinal

জাতীয় টি-২০ দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ব্যাট হাতে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পারফর্ম্যান্সের গ্রাফ ক্রমেই নিম্নগামী। শ্রীলঙ্কা বা বাংলাদেশের বিরুদ্ধে উপমহাদেশে আহামরি ইনিংস খেলতে পারেন নি। দক্ষিণ আফ্রিকাতেও তাঁকে পাওয়া যায় নি চেনা ছন্দে। ২০২৫-এর শুরুটাও ভালো হয় নি টিম ইন্ডিয়ার ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’র। ইংল্যান্ডকে ভারত ৪-১ হারালেও শান্তই থেকেছে অধিনায়কের ব্যাট। ইডেন, চেন্নাই, রাজকোট, পুনে অথবা ‘ঘরের মাঠ’ মুম্বই- কোথাওই সাফল্য পান নি তিনি। অভিষেক শর্মা, শিবম দুবেরা যখন ঝোড়ো ইনিংস খেলেছেন, তখন বেশ স্বভাববিরুদ্ধ ভাবেই সূর্য (Suryakumar Yadav) কখনও আটকে থেকেছেন পাঁচে, কখনও আবার ১৪-তে। বাটলারদের বিপক্ষে ব্যর্থতার পর আরও একবার রঞ্জি খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু সেখানেও অন্ধকার কাটিয়ে উঠতে পারলেন না তারকা ক্রিকেটার।

Read More: CT 2025: “শেষ চারে থাকছে ভারত-পাক…” ভবিষ্যদ্বাণী মাইকেল ক্লার্কের, মুখ খুললেন রোহিত শর্মাকে নিয়েও !!

রঞ্জি সেমিফাইনালে শূন্য করলেন সূর্য-

Suryakumar Yadav | Image: Twitter
Suryakumar Yadav | Image: Twitter

বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বেশ চাপের মুখে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৩৮৩ রান তুলেছে বিদর্ভ। অর্ধশতক করেন ধ্রুব শোরে, দানিশ মালেওয়ার, যশ রাঠৌর। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে এই মুহূর্তে ধুঁকছে মুম্বই। সিদ্ধেশ লাড, আয়ুষ মাথরে’রা রান পান নি। অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) মাত্র ১৮ রান করে ফিরেছেন সাজঘরে। কঠিন পরিস্থিতিতে সূর্যকুমারের (Suryakumar Yadav) কাছে সুযোগ ছিলো ছন্দে ফেরার। কিন্তু পারলেন না তিনিও। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ক্রিজে টিকলেন মাত্র দুই বল। পার্থ রেকাড়ের বলে দানিশ মালেওয়া’র হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। খাতা খোলার সুযোগটুকুও পান নি তিনি। শেষ দশ ইনিংসের মধ্যে এই নিয়ে পঞ্চম বার শূন্য করলেন সূর্যকুমার। তাঁর ছন্দহীনতা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে ক্রিকেটজনতার কপালে।

 ভাঙছে টেস্ট প্রত্যাবর্তনের স্বপ্ন-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

সুর্যকুমারের (Suryakumar Yadav) টি-২০ পারফর্ম্যান্সের ভিত্তিতে তাঁকে ওয়ান ডে ক্রিকেটেও সুযোগ দিয়েছিলেন পূর্বতন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়। ছয় নম্বরে ‘ফিনিশার’ হিসেবে তাঁকে ব্যবহারের ইচ্ছা ছিলো তাঁর। এশিয়া কাপ, বিশ্বকাপেও আস্থা রেখেছিলেন মুম্বইয়ের ক্রিকেটারের উপর। কিন্তু আস্থার দাম দিতে ব্যর্থ হয়েছেন তিনি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের সাথে পারেন নি মানিয়ে নিতে। টেস্টেও সূর্যকে একটি ম্যাচে মাঠে নামার সুযোগ করে দিয়েছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আউট হন ৯ রান করে। মাসখানেক আগে সূর্য নিজেই জানিয়েছিলেন যে নিজেকে কেবল কুড়ি-বিশের ফর্ম্যাটে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। বরং চান দীর্ঘতর দুই ফর্ম্যাটেও খেলতে। কিন্তু তাঁর যা সাম্প্রতিক পারফর্ম্যান্স তাতে এই মুহূর্তে টেস্ট ও ওয়ান ডে’তে তাঁর ফেরার সম্ভাবনা যে কার্যত নেই তা দিনের আলোর মত পরিষ্কার।

নেতৃত্ব হাতছাড়া হবে সূর্যকুমারের?

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

অধিনায়ক সূর্য (Suryakumar Yadav)  না ব্যাটার সূর্য-কাকে বেশী প্রয়োজন সে বিষয়ে খুব দ্রুত হয়ত একটি সিদ্ধান্ত নিতে হতে পারে টিম ইন্ডিয়াকে। ভাবনাচিন্তা যে শুরু হয়ে গিয়েছে তার আভাস মিলেছে এক বোর্ড কর্তার বক্তব্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় ক্রিকেটে যে রোহিত শর্মা’র ক্যাপ্টেন্সি অধ্যায় শেষ হতে চলেছে তা স্পষ্ট। টেস্টে তাঁর বদলি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ। ওয়ান ডে’তে দায়িত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া। পদ হারাতে পারেন টি-২০ অধিনায়ক সূর্য’ও (Suryakumar Yadav) । নাম গোপন রাখার শর্তে সংবাদসংস্থা PTI-কে বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে যে “চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হার্দিক পান্ডিয়াকে প্রথমে একদিনের ক্রিকেটে অধিনায়ক করা হয়। যদি সূর্যকুমার যাদব ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থ হতে থাকেন তাহলে টি-২০তেও হার্দিককেই দায়িত্ব দেওয়া হবে।”

  Also Read: CT 2025: “ওরা আসছে না তাই…” করাচীতে নেই ভারতীয় পতাকা, পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা পিসিবি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *