surya-wants-india-call-up-in-3-formats

Team India: রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। এগারো বছর আইসিসি ট্রফিহীন থাকার পর ঘরে এসেছে কুড়ি-বিশের বিশ্বকাপ। সাফল্যের সেই ধারা আগামীতে বজায় রাখাই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ, ২০২৭-এর ওডিআই বিশ্বকাপ। ত্রিমুকুট জয়ই নিশানায় ‘মেন ইন ব্লু’র। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে গৌতম গম্ভীর বসেছেন কোচের হটসিটে। সাফল্যের শৃঙ্গজয়ের ব্যপারে আশাবাদী তিনি। সেই লক্ষ্যেই সাজাচ্ছেন ছক। দলের খেলায় যে নতুনত্ব আসতে চলেছে তা প্রমাণিত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই সিরিজে। জয়-পরাজয়’কে আপাতত আমল না দিয়ে দলের জন্য সেরা তারকাদের বেছে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে ভারত। প্রয়াস রয়েছে পরবর্তী অধিনায়ক বেছে নেওয়ারও। হার্দিক, শুভমানদের সাথে ‘শর্টলিস্ট’ হয়েছেন সূর্যকুমার যাদব’ও।

Read More: IPL 2025: হেড কোচ বদল হচ্ছে মুম্বই দলের, সাথে সাথে নেতৃত্ব ফিরে পাবেন রোহিত শর্মা !!

টি-২০ অধিনায়কত্ব পেয়েছেন সূর্যকুমার-

Rohit Sharma and Suryakumar Yadav | Team India | Image: Getty Images
Rohit Sharma and Suryakumar Yadav | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত অবসর নিয়েছেন তিনিও। এরপর থেকেই টি-২০ ফর্ম্যাটে স্থায়ী অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা ছিলো। দৌড়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। ২০২২ সাল থেকে রোহিতের অবর্তমানে সীমিত ওভারের ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে (Team India) নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এমনকি টি-২০ বিশ্বকাপেও ছিলেন সহ-অধিনায়ক। রোহিতের উত্তরসূরি হিসেবে তাঁকেই বেছে নিচ্ছিলেন বিশেষজ্ঞদের অনেকেই। কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে চমক দিয়েছে বিসিসিআই। তারা হার্দিক নয়, সুযোগ দিয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। একইসাথে ভবিষ্যৎ পরিকল্পনাও সেরে রেখেছে তারা। ডেপুটি করা হয়েছে তরুণ শুভমান গিলকে।

এর আগে অস্থায়ী অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০তে দায়িত্ব সামলেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষা ছিলো শ্রীলঙ্কার বিরুদ্ধে। সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি। পাল্লেকেলের মাঠে লঙ্কানদের টিম ইন্ডিয়া হারিয়ে দিয়েছে ৩-০ ফলাফলে। ব্যাট হাতে বরাবরের মতই ঝড় তুলতে দেখা গিয়েছিলো সূর্যকুমারকে (Suryakumar Yadav)। কিন্তু নেতৃত্বের ধার চিনিয়েছেন তৃতীয় ম্যাচটিতে। একটা সময় নিশ্চিত হারের দিকে এগোচ্ছিলো ভারত। কিন্তু অধিনায়ক সূর্যের ছকভাঙা সিদ্ধান্তেই ঘুরে যায় মোড়। ১৯তম ওভারে রিঙ্কু সিং ও ২০তম ওভারে নিজে’কে বোলিং-এ আনেন তিনি। দুই পার্ট টাইমারের ভেল্কিতেই সেদিন কেঁপে যায় শ্রীলঙ্কা। ৭ রানে পড়ে ৪ উইকেট। প্রথমে টাই ও পরে সুপার ওভারে জেতে ভারত।

তিন ফর্ম্যাটেই খেলতে চান সূর্য-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

টি-২০ ক্রিকেটে অবিসংবাদী সেরা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দীর্ঘ দুই বছর আইসিসি র‍্যাঙ্কিং-এ এক নম্বরে ছিলেন তিনি। রানের পাহাড় গড়েছেন ব্যাট হাতে। গড়েছেন, ভেঙেছেন নিত্যনতুন রেকর্ড। এক ক্যালেন্ডার বর্ষে ১০০০ আন্তর্জাতিক টি-২০ রান, সর্বোচ্চ সংখ্যাক ছক্কা। কুড়ি-বিশের ফর্ম্যাটে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ অফ দ্য ম্যাচ পুরষ্কার, টানা দুইবার আইসিসি’র বর্ষসেরা টি-২০ খেলোয়াড়ের মুকুট উঠেছে তাঁর মাথায়। ক্ষুদ্রতম ফর্ম্যাটের ‘অল টাইম গ্রেট’দের তালিকায় সামিল হলেও ওডিআই ও টেস্টে সেই চেনা ছন্দে দেখা যায় নি সূর্যকুমার যাদবকে। ১টি টেস্ট খেলে করেছেন ৯ রান। আর ওডিআইতে ৩৭ বার সুযোগ পেয়েও ব্যাটিং গড় মাত্র ২৫.৭৬। অর্ধশতকের সংখ্যা কেবল ৪। নিজেই স্বীকার করেছেন যে পঞ্চাশ ওভারের খেলায় আশানুরূপ নয় তাঁর পারফর্ম্যান্স।

কেবল এক ফর্ম্যাটে সীমাবদ্ধ থাকতে চান না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর লক্ষ্য এখন টেস্ট, ওয়ান ডে ও টি-২০-তিন ফর্ম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করা। টাইমস অফ ইন্ডিয়াকে (Team India) তিনি জানিয়েছেন যে লাল বলের ক্রিকেটে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য তিনি মন দিচ্ছেন অনুশীলনে। রঞ্জি খেলেছেন গতবার। এবার খেলতে চলেছেন বুচিবাবু ট্রফি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে বিজয় হাজারে ট্রফিতেও দেখা যেতে পারে তাঁকে। যদি লক্ষ্যে সফল হন, তাহলে সূর্যের আলোয় আলোকিত হতে পারে টেস্ট ও ওডিআই-ও। বর্তমান টিম ইন্ডিয়া (Team India) অধিনায়ক রোহিত শর্মা’ও (Rohit Sharma) একটা সময় টেস্ট ও ওডিআই থেকে বাদ পড়ে ঘুরে দাঁড়িয়েছিলেন। ঘটিয়েছিলেন প্রত্যাবর্তন। তাঁকে অনুসরণ করেই সূর্য’ও যে পঞ্চাশ ওভারের দলের নেতৃত্ব হাতে তুলে দেবেন না, তা কে বলতে পারে?

Also Read: টিম ইন্ডিয়ার পর এই ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, পেলেন কোটি টাকার অফার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *